| সীমানার নাম | অবস্থান |
| ডুরান্ড লাইন (Durand Line) | ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমানা। বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমা। |
| র্যাডক্লিফ লাইন (Radcliffe Line) | ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমা রেখার নাম |
| লাইন অব কন্ট্রেল (LOC) | ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম |
| পক প্রণালী (Palk Strait) | ভারত ও শ্রীলংকা |
| তিন বিঘা কড়িডর | পশ্চিমবঙ্গ – বাংলাদেশ সীমান্তে ভারতের ভূখণ্ডের একটি জমি |
| ম্যাকমােহন লাইন ( McMohan Line ) | ভারত ও চীনের তিব্বতের মধ্যে সীমানা নিরুপণ কারী রেখা |
| লাইন অব একচুয়াল কন্ট্রেল ( LAC ) | ভারতের লাদাখ ও চীনের মধ্যে সীমানা নিরুপণ কারী রেখা |
| ১৭ তম সমান্তরাল লাইন ( 17th Parallel ) | উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে চিহ্নিত সীমারেখা |
| ২৪ তম সমান্তরাল লাইন( 24th Parallel ) | ভারত ও পাকিস্তানের সীমানা( ভারত এই সীমানার স্বীকৃতি দেয়নি ) |
| ৩১ তম সমান্তরাল লাইন ( 31th Parallel ) | ইরান ও ইরাক |
| ৩৮ তম সমান্তরাল লাইন ( 38th Parallel ) | উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সীমারেখা |
| ৪৯ তম সমান্তরাল লাইন(49th Parallel) | কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চিহ্নিত সীমারেখা |
| ৫২ তম সমান্তরাল লাইন ( 52th Parallel ) | আর্জেন্টিনা ও চিলি |
| হিন্ডেনবার্গ লাইন(Hindenburg Line) | জার্মানী ও পোল্যান্ডের দ্বীখন্ডিকরণ রেখা |
| ম্যাগিনট লাইন (Maginot Line) | ইতালি , জার্মানি ও ফ্রান্স |
| সিগফ্রাইড লাইন (Siegfried Line) | জার্মানি ও ফ্রান্স এর মধ্যে সীমানা |
| ওডেরনীচ লাইন (Oder-Neisse Line) | পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা |
| ম্যানারহেইম লাইন (Mannerheim Line) | ফিনল্যান্ড ও রাশিয়া |
| ডানকান প্যাসেজ | গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামান |
| ৮ ডিগ্রি চ্যানেল | মিনিকয় এবং মালদ্বীপ |
| ৯⁰ চ্যানেল | লাক্ষাদ্বীপ ও মিনিকয় |
| ১০ ডিগ্রি চ্যানেল | আন্দামান ও নিকোবর |
| গ্রেট চ্যানেল | ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা |
| জিব্রাল্টার প্রণালী | ইউরোপ ও আফ্রিকা |