WBCS Preliminary Exam Question Paper 2020 Bengali Version

1. Use the right preposition
    He deals —— cosmetic goods.

  • (A) of
  • (B) with
  • (C) in
  • (D) on

2. Which complex form is correct for the following sentence ?
    “Everyone is happy during Christmas celebration”

  • (A) When Christmas celebrations occur everyone is happy.
  • (B) During Christmas celebration everyone is happy.
  • (C) Everyone during Christmas celebration is happy.
  • (D) Happy is everyone when Christmas celebration occur.

3. Select the correct option :
    I need a —— note.

  • (A) Five hundred rupees
  • (B) Five hundred rupee
  • (C) Five hundreds rupees
  • (D) Five hundreds rupee

4. It is nine o clock in Darjeeling in the morning and ——

  • (A) there is snow
  • (B) It is snowing
  • (C) It snows
  • (D) It snowed

5. The idiomatic expression ‘pull yourself together’ ——

  • (A) Drag oneself
  • (B) help one
  • (C) get angry
  • (D) calm down by oneself

6. Use the correct expression :
    I —— the patient will die.

  • (A) hope
  • (B) think
  • (C) see
  • (D) am afraid

7. We —— our dinner last night.
    Fill in with the right verb form.

  • (A) have taken
  • (B) took
  • (C) had taken
  • (D) take

8. Never —— upon the marginalized.
    Fill in with the right phrasal verb

  • (A) look over
  • (B) look down
  • (C) look through
  • (D) look into

9. The word ‘Genocide’ means

  • (A) Racial Killing
  • (B) Murder
  • (C) Suicide
  • (D) Slaughter

10. What is the time —— your watch ?

  • (A) by
  • (B) in
  • (C) with
  • (D) on

11. Select the correct option :
I was sure I —— meet him.

  • (A) would
  • (B) will
  • (C) shall
  • (D) should

12. 'Impassioned' means

  • (A) Ardent
  • (B) Dispassionate
  • (C) Passionless
  • (D) Unemotional

13. Find the appropriate synonym for the word 'Climacti'.

  • (A) Culminating
  • (B) Climatic
  • (C) Temperate
  • (D) Atmospheric

14. Choose the correct indirect statement.

    He said, “Grass is green.”

  • (A) He told that grass is green
  • (B) He told that grass was green
  • (C) He told that grass had been green
  • (D) He told that grass will always be green

15. Correct passive form of the following sentence 'Orange tastes sour' is :

  • (A) Orange is tested sour.
  • (B) Orange is sour after testing.
  • (C) Orange is sour when tested.
  • (D) Orange is tested as sour.

16. Babies ____ when they are hungry.

  • (A) cries
  • (B) cried
  • (C) are crying
  • (D) cry

17. The word ‘Analogous’ means

  • (A) analytical
  • (B) artificial
  • (C) comparable
  • (D) aural

18. Tick the correct option :

    _____ are still tortured in remote villages.

  • (A) Daughter-in-laws
  • (B) Daughters-in-Laws
  • (C) Daughters-in-law
  • (D) Daughter-in-law

19. Add a suitable prefix to ‘Embark’.

  • (A) Disembark
  • (B) Unembark
  • (C) Imembark
  • (D) Inembark

20. Fill in the blank with right option.
    He cannot cope ____ this pressure.

  • (A) up
  • (B) with
  • (C) in
  • (D) for

21. Convert the given sentence into an interrogative sentence and see below for the correct option :
    “Honesty is the best policy”

  • (A) is honesty the best policy ?
  • (B) is not honesty the best policy ?
  • (C) Is honesty not the best policy ?
  • (D) Why is honesty the best policy?

22. The correct antonym of ‘Lecherous’ is

  • (A) Passionate
  • (B) Dirty
  • (C) Nasty
  • (D) Chaste

23. Use the appropriate preposition in the sentence :
    We sat ____ the shade of the tree.

  • (A) Under
  • (B) below
  • (C) in
  • (D) Through

24. He will reach home _____ at evening

  • (A) lately
  • (B) late
  • (C) later
  • (D) latest

25. He solved the _____ problem.

  • (A) hardly
  • (B) hard
  • (C) hardier
  • (D) Hardist

26. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী ?

  • (A) কল্লেরু হ্রদ
  • (B) পুলিকট হ্রদ
  • (C) চিলিকা হ্রদ
  • (D) লোকতাক হ্রদ

27. বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হল

  • (A) ভারত
  • (B) আমেরিকা যুক্তরাষ্ট্র
  • (C) চিন
  • (D) অস্ট্রেলিয়া

28. 'NATGRID' শুরু হবে

  • (A) 31শে ডিসেম্বর 2020-এর মধ্যে
  • (B) 31শে ডিসেম্বর 2019 -এর মধ্যে
  • (C) 31শে মার্চ 2020-এর মধ্যে
  • (D) 15ই আগস্ট 2020-এর মধ্যে

29. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

  • (A) ভারতীয় ন্যাশনাল কংগ্রেস
  • (B) ইন্ডিয়ান লিগ
  • (C) ভারতীয় সাংবিধানিক সভা
  • (D) উপরের কোনোটিই নয়

30. ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম হ্যাটট্রিক ফ্যাক্টরি (কুঠী) নির্মাণ করেন ?

  • (A) বোম্বে
  • (B) সুরাট
  • (C) সুতানুটি
  • (D) মাদ্রাজ

31. A হল C -এর ছেলে । C এবং Q দুই বোন্ । Z হল Q -এর মা । P হল Z -এর ছেলে । A এবং P -এর মধ্যে সম্পর্ক কী ?

  • (A) ভাই
  • (B) মামা
  • (C) কাকা
  • (D) দাদু

32. অ্যাক্ট III, 1872 কী ছিল ?

  • (A) সমাজ সংস্কার আইন
  • (B) জুরী আইন
  • (C) রাজস্ব আইন
  • (D) শাসনসংক্রান্ত আইন

33. নীচের কোনটি অন্যদের থেকে আলাদা ?

  • (A) Zoology
  • (B) Physiology
  • (C) Botany
  • (D) Philosophy

34. কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?

  • (A) দয়ানন্দ সরস্বতী
  • (B) লালা হংসরাজ
  • (C) আত্মারাম পান্ডুরঙ্গ
  • (D) মহাদেব গোবিন্দ রানাডে

35. ভারতের প্রথম 'G.I Tag' প্রাপ্ত পদার্থ হল

  • (A) এলাচ
  • (B) দার্জিলিং চা
  • (C) বাসমতি চাল
  • (D) গোবিন্দভোগ চাল

36. একটি নির্দিষ্ট নিয়ম মেনে নীচের টেবিলে সংখ্যাগুলি বসানো হয়েছে । '?' চিহ্নিত স্থানের সঠিক সংখ্যাটি কত হবে ?

  • (A) 35
  • (B) 37
  • (C) 39
  • (D) 41

37. Census 2011 -এ পশ্চিমবঙ্গের literacy rate হল

  • (A) 97%
  • (B) 70%
  • (C) 80%
  • (D) 77%

38. কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং UNESCO-র দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে ?

  • (A) Santali ভাষা
  • (B) Kurukh ভাষা
  • (C) Kurmali ভাষা
  • (D) Sadri ভাষা

39. ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় depreciate করে তখন

  • (A) আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানির দাম বাড়ে
  • (B) আমদানি সস্তাতর ও রপ্তানির দাম বাড়ে
  • (C) আমদানি ও রপ্তানি দুইয়েরই দাম বাড়ে
  • (D) আমদানি ও রপ্তানির উপর কোনো প্রভাব পড়ে না

40. স্যার সি. ভি. রমন Nobel পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য ?

  • (A) বিক্ষেপণ
  • (B) বিচ্ছুরণ
  • (C) ব্যতিচার
  • (D) সমবর্তন

41. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

  • (A) বাংলার কারিগর
  • (B) নীল চাষি
  • (C) ভূমিহীন মজুর
  • (D) উপরোক্ত প্রতিটি শ্রেণীরই

42. L, M, N, O, P, Q, R, S এবং T অক্ষরগুলি পরপর আছে । এই অক্ষরগুলির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হল । কিন্তু এইগুলি পরপর নয় । এক্ষেত্রে P হল 4 । P ও T -এর পার্থক্য হল 5 । N ও T -এর পার্থক্য হল 3 । তাহলে N -এর জন্য কোন সংখ্যাটি ধরা হয়েছে ?

  • (A) 7
  • (B) 5
  • (C) 4
  • (D) 6

43. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

  • (A) মহাত্মা গান্ধী
  • (B) সুভাষচন্দ্র বসু
  • (C) চিত্তরঞ্জন দাস
  • (D) মতিলাল নেহেরু

44. একটি শুঁয়োপোকা মাটি থেকে 75 inches উঁচু একটি খুঁটি বেয়ে উঠচ্ছে । দিনের বেলায় সে 5 inches উপরে ওঠে আবার রাতের বেলায় 4 inches করে নেমে যায় । তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌছাবে ?

  • (A) 70 তম দিনে
  • (B) 71 তম দিনে
  • (C) 72 তম দিনে
  • (D) 75 তম দিনে

45. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন ?

  • (A) আব্দুল ওয়াহাব
  • (B) থিয়োডোর বেক
  • (C) সৈয়দ আমীর আলী
  • (D) মহসিন উল-মুলক

46. International Day of the Tropics প্রতি বছর পালন করা হয়

  • (A) 23শে মার্চ
  • (B) 4ঠা জুলাই
  • (C) 22শে সেপ্টেম্বর
  • (D) 29শে জুন

47. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয় ?

  • (A) 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
  • (B) 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
  • (C) 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
  • (D) 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন

48. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

  • (A) মধ্যপ্রদেশ
  • (B) কর্ণাটক
  • (C) অন্ধপ্রদেশ
  • (D) মহারাষ্ট্র

49. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

  • (A) আব্বাস তায়েবজী
  • (B) খান আব্দুল গফ্ফর খান
  • (C) মৌলানা আজাদ
  • (D) ডঃ আনসারি

50. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ?

  • (A) 4
  • (B) 6
  • (C) 5
  • (D) 3

51. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন ?

  • (A) লাল্লুজী লাল
  • (B) পদ্মাকর ভট্ট
  • (C) প্রেমচাঁদ
  • (D) হরিশচন্দ্র

52. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয় ?

  • (A) 14 জানুয়ারি, 1969
  • (B) 4 ডিসেম্বর, 1969
  • (C) 27 জানুয়ারি, 1969
  • (D) 16 আগস্ট, 1969

53. ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি হল

  • (A) 1
  • (B) 2
  • (C) 4
  • (D) 3

54. কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?

  • (A) 1991
  • (B) 1990
  • (C) 1992
  • (D) 1994

55. নীচের একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হল :
    1. এটির ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস ।
    2.এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত হয় ।
    3. এটি একটি শোন নদীর শাখা নদী ।
উপরের তথ্যভিত্তিতে নদীটি চিহ্নিত করুন.:

  • (A) উত্তর কোয়েল নদী
  • (B) মোচি নদী
  • (C) মহানন্দা নদী
  • (D) মহাদায়ী নদী

56. বোঘাজকোই গুরুত্বপূর্ণ কারণ,

  • (A) এই জায়গাটি মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল ।
  • (B) আদি-বৈদিক সাহিত্য এখানেই রচিত হয় ।
  • (C) এখানে প্রাপ্ত লেখমালা-য় বৈদিক দেব-দেবীদের নাম উল্লিখিত আছে ।
  • (D) উপরের কোনটিই নয়

57. নিম্নোক্তদের মধ্যে 'আলাই দরওয়াজা'-র নির্মাতা কে ?

  • (A) আলাউদ্দিন খিলজী
  • (B) আকবর
  • (C) মহম্মদ বিন তুঘলক
  • (D) জাহাঙ্গীর

58. D, C ও E- এর চেয়ে লম্বা । A, E.-এর মত লম্বা নয় । C, A.-এর চেয়ে লম্বা । D, B.-এর মত লম্বা নয় । তাহলে, দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটি কে ?

  • (A) B
  • (B) C
  • (C) D
  • (D) E

59. উত্তর গোলার্ধের জন্য সঠিক জোড়গুলি শনাক্ত করুন :
      1. মকর সংক্রান্তি — ডিসেম্বর 22nd
      2. জলবিষুব — সেপ্টেম্বর 23rd
      3. কর্কট সংক্রান্তি — জুন 21st
      4. মহাবিষুব — মার্চ 21st
প্রদত্ত কোড থেকে সঠিক উত্তরটি চয়ন করুন :

  • (A) 1 এবং 2
  • (B) 2 এবং 3
  • (C) 3 এবং 4
  • (D) সবকটি সঠিকভাবে মেলে

60. মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 census -এ পশ্চিমবঙ্গের স্থান হল

  • (A) দশম
  • (B) চতুর্থ
  • (C) দ্বিতীয়
  • (D) পঞ্চম

61. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয় ?

  • (A) খিলাফত আন্দোলন
  • (B) অসহযোগ আন্দোলন
  • (C) আইন অমান্য আন্দোলন
  • (D) ভারত ছাড়ো আন্দোলন

62. ধরুন Let x1, x1, _______, x100 —100 টি সংখ্যা যাতে সকল i -এর জন্য xi + xi+1 = 100 হয় । যদি x10 = 1 হয়, তবে x1 কত হবে ?

  • (A) 100
  • (B) 99
  • (C) 101
  • (D) 1

63. বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে ?

  • (A) বনস
  • (B) চম্বল
  • (C) শতদ্রু
  • (D) যমুনা

64. 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘুর্ণাবর্ত হয়েছে তার নাম হল

  • (A) Fani
  • (B) Bulbul
  • (C) Phinge
  • (D) Sumi

65. কোনো বছরের একটি নির্দিষ্ট মাসে তিনটি সোমবারের তারিখ জোড় সংখ্যা । ঐ মাসের 15 তারিখ কী বারে পড়বে ?

  • (A) সোমবার
  • (B) বুধবার
  • (C) শুক্রবার
  • (D) রবিবার

66. 'শিক্ষক দিবস' ভারতে প্রতি বছর পালিত হয়

  • (A) 5ই সেপ্টেম্বর
  • (B) 2রা অক্টোবর
  • (C) 6ই নভেম্বর
  • (D) 25শে ডিসেম্বর

67. Constituent Assembly 'ভারতীয় সংবিধান' গ্রহণ করেছে

  • (A) 15ই আগস্ট, 1947
  • (B) 26শে জানুয়ারি, 1950
  • (C) 26 শে নভেম্বর, 1949
  • (D) 2রা অক্টোবর, 1950

68. নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হত ?

  • (A) মুক্তো
  • (B) মূল্যবান পাথর
  • (C) অশ্ব
  • (D) রেশন

69. ‘FACT Check Module’ -এর লক্ষ্য হল

  • (A) বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ন্ত্রণ করতে ।
  • (B) অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা ।
  • (C) সমাজের বিবিধ সংস্কৃতির মধ্যে সংহতি উৎসাহিত করতে ।
  • (D) ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে ।

70. 'রাজতরঙ্গিনী' -র রচয়িতা কে ?

  • (A) মেগাস্থিনিস
  • (B) কলহন
  • (C) আল-বিরুনি
  • (D) হেরোডোটাস

71. ভারতে 'অর্থনৈতিক সংস্কার' নীতিগলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে (formally) উপস্থাপিত হয়

  • (A) জুলাই, 1991
  • (B) আগস্ট, 1947
  • (C) জানুয়ারি, 1980
  • (D) মার্চ, 1990

72. কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় ?

  • (A) 1818
  • (B) 1821
  • (C) 1819
  • (D) 1823

73. 'চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের' পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কর মস্তিষ্ক সক্রিয় ছিল ?

  • (A) গণেশ ঘোষ
  • (B) চন্দ্রশেখর আজাদ
  • (C) সূর্য সেন
  • (D) লালা হরদয়াল

74. 500 ও 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল

  • (A) 8ই নভেম্বর, 2016
  • (B) 1লা জানুয়ারী, 2017
  • (C) 15ই আগস্ট, 2016
  • (D) 31শে মার্চ, 2017

75. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

  • (A) জয়প্রকাশ নারায়ণ
  • (B) মোরারজি দেশাই
  • (C) চৌধুরী চরণ সিং
  • (D) অটল বিহারী বাজপেয়ী

76. বর্তমানে ভারতের অর্থমন্ত্রী হলেন

  • (A) অরুণ জেটলি
  • (B) নির্মলা সিতারামন
  • (C) পি. চিদাম্বরম
  • (D) প্রণব মুখার্জী

77. নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হল—:

  • (A) তাপ
  • (B) কৌণিক ভরবেগ
  • (C) সময়
  • (D) কাজ

78. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে ?

  • (A) প্রতাপগড়
  • (B) মেহেরগড়
  • (C) কোয়েটা
  • (D) কালাট

79. মহামান্য সুপ্রীম কোর্টের আদেশবলে 'RTI' প্রয়োগ করা যাবে

  • (A) Office of the CBI তেও.
  • (B) Office of the NIA তেও
  • (C) Office of the CJI তেও
  • (D) Office of the PMO তেও

80. সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছতে সময় লাগে

  • (A) 2 মিনিট
  • (B) 8 মিনিট
  • (C) 4 মিনিট
  • (D) 16 মিনিট

81. 'Fit India Movement' August 2019 -এ শুরু করে

  • (A) কপিলদেব
  • (B) সৌরভ গাঙ্গুলী
  • (C) নরেন্দ্র মোদী (প্রধানমন্ত্রী)
  • (D) বিরাট কোহলি

82. জন, অ্যারিস ও যোসেফ বিভিন্ন বয়সের তিন ভাই । দেওয়া আছে :
      (i) অ্যারিস সবার বড়
      (ii) যোসেফ সবার বড় নয়
      (iii) জন সবার ছোট নয়
      তবে, কে সবার ছোট ?

  • (A) অ্যারিস
  • (B) জন
  • (C) যোসেফ
  • (D) দেওয়া তথ্য থেকে এটি বলা সম্ভব নয়.

83. 'গরিবি হটাও' শ্লোগানটি প্রথম দিয়েছিলেন

  • (A) ইন্দিরা গান্ধী
  • (B) রাজীব গান্ধী
  • (C) সোনিয়া গান্ধী
  • (D) রাহুল গান্ধী

84. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?

  • (A) তেলেঙ্গানা
  • (B) কেরল
  • (C) জম্মু ও কাশ্মীর
  • (D) অন্ধ্রপ্রদেশ

85. 14 বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়

  • (A) 1969 সালে
  • (B) 1980 সালে
  • (C) 1971 সালে
  • (D) 1991 সালে

86. ভারতের পারমাণবিক শক্তি কমিশন (AEC) 1948 সালে কে প্রতিষ্ঠা করেন ?

  • (A) P. K. Iyengar
  • (B) M. R. Srinivasan
  • (C) Vikram Sarabhai
  • (D) Homi Bhabha

87. নীচের ছকে সঠিক শব্দগুলি বসিয়ে ছকটি পূরণ করুন । কোন শব্দটি উপযুক্ত নয় ?

  • (A) FATE
  • (B) FLAT
  • (C) ROLE
  • (D) TILL

88. পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় —

  • (A) ফার্মি
  • (B) অ্যাংস্ট্রম
  • (C) নিউটন
  • (D) টেসলা

89. National Institute of Disaster Management বা NIDM পূর্বে নামাঙ্কিত ছিল :

  • (A) National Centre of Disaster Management
  • (B) National Council of Disaster Management
  • (C) National Committee for Disaster Management
  • (D) National Task Force on Disaster Management

90. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবি ঘোষিত হয় ?

  • (A) লাহোর কংগ্রেস
  • (B) সুরাট কংগ্রেস
  • (C) কলকাতা কংগ্রেস
  • (D) নাগপুর কংগ্রেস

91. নিম্নলিখিত কোন ঐতিহাসিক 'The wonder that was India’ গ্রন্থটির রচয়িতা ?

  • (A) এ. এল. ব্যাসম
  • (B) অ্যালিসন ব্যাশফোর্ড
  • (C) রমেশ চন্দ্র মজুমদার
  • (D) সতীশ চন্দ্র

92. একটি ঘনকাকৃতি ছক্কার ঘুঁটির দুটি অবস্থান দেখানো হয়েছে । ঐ ঘুঁটির যে তলে 3 টি dot আছে ঠিক তার বিপরীত তলে কয়টি dot থাকবে ?

  • (A) 1
  • (B) 2
  • (C) 4
  • (D) 5

93. গ্রাফাইট, কার্বন এবং হীরা হল

  • (A) আইসোটোপ
  • (B) আইসোমার
  • (C) আইসোটোন
  • (D) অ্যালোট্রোপ

94. কেন রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি প্রত্যাখ্যান করেছিলেন ?

  • (A) বঙ্গবিভাজনের বিরুদ্ধে
  • (B) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে
  • (C) অসহযোগ আন্দোলন স্তব্ধ হবার বিরুদ্ধে
  • (D) আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে

95. ভারতের 70তম সংবিধান দিবস পালিত হয় / হবে

  • (A) 2020
  • (B) 2018
  • (C) 2017
  • (D) 2019

96. ভারতের 'সংবিধান দিবস' পালিত হয়

  • (A) 3রা ডিসেম্বর
  • (B) 25শে অক্টোবর
  • (C) 5ই জানুয়ারী
  • (D) 26শে নভেম্বর

97. 'অনুৎপাদক সম্পদ' (NPA) হল ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের

  • (A) বাড়ি ও জমি
  • (B) যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয় নি
  • (C) সরকারি সিকিউরিটি
  • (D) নগদ অর্থ

98. পশ্চিমবঙ্গের গভর্নর হলেন

  • (A) নুরুল হাসান
  • (B) রাজনারায়ণ সিং
  • (C) কেশরীনাথ ত্রিপাঠী
  • (D) জগদীপ ধনখড়

99. আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় ?

  • (A) সমিতি
  • (B) সভা
  • (C) সমিতি ও সঙ্গম
  • (D) উভয়ই (A) ও (B)

100. ‘Lokpal’ এর আক্ষরিক অর্থ

  • (A) Caretaker of the people
  • (B) Execution of public services
  • (C) Looking after the Weaker section of society
  • (D) Motivate civilians

101. গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত ?

  • (A) ওখা
  • (B) আলাঙ
  • (C) কান্দালা
  • (D) বেড়াভাল

102. 'দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স' -এর রচয়িতা কে ?

  • (A) দাদাভাই নৌরজী
  • (B) রমেশচন্দ্র দত্ত
  • (C) বিনায়ক দামোদর সাভারকর
  • (D) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

103. 'গদর' শব্দের অর্থ কী ?

  • (A) বিপ্লব
  • (B) স্বাধীনতা
  • (C) স্বরাজ
  • (D) মুক্তি

104. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়

  • (A) মেট্রিক স্কেল
  • (B) কোয়াক স্কেল
  • (C) রিখটার স্কেল
  • (D) এপিসেন্টার স্কেল

105. 'ইলবার্ট বিল' বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছল ?

  • (A) লর্ড কার্জন
  • (B) লর্ড লিটন
  • (C) লর্ড রিপন
  • (D) লর্ড হার্ডিঞ্জ

106. মানব উন্নয়ন সূচক (HDI) প্রকাশিত হয়

  • (A) বিশ্ব ব্যাঙ্ক -এর সহায়তায়
  • (B) UNDP -এর সহায়তায়
  • (C) (IMF) আন্তর্জাতিক অর্থভাণ্ডার -এর সহায়তায়
  • (D) নীতি আয়োগ (NITI Aayog) -এর সহায়তায়

107 2162/3÷(p2/9)−3/2=2x3ypz। x, y, z -এর মান নির্ণয় করো ।

  • (A) x = 2, y = -1, z = 3
  • (B) x = -1, y = 2, z = 3
  • (C) x = 3, y = -1, z = 2
  • (D) x = 2, y = 3, z = -1

108. 6, 11, 21, 36, 56, — এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে ?

  • (A) 78
  • (B) 81
  • (C) 82
  • (D) 86

109. কোন সংবাদপত্রে 'বয়কট' সর্বপ্রথম ঘোষিত হয় ?

  • (A) সঞ্জীবনী
  • (B) হিতবাদী
  • (C) যুগান্তর
  • (D) অমৃত বাজার

110. চুম্বি উপত্যাকা কোন সীমান্তে রয়েছে ?

  • (A) সিকিম - ভুটান
  • (B) নেপাল - সিকিম
  • (C) বিহার - নেপাল
  • (D) অসম - বাংলাদেশ

111. NIDM গঠিত হয়েছিল 2006 -এ । নীচের কোনটি সঠিক ?

  • (A) ভুল
  • (B) ঠিক
  • (C) মানব সম্পদ মন্ত্রক দ্বারা
  • (D) বিদেশ মন্ত্রক দ্বারা

112. 10 থেকে 100 10 লিখতে গেলে 7 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে ?

  • (A) 20
  • (B) 19
  • (C) 10
  • (D) 11

113. কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ?

  • (A) 1175 খ্রিষ্টাব্দ
  • (B) 1191 খ্রিষ্টাব্দ
  • (C) 1192 খ্রিষ্টাব্দ
  • (D) 1206 খ্রিষ্টাব্দ.
.

114. পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ এটি

  • (A) জীবাণুমুক্তকারী
  • (B) জারক
  • (C) বিজারক
  • (D) লিচিং

115. ভারত কর্তৃক 'typhoid vaccine' যা 'WHO' অনুমোদিত, প্রথম যে দেশ সূচনা করেছিল

  • (A) নেপাল
  • (B) বাংলাদেশ
  • (C) মায়ানমার
  • (D) পাকিস্তান

116. দ্রব্য পরিষেবা কর (GST) ভারতে প্রবর্তন করেন অর্থমন্ত্রী

  • (A) অরুণ জেটলি
  • (B) মনমোহন সিং
  • (C) প্রণব মুখার্জী
  • (D) নরেন্দ্র মোদী

117. ভারতে 100 টাকার নোটে সই থাকে

  • (A) গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • (B) সেক্রেটারি, অর্থমন্ত্রক
  • (C) ভারতের অর্থমন্ত্রী
  • (D) ভারতের প্রধানমন্ত্রী

118. কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন ?

  • (A) দেবেন্দ্রনাথ ঠাকুর
  • (B) রামমোহন রায়
  • (C) কেশবচন্দ্র সেন
  • (D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

119. ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল

  • (A) বিহার
  • (B) অন্ধপ্রদেশ
  • (C) উত্তরপ্রদেশ
  • (D) তামিলনাড়ু

120. একটি নক-আউট প্রতিযোগিতায় অর্থাৎ যে প্রতিযোগিতায় কেবলমাত্র বিজয়ী পরের রাউন্ডে চলে যাবে এবং পরাজিত প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে— 22 জন প্রতিযোগী আছে । তাহলে ঐ প্রতিযোগিতায় মোট কতগুলি ম্যাচ খেলা হবে ?

  • (A) 20
  • (B) 21
  • (C) 22
  • (D) খেলার নির্ঘণ্ট কীভাবে তৈরি হয়েছে তার উপর নির্ভর করবে

121. ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন

  • (A) মোহনদাস করমচাঁদ গান্ধী
  • (B) জওহরলাল নেহেরু
  • (C) ডঃ বি আর আম্বেদকর
  • (D) সর্দার বল্লভ ভাই প্যাটেল

122. গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে, তা হল

  • (A) বায়ুমণ্ডল
  • (B) ক্লোরোফিল
  • (C) মাটি
  • (D) আলো

123. অতি পরিবাহী পদার্থ যারা

  • (A) কম তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে ।
  • (B) বিদ্যুৎ প্রবাহে উচ্চ প্রতিরোধ তৈরি করে ।
  • (C) বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না ।
  • (D) উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে ।

124. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় ?

  • (A) শূন্যস্থানে
  • (B) গ্যাসে
  • (C) তরলে
  • (D) কঠিন পদার্থে

125. নীচের গুণের সংখ্যাটিতে '•‘ চিহ্নিত স্থানদুটিতে কোন কোন সংখ্যা বসবে ?
    

  • (A) 8, 4
  • (B) 6, 8
  • (C) 4, 8
  • (D) 8, 6

126. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

  • (A) শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
  • (B) শিশির কুমার ঘোষ
  • (C) গিরিশ চন্দ্র ঘোষ
  • (D) রবার্ট নাইট

127. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?

  • (A) 1800 খ্রিস্টাব্দ
  • (B) 1817 খ্রিস্টাব্দ
  • (C) 1855 খ্রিস্টাব্দ
  • (D) 1857 খ্রিস্টাব্দ

128. একটি শ্রেনিতে (row) 'A' বামদিক থেকে 11 তম অবস্থানে এবং 'B' ডানদিক থেকে 10 তম অবস্থানে আছে । যদি 'A' ও 'B' নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তবে 'A' বামদিক থেকে 18 তম অবস্থানে চলে আসে । 'A' ও 'B' ছাড়া ঐ শ্রেণিতে (row) কভজন ব্যক্তি আছে ?

  • (A) 27
  • (B) 26
  • (C) 25
  • (D) 24

129. 'FACT Check Module’ -এর চার নীতি হল

  • (A) Follow, assimilate, control and terminate
  • (B) Find, assess, create and target
  • (C) Follow, assess, control and terminate
  • (D) Find, assess, caution and train

130. আসাম সরকারের 'Arundhoti Swarna Yojana' যা 1st January 2020 তে শুরু হবে যার উদ্দেশ্য হল

  • (A) পাত্রদের উৎসাহিত করা অসমীয় মেয়েদের বিয়ে করতে ।
  • (B) পাত্রীদের উৎসাহিত করা তাদের বিয়েকে নথিভুক্ত করতে ।
  • (C) প্রার্থীদের সোনা কিনতে উৎসাহিত করতে ।
  • (D) পরিবারকে উৎসাহিত করতে বাড়ির কন্যাকে ১৮ বছরের পরে বিয়ে দিতে ।

131. রাজ্যসভার সভাপতি হলেন

  • (A) ভারতের রাষ্ট্রপতি
  • (B) ভারতের উপ-রাষ্ট্রপতি
  • (C) ভারতের প্রধানমন্ত্রী
  • (D) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

132. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন ?

  • (A) বল্লভভাই প্যাটেল
  • (B) মহাত্মা গান্ধী
  • (C) চমনলাল
  • (D) রাজাগোপালাচারী

133. 'IFFA' র 'Golden Jubilee' শিরোপা, 2019 যাকে প্রদান করা হয়েছে

  • (A) জয়া ভাদুড়ী
  • (B) অমিতাভ বচ্চন
  • (C) রজনীকান্ত
  • (D) জিতেন্দ্র

134. নীচের ছকে সঠিক সংখ্যাগুলি বসিয়ে ছকটি পূরণ করুন । কোন সংখ্যাটি ছকে উপযুক্ত নয় ?

  • (A) 137
  • (B) 173
  • (C) 301
  • (D) 731

135. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয় ?

  • (A) লর্ড ওয়েলেসলী
  • (B) লর্ড কর্নওয়ালিশ
  • (C) লর্ড ক্যানিং
  • (D) লর্ড ডালহৌসী

136. জাতীয় জলবিদ্যুৎ প্রকল্পের reference সহ নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন :
       1. এটি বিশ্বব্যাঙ্কের সহায়তায় 2016 সালে চালু হয়েছিল ।
       2. এটি জাতীয় জলাতথ্যকেন্দ্র স্থাপনের ব্যবস্থা করে ।
       3. উদ্দেশ্যটি হল জনসম্পদ তথ্যের ব্যাপ্তি, গুণগত মান এবং অভিগম্যতা উন্নতি করে করা ।
       উপরোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি /কোনগুলি সঠিক ?

  • (A) কেবলমাত্র 1 এবং 2
  • (B) কেবলমত্র 2 এবং 3
  • (C) 1, 2 এবং 3
  • (D) উপরের কোনোটিই নয়

137. ভারতীয় সংবিধান অনুসারে, রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে

  • (A) লোকসভার সদস্যদের
  • (B) রাজ্যসভার সদস্যদের
  • (C) রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি-কে
  • (D) অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া-কে

138. নীচের কোন সৈকতটি নীল-পতাকা শংসাপত্র পাওয়ার জন্য এশিয়াতে প্রথম হয়েছে ?

  • (A) আরামবোল সৈকত, গোয়া
  • (B) চন্দ্রভাগা সৈকত, ওড়িশা
  • (C) চিওলা সৈকত, মহারাষ্ট্র
  • (D) উপরের কোনোটিই নয়

139. ভারতের মুদ্রাস্ফীতির হার হল

  • (A) দ্বিমাত্রিক (Double-digit) > 0
  • (B) একমাত্রিক (Single-digit > 0
  • (C) ঋণাত্মক
  • (D) শূন্য

140. তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয় ?

  • (A) শিলা
  • (B) মিনার
  • (C) মাটি
  • (D) জীবাশ্ম

141. জীবাশ্ম দাহ করলে কোন greenhouse গ্যাস নির্গত হয় ?

  • (A) কার্বন ডাইঅক্সাইড
  • (B) মিথেন
  • (C) ওজোন
  • (D) নাইট্রাস অক্সাইড

142. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?

  • (A) মেকলে মিনিট
  • (B) হান্টার কমিশন
  • (C) চার্টার অ্যাক্ট
  • (D) উডস ডেসপ্যাচ

143. 'ISRO' সম্প্রতি Cartosat-3 কে উৎক্ষেপণ করেছে

  • (A) শ্রীহরিকোটা থেকে
  • (B) বালেশ্বর থেকে
  • (C) আমেদাবাদ থেকে
  • (D) ট্রম্বে থেকে

144. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

  • (A) সুভাষচন্দ্র বসু
  • (B) রাসবিহারী বসু
  • (C) যদুগোপাল মুখোপাধ্যায়
  • (D) হেমচন্দ্র ঘোষ

145. নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি ?

  • (A) হরপ্পা ও মহেঞ্জোদারো উভই কেন্দ্রই রাভি (ইরাবতী) নদীর ধারে অবস্থিত ।
  • (B) চানহুদারো ও কালিবঙ্গান উভয়ই বর্তমান রাজ্য রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত ।
  • (C) সূরকোতাদা ও ধোলাবিরা উভয়ই গুজরাটে কচ্ছ এলাকায় অবস্থিত ।
  • (D) লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত ।

146. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

  • (A) লর্ড বেন্টিঙ্ক
  • (B) লর্ড হেস্টিংস
  • (C) লর্ড ডালহৌসী
  • (D) লর্ড ক্যানিং

147. শ্রীরঙ্গপত্তমে 'স্বাধীনতা বৃক্ষ' স্থাপন করেছিলেন

  • (A) হায়দার আলি
  • (B) টিপু সুলতান
  • (C) চিন কিলিচ খান
  • (D) মুর্শিদকুলি খান

148. 'মহারানীর ঘোষণাপত্রের' তারিখ কী ছিল ?

  • (A) 1লা নভেম্বর, 1858
  • (B) 10ই মে, 1857
  • (C) 29শে মার্চ, 1857
  • (D) 11ই ফেব্রুয়ারী, 1860

149. ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা (Service) ক্ষেত্রের অবদান হল

  • (A) 62 শতাংশ
  • (B) 50 শতাংশ
  • (C) 42 শতাংশ
  • (D) 23 শতাংশ

150. মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় 'জাবতি' বলতে বোঝায়

  • (A) পরিমাপ
  • (B) প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ
  • (C) শস্য উৎপাদনের মোট পরিমাণ
  • (D) মোট উৎপাদনের এক-তৃতীয়াংশ

151. 'Queen Pineapple’ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন :
       1. এটি নাগাল্যান্ডের রাজ্য ফল
       2. এটি 2015 সালে ভৌগোলিক ইঙ্গিত (GI) ট্যাগ পেয়েছিল ।
উপরোক্ত বিবৃতি গুলির মধ্যে কোনটি /কোনগুলি সঠিক ?

  • (A) কেবলমাত্র 1
  • (B) কেবলমাত্র 2
  • (C) 1 এবং 2 উভয়ই
  • (D) উপরের কোনোটিই নয়.

152. কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন ?

  • (A) স্যার সৈয়দ আহমেদ খান
  • (B) ধন্দো কেশব কার্ভে
  • (C) স্যার উইলিয়াম হান্টার
  • (D) স্যার আশুতোষ মুখোপাধ্যায়

153. 'DEFCOM' যুগ্মভাবে পরিচালনা করে

  • (A) Indian Defence Forces and I.I.T.s
  • (B) Indian Defence Forces and I.I.Sc
  • (C) Corps of signals and confederation of Indian Industry (C.I.I.)
  • (D) Armed Forces and Ministry of Information

154. নীচের কোনটি অন্যদের থেকে আলাদা ?

  • (A) 27
  • (B) 64
  • (C) 81
  • (D) 125

155. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে ?

  • (A) লাল রক্তকণিকা
  • (B) সাদা রক্তকণিকা
  • (C) ভিটামিন B12
  • (D) ভিটামিন E

156. PCMA (2006) শব্দাংশ হল পূর্ণভাবে

  • (A) Prohibition of Child Marriage Act
  • (B) Parent-Child Maintenance Act
  • (C) Pollution Control and Monitoring Act
  • (D) Parental Care and Maintenance Act

157. একটি পিপীলিকার গতি হল 75 cm/sec । পিপীলিকাটি একদিনে যে দূরত্ব অতিক্রম করে

  • (A) 64800 m/day
  • (B) 648000 m/day
  • (C) 648000 cm/day
  • (D) 64800000 cm/day

158. জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

  • (A) ডঃ জাকির হোসেন
  • (B) মহম্মদ আলি
  • (C) সৌকত আলি
  • (D) আগা খাঁ

159. যদি তুমি কোনো দৌড় প্রতিযোগিতায় 2য় স্থানের প্রতিযোগীকে অতিক্রম করে আসো, তবে এখন তুমি কোন স্থানে আছো ?

  • (A) প্রথম
  • (B) দ্বিতীয়
  • (C) তৃতীয়
  • (D) দেয়া তথ্য থেকে এটি জানা সম্ভব নয়

160. আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন :

  • (A) মেদনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ
  • (B) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান
  • (C) বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান
  • (D) বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর

161. 'লবণ সত্যাগ্রহ' কোন সালে হয় ?

  • (A) 1929
  • (B) 1930
  • (C) 1931
  • (D) 1932

162. ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে ?

  • (A) 1946
  • (B) 1945
  • (C) 1942
  • (D) 1940

163. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য ‘Chancellor’ হলেন

  • (A) রাজ্যের রাজ্যপাল
  • (B) রাজ্যের মুখ্যমন্ত্রী
  • (C) রাজ্যের শিক্ষামন্ত্রী
  • (D) কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

164. নীচের বর্ণিত কোনটি 'মিতাক্ষরা' ব্যবস্থার প্রকৃত সংজ্ঞা দান করে ?

  • (A) জ্যোতির্বিজ্ঞান শাস্ত্র
  • (B) প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার ওপর লিখিত ভাষ্য
  • (C) কৃষি ব্যবস্থার ওপর লিখিত গ্রন্থ
  • (D) চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত ভাষ্য

165. শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ হল

  • (A) কালির সান্দ্রতা
  • (B) কৈশিক (capillary) ক্রিয়া
  • (C) কালির আশ্লেষ (diffusion)
  • (D) সাইফন (siphon) ক্রিয়া

166. আলাউদ্দিন খিলজী-র দাক্ষিণাত্য অভিযানে তাঁর সেনাধ্যক্ষ ছিলেন

  • (A) আইনুল মূলক মুলতানি
  • (B) নুসরাত খান
  • (C) মালিক কাফুর
  • (D) উলুঘ খান

167. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল ?

  • (A) 26শে জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
  • (B) 2রা জানুয়ারী, 1930 খ্রিস্টাব্দে
  • (C) 31শে অক্টোবর, 1929 খ্রিস্টাব্দে
  • (D) 8ই ডিসেম্বর, 1930 খ্রিস্টাব্দে

168. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত ?

  • (A) নাগপুর
  • (B) পুনে
  • (C) দেরাদুন
  • (D) ব্যাঙ্গালুরু

169. রাধিকা তার বাড়ির দক্ষিনে 50m যাওয়ার পর বাঁদিকে ঘুরল এবং 20m গেল । তারপর উত্তর দিকে ঘুরে 30m গেল এবং তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করল । এখন সে কোন দিকে হাঁটছে ?

  • (A) উত্তর
  • (B) দক্ষিণ-পূর্ব
  • (C) উত্তর-পশ্চিম
  • (D) পশ্চিম

170. প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন

  • (A) মেরী কুরি
  • (B) আর্নেস্ট রাদারফোর্ড
  • (C) হেনরি বেকারেল
  • (D) এনরিকো ফার্মি

171. ভারতের জাতীয় কংগ্রেসের 'জনক' বলে কাকে অভিহিত করা হয় ?

  • (A) মহাত্মা গান্ধি
  • (B) এ. ও. হিউম
  • (C) লোকমান্য তিলক
  • (D) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

172. আকবর 'ইবাদতখানা' নির্মাণ করেন কোন সালে ?

  • (A) 1575 খ্রিস্টাব্দে
  • (B) 1568 খ্রিস্টাব্দে
  • (C) 1571 খ্রিস্টাব্দে
  • (D) 1562 খ্রিস্টাব্দে

173. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন ?

  • (A) বাল গঙ্গাধর তিলক
  • (B) রাজা রামমোহন রায়
  • (C) জে. এ. হিকি
  • (D) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

174. কোনটি একটি সার ?

  • (A) নাইট্রোজেন
  • (B) অক্সিজেন
  • (C) ফসফরাস
  • (D) সোডিয়াম নাইট্রেট

175. 'Lokpal' এর 'Logo' তে সর্তকতা চিহ্নিত আছে

  • (A) তিরঙ্গা
  • (B) অশোক চক্র
  • (C) বিচারকের বেঞ্চ
  • (D) দু' হাত

176. সর্বশেষ Census of Indian Population (জনগণনা) হয়েছিল

  • (A) 1991
  • (B) 2001
  • (C) 2011
  • (D) 2019

177. পশ্চিমবঙ্গের 'গনগনি' অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে ?

  • (A) পলি মাটি
  • (B) লবণাক্ত মাটি
  • (C) ল্যাটেরাইট মাটি
  • (D) তরাই মাটি

178. ভারতের 'কৃষকের আত্মহত্যা' নীচের কোনটির প্রভাব হিসেবে দেখা হয় ?

  • (A) কৃষিক্ষেত্রের দুরবস্থা
  • (B) শিল্পক্ষেত্রের Stagnation বা অধোগতি
  • (C) জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ
  • (D) সবুজ বিপ্লব

179. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে ?

  • (A) মাদ্রাজ
  • (B) থাঞ্জাভুর
  • (C) কন্যাকুমারী
  • (D) করমন্ডল উপকূল

180. কাঁকরাপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত ?

  • (A) কোটা
  • (B) কালপক্কম
  • (C) সুরাট
  • (D) মুম্বাই

181. ভূমিস্বত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টা-র প্রচলন করেন

  • (A) শের শাহ
  • (B) গিয়াসুদ্দিন মাহমুদ শাহ
  • (C) বাহলুল খান লোদী
  • (D) হুমায়ুন

182. হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয় ?

  • (A) পারমাণবিক বিচ্ছেদ বিক্রিয়া
  • (B) পারমাণবিক সংযোজন বিক্রিয়া
  • (C) প্রাকৃতিক তেজস্ক্রিয়তা
  • (D) কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া

183. বিরজীস কাদের কে ছিলেন ?

  • (A) হায়দ্রাবাদের নিজাম
  • (B) অযোধ্যার নবাব
  • (C) মুঘল সম্রাট
  • (D) বাংলার নবাব

184. প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন

  • (A) অধ্যাপক অভিজিৎ বিনায়ক ব্যানার্জী
  • (B) অধ্যাপক অমর্ত্য কুমার সেন
  • (C) অধ্যাপক ভি. কে. আর. ভি. রাও
  • (D) অধ্যাপক টি. এন. শ্রীনিবাসন

185. পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত ?

  • (A) ছোট আন্দামান-এ
  • (B) বৃহৎ নিকোবর-এ
  • (C) দক্ষিণ আন্দামান-এ
  • (D) উত্তর আন্দামান-এ

186. Head Count Ratio (HCR) ভারতের বহুলভাবে ব্যবহৃত হয় নীচের কোনটির পরিমাপ হিসাবে ?

  • (A) দারিদ্র
  • (B) অসাম্য
  • (C) আয়
  • (D) জনসংখ্যা

187. তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হল

  • (A) দামোদর
  • (B) কংসাবতী
  • (C) শিলাবতী
  • (D) ময়ূরাক্ষী

188. সংখ্যার পিরামিডে প্রতিটি বৃত্তের মধ্যে লিখিত সংখ্যা ঠিক তার নীচের বৃত্তের মধ্যেকার সংখ্যা দুটির যোগফলের সমান । পিরামিডে কয়কটি সংখ্যা দেওয়া আছে । “?” চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে ?

  • (A) 4
  • (B) 5
  • (C) 6
  • (D) 7

189. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয়

  • (A) ফুসফুসের রোগ
  • (B) অন্ত্রের সংক্রমণ
  • (C) ফ্লুরোসিস
  • (D) রিকেট

190. একটি ষড়ভুজাকৃতি টেবিলের সবদিকে ছয়জন লোক বসে আছে । অনুপ, বেলালের বিপরীতে এবং বেলাল, চিরাগ ও ডেরেকের মাঝে বসে আছে । অনুপ, ইলা ও ফারুকের মাঝে বসে আছে । আবার ইলা ডেরেকের বামদিকে বসে আছে । তাহলে, নীচের মধ্যে কোন জোড়াটি মুখোমুখি বসে আছে ?

  • (A) ইলা ও ফারুক
  • (B) ডেরেক ও ইলা
  • (C) চিরাগ ও ইলা
  • (D) চিরাগ ও ডেরেক

191. 'EXTRAORDINARY' শব্দটির অক্ষরগুলিকে alphabetic order -এ সাজালে বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষরটি হবে.?

  • (A) N
  • (B) O
  • (C) I
  • (D) A

192. বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে —

  • (A) নাইট্রোজেন
  • (B) হাইড্রোজেন
  • (C) কার্বন ডাই-অক্সাইড
  • (D) অক্সিজেন

193. 'খেরওয়ারী হুল' বলতে কী বোঝাতো ?

  • (A) চুয়াড় বিদ্রোহ
  • (B) পাইক বিদ্রোহ
  • (C) সাঁওতাল বিদ্রোহ
  • (D) নীল বিদ্রোহ

194. একটি ষড়ভুজের সবকটি অভ্যন্তরীণ কোণের যোগফল হল

  • (A) 720°
  • (B) 360°
  • (C) 180°
  • (D) 600°

195. ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে

  • (A) সংগঠিত ক্ষেত্রে
  • (B) অসংগঠিত ক্ষেত্রে
  • (C) সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে
  • (D) বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে

196. 1, 3, 7, 15, 31, 63, — এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে ?

  • (A) 127
  • (B) 125
  • (C) 121
  • (D) 129

197. 6, 18, 72, 360, 2160, — এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে ?

  • (A) 12120
  • (B) 13120
  • (C) 14120
  • (D) 15120

198. টি.ভি. রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, তা হল

  • (A) ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি
  • (B) রেডিও ফ্রিকোয়েন্সি
  • (C) ভিসিবল ফ্রিকোয়েন্সি
  • (D) অতিবেগুনি ফ্রিকোয়েন্সি

199. জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসেবের তফাৎ হল

  • (A) প্রত্যক্ষ কর
  • (B) অপ্রত্যক্ষ কর
  • (C) ট্রান্সফার (Transfer) পেমেন্ট
  • (D) ভর্তুকি ব্যয়

200. L.P.G. -এর সংমিশ্রণে থাকে

  • (A) মিথেন এবং বিউটেন
  • (B) প্রোপেন এবং বিউটেন
  • (C) ইথেন এবং প্রোপেন
  • (D) ইথেন এবং বিউটেন