লােকসভার গঠন (Composition of the Lok Sabha )

  • পার্লামেন্টের নিম্নকক্ষ বা লােকসভা অনধিক ৫৫২ জন সদস্য নিয়ে গঠিত হয়। এঁদের মধ্যে অনধিক ৫৩০ জন সদস্য অঙ্গরাজ্যগুলি থেকে এবং অনধিক ২০ জন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ভিত্তিতে ৫ বছরের জন্য নির্বাচিত হন। এছাড়া ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়ের মধ্য থেকে রাষ্ট্রপতি ২ জন সদস্য লােকসভায় মনােনীত করতে পারেন।
  • ২০০৯ সালে প্রণীত ৯৫তম সংবিধান সংশােধনী আইনের মাধ্যমে লােকসভা নির্বাচনে তপশিলভুক্ত জাতি ও উপজাতিগুলির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মোট ১৩১ টি আসন (১৮.৪২%) তফশিলী জাতি (৮৪) ও তফশিলী উপজাতি(৪৭) দের জন্য সংরক্ষিত।
  • লােকসভার কার্যকালের মেয়াদ ৫ বছর। তবে রাষ্ট্রপতি প্রয়ােজন মনে করলে কার্যকালের মেয়াদ শেষ হবার আগেই লােকসভা ভেঙে দিতে পারেন। আবার জরুরি অবস্থায় লােকসভার মেয়াদ এক বছর করে অনির্দিষ্টকাল পর্যন্ত বৃদ্ধি করা যায়। তবে জরুরী অবস্থা অবসানের ৬ মাসের পর আর কার্যকাল বৃদ্ধি করা যায় না।

লোকসভার সদস্যদের যােগ্যতা :

  • ভারতের নাগরিক হতে হবে
  • অন্তত ২৫ বছর বয়স্ক হতে হবে
  • পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত অন্যান্য যােগ্যতার অধিকারী হতে হবে।
  • আদালত কর্তৃক বিকৃত-মস্তিষ্ক বা দেউলিয়া বলে ঘােষিত ব্যক্তি, সরকারি কোনাে লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি, বৈদেশিক কোনাে রাষ্ট্রের নাগরিকতা অর্জনকারী অথবা বিদেশি রাষ্ট্রের প্রতি অনুগত কোনাে ব্যক্তি সদস্যপদের অযােগ্য বলে বিবেচিত হন।

লোকসভা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য :

  • দ্বিকক্ষবিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ হল লোকসভা।
  • ১৯৫২ সালে এই কক্ষটি তৈরী হয়েছে।
  • বর্তমানে লােকসভার সদস্য সংখ্যা মােট ৫৪৫। এঁদের মধ্যে অঙ্গরাজ্যগুলির ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধির সংখ্যা যথাক্রমে ৫২৪ ও ১৯ এবং ইঙ্গ-ভারতীয় প্রতিনিধির সংখ্যা ২ জন।
  • প্রতিটি অঙ্গরাজ্যের প্রতিনিধি সংখ্যা তাদের জনসংখ্যার অনুপাতে স্বীকৃত হয়েছে। উত্তরপ্রদেশ থেকে সর্বাধিক(৮০ জন), মহারাষ্ট্র থেকে দ্বিতীয় সর্বাধিক(৪৮ জন) সদস্য রয়েছেন। পশ্চিমবঙ্গের ৪২ জন প্রতিনিধি রয়েছেন।
  • ১৯৯২ সালের সংশোধনী আইন অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত রাজ্যসভার প্রতিনিধি সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ২০২০ সালের ২৫শে জানুয়ারি ১০৪ তম সংবিধান সংশোধনীতে ইঙ্গ-ভারতীয় প্রতিনিধির সংরক্ষণ সম্প্রসারিত করা হয়নি।
  • লােকসভার প্রথম অধিবেশনে সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে অধ্যক্ষ এবং অন্য একজনকে উপাধ্যক্ষ হিসেবে নির্বাচন করেন।
  • লােকসভার অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি এবং তিনি লােকসভার প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন।

লোকসভার অধিবেশন

  • প্রতিবছর লোকসভার তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়-
    • বাজেট অধিবেশন( ফেব্রুয়ারি - মে)
    • বাদল অধিবেশন(জুলাই - সেপ্টেম্বর)
    • শীতকালীন অধিবেশন (নভেম্বর - ডিসেম্বর)
  • অধিবেশন চলাকালীন, লোকসভার কার্যাবলী সকাল ১১ টা থেকে দুপুর ১ টা ও দুপুর ২ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত চলে। সাধারণত শনিবার, রবিবার ও ছুটির দিন অধিবেশন হয় না।
  • লোকসভার দুটি অধিবেশনের মধ্যে ৬ মাসের অধিক বিরতিকাল(time gap) রাখা যাবে না।