বায়ুমণ্ডল

  1. ভূ-পৃষ্ঠে (সমুদ্রপৃষ্ঠে) বায়ুর চাপ, প্রতি বর্গ সেন্টিমিটারে ১.০৩ বা ১ কিলোগ্রাম ওজনের সমান । অর্থাৎ ভূ-পৃষ্ঠে বায়ুর চাপ ৭৬০ মিলিমিটার বা ১,০১৩.২ মিলিবার ।
  2. স্থলবায়ু অথবা সমুদ্রবায়ু অথবা মৌসুমি বায়ু হল সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ ।
  3. বিকিরণ পদ্ধতিতে সৌরতাপ ভূ-পৃষ্ঠে পৌঁছায় ।
  4. গরিষ্ঠ ও লঘিষ্ঠ তাপমান যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয় ।
  5. সেন্টিগ্রেড ও ফারেনহাইট হল বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক ।
  6. উত্তর গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি ।
  7. দক্ষিণ গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা কম ।
  8. সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুচাপ হল ৭৬০ মিলিমিটার বা ১০১৩.২ মিলিবার ।
  9. সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ ১ সেমি. হ্রাস পায় ।
  10. বায়ুপ্রবাহের বেগ নির্ণয়ের যন্ত্রকে অ্যানিমোমিটার বলা হয় ।
  11. ৪০০- ৫০০ দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলা হয় ।
  12. সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয় ।
  13. স্থলবায়ু রাত্রে প্রবাহিত হয় ।
  14. শীতকালীন মৌসুমি বাতাসের দ্বারা বৃষ্টি হয় না ।
  15. মৌসুমিবায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ ।
  16. চিন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় ।
  17. চিন সাগরের ঘূর্ণবাত টাইফুন নামে পরিচিত ।
  18. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত ।
  19. বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কালবৈশাখী ও আশ্বিনের ঝড় নামে পরিচিত ।
  20. সিসিলিতে প্রবাহিত এক প্রকার স্থানীয় বায়ুপ্রবাহের নাম হল সিরক্কো ।
  21. লু বাতাস গ্রীষ্মকালে প্রবাহিত হয় ।
  22. বায়ুর আদ্রতা শুষ্ক ও আদ্র কুণ্ডযুক্ত হাইগ্রোমিটারের সাহায্যে নিরূপণ করা হয় ।
  23. ভূ-পৃষ্ঠে সারাবছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক থেকে আর একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু প্রবাহ বলে ।
  24. রাইন নদীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহকে ফন বলে ।
  25. মিশরের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহকে খামসিন বলে ।
  26. ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয় ।
  27. বায়ুচাপ পরিমাপের একক মিলিবার ।
  28. ক্রান্তীয় অঞ্চলে আয়নবায়ুর গতিপথে পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমিগুলো অবস্থিত; যেমন:- সাহারা, থর, আটাকামা প্রভৃতি ।
  29. জলীয়বাষ্প বিশুদ্ধ বায়ুর তুলনায় হালকা হওয়ায় জলীয় বাষ্পপূর্ণ বায়ুও হালকা হয়, ফলে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর চাপও হয় কম ।
  30. শুকনো বায়ু ভারী হওয়ায় শুকনো বায়ুর চাপ বেশি ।
  31. তামিলনাড়ু রাজ্যে বছরে দুবার বৃষ্টি হয়।
  32. প্রতি ১ হাজার মিটার উচ্চতায় ৬.৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় ।
  33. পৃথিবীতে আগত সূর্যরশ্মির ৬৬% বায়ুমন্ডলকে উত্তপ্ত করে ।
  34. পৃথিবীতে আগত সূর্যরশ্মির ৬৬% বায়ুমন্ডলকে উত্তপ্ত করে ।
  35. ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ।
  36. হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটি হল হাইড্রোজেন স্তর ।
  37. বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটি হল ম্যাগনেটোস্ফিয়ার ।
  38. বায়ুমন্ডলে ধুলিকণার অবস্থিতির জন্য আকাশকে নীল দেখায় ।
  39. বায়ুমন্ডলের কার্বন-ডাই-অক্সাইড গ্যাস সৌরতাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।
  40. বায়ুমন্ডলের জলীয় বাস্পের স্তর মূলত সৌরতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয় ।
  41. বায়ুমন্ডলের ওজোন গ্যাসের স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় ।
  42. বায়ুমন্ডলের কার্বন-ডাই-অক্সাইড গ্যাস জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা পালন করে ।