বারিমন্ডল

  1. ভূ – পৃষ্ঠের শতকরা ৭০ ভাগ স্থান জলভাগ অধিকার করে আছে ।
  2. পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর ।
  3. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর ।
  4. উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়।
  5. পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কাস্পিয়ান ।
  6. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম আমেরিকার সুপিরিয়র ।
  7. পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত হ্রদ জর্ডন – ইসরায়েল সীমান্তের মরুসাগর ।
  8. পৃথিবীর গভীরতম হ্রদের নাম রাশিয়ার বৈকাল ।
  9. পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম দক্ষিণ আমেরিকার টিটিকাকা ।
  10. ভারতের একটি সুপেয় জলের হ্রদের নাম ডাল হ্রদ ।
  11. আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম উপসাগরীয় স্রোত ও ব্রেজিল স্রোত ।
  12. কোন স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান ৬ ঘণ্টা ১ মিনিট ।
  13. কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘণ্টা ২৬ মিনিট ।
  14. পৃথিবীর একটি স্থানে দিনে দু – বার জোয়ার ও দু – বার ভাটা হয় ।
  15. কোন স্থানে যখন মুখ্য জোয়ার হয় , তার প্রতিপাদ স্থানে তখন গৌণ জোয়ার হয়।
  16. কোন স্থানে দু – বার মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা ৫২ মিনিট ।
  17. ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমার দিনে ।
  18. ভারতের পূর্ব উপকূলের একটি উপহ্রদের নাম চিল্কা , পুলিকট ।
  19. চিল্কা লবণাক্ত জলের হ্রদ ।
  20. চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে ২৭.৫ দিন সময় লাগে ।
  21. যখন চন্দ্র ও সূর্য পরস্পরের সমকোণে অবস্থান করে তখন মরা কোটাল দেখা যায় ।
  22. অমাবস্যার দিনে পৃথিবীর যে অংশ চন্দ্রের সামনে আসে সেখানে ভরা কোটাল কোথায় হয় ।
  23. পৃথিবী, চাঁদ ও সূর্য যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে সি. জি. গি. বলে।
  24. কক্ষপথের যে অবস্থায় চন্দ্র ও পৃথিবীর দুরত্ব সবচেয়ে বেশি তাকে অ্যাপোজি অবস্থান বলা হয়।
  25. কক্ষপথের যে অবস্থায় চন্দ্র ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় তাকে পেরিজি অবস্থান বলা হয়।
  26. দুই মুখ্য বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা ৫২ মিনিট।
  27. হুগলি নদীতে বর্ষাকালে ষাঁড়াষাড়ি বান দেখা যায় ।
  28. উষ্ণ ও শীতল সমুদ্রস্রতের মিলনস্থলে যে অগভীর চড়া সৃষ্টি হয় তাকে মগ্নচড়া বলে।
  29. জাপান উপকূল কুরেশিয়ো স্রোত বা জাপান স্রোতের প্রভাবে প্রভাবে উষ্ণ থাকে।
  30. গ্র্যান্ড ব্যাঙ্ক অঞ্চলটি বাণিজ্যিক মত্স্য চাষের জন্য বিখ্যাত ।
  31. বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে ।
  32. পূর্বঘাট পর্বতের অপর নাম-মলয়াদ্রি।
  33. বেরিং স্রোত প্রশান্ত মহাসাগরে দেখা যায়।
  34. কুরােশিয়াে স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে।
  35. শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে মগ্নচড়ার সৃষ্টি হয়।
  36. পৃথিবীতে মহাসাগর রযেছে ৫ টি যথাঃ প্রশান্ত, ভারত, আটলান্টিক, উত্তর ও দক্ষিণ মহাসাগর।
  37. পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্তমহাসাগর(১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
  38. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর আর্কটিক বা উত্তর মহাসাগর (১ কোটি ৫০ লক্ষ বর্গ কিঃ মিঃ)।
  39. পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
  40. পাংগাং হ্রদ আছে লাদাখে।
  41. নলসরবর হল একটি হ্রদ।
  42. ভেনাদ উপহ্রদ আছে মালাবার উপকূলে।
  43. বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থল হল ট্রপোপজের অবস্থান ।