Comptroller and Auditor-General(CAG)

  • পার্লামেন্ট কর্তৃক নির্দিষ্ট আইনানুসারে অর্থের যথাযথ ব্যয় হচ্ছে কিনা তা দেখার জন্য সৃষ্ট একটি স্বাধীন সাংবিধানিক পদ।
  • ভারতীয় সংবিধানের ১৪৮ নং ধারায় বলা হয়েছে-There shall be a Comptroller and Auditor-General of India who shall be appointed by the President by warrant under his hand and seal and shall only be removed from office in like manner and on the like grounds as a Judge of the Supreme Court. অর্থাৎ-
    • ভারতের একজন 'নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক' থাকবেন।
    • রাষ্ট্রপতির সই ও সিল(warrant under his hand and seal) প্রক্রিয়ার মাধ্যমে C & AG নিযুক্ত হবেন।
    • সুপ্রিম কোর্টের বিচারপতির মতই একই কারনে এবং একই ভাবে তাঁর অপসারণ সম্ভব( অপসারণের প্রস্তাব সংসদের উভয় কক্ষে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশ দ্বারা সমর্থিত হলে রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করতে পারেন)।
  • নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক কার্যভার গ্রহণের পূর্বে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন।
  • নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের বেতন, ভাতা প্রভৃতি কনসলিডেটেড তহবিল থেকে ধার্য করা হয়।
  • নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক ৬ বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত(যেটি প্রথমে পূরণ হয়) পদে আসীন থাকেন।
  • কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র প্রেরণ করে।
  • নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক অবসরের পর অন্য কোনও সরকারী পদ গ্রহণ করতে পারেন না।
  • কেন্দ্র ও রাজ্য সরকারের তিনটি তহবিলের(Consolidated Fund, Contingency Fund and Public Accounts) অর্থের হিসাব করে যথাক্রমে রাষ্ট্রপতি ও রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ করেন।
  • প্রথম C & AG ছিলেন নরহরি রাও।