ভারতীয় নাগরিকত্ব, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য

Show Important Question


1) ভারতীয় সংবিধান প্রদান করে :
A) বহুজাতিক নাগরিকত্ব
B) দ্বি-নাগরিকত্ব
C) এক নাগরিকত্ব
D) এদের কোনোটিই নয়

2) সংবিধানের কোন ধারা অনুযায়ী কোন ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রীম কোর্টের কাছে বিচার চাইতে পারে ?
A) ধারা 32
B) ধারা 24
C) ধারা 29
D) ধারা 31

3) নীচের মধ্যে কোনটি মৌলিক অধিকার না ?
A) সমান অধিকার
B) শোষণের বিরুদ্ধে অধিকার
C) সম্পত্তির অধিকার
D) ধর্ম পালনের স্বাধীনতার অধিকার

4) ভারতের মূল সংবিধানে কত ধরনের মৌলিক অধিকার যুক্ত ছিল?
A) আটটি
B) সাতটি
C) ছয়টি
D) কোনোটিই নয়

5) কততম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে ?
A) 42 তম সংবিধান সংশোধনী
B) 56 তম সংবিধান সংশোধনী
C) 76 তম সংবিধান সংশোধনী
D) ৪6 তম সংবিধান সংশোধনী

6) ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে তা হল
A) আমেরিকা
B) ইংল্যান্ড
C) সোভিয়েত রাশিয়া
D) কোনোটিই নয়

7) ভোটদানের অধিকার কি মৌলিক অধিকার?
A) হ্যাঁ
B) না
C) আংশিক
D) সংবিধানে নির্দিষ্ঠ নেই

8) সংবিধানের কত তম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়?
A) ১৭০ নং ধারা
B) ২২৬ নং ধারা
C) ২২৯ নং ধারা
D) ২২৫ নং ধারা

9) ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
A) ৪ টি
B) ৬ টি
C) ৭ টি
D) ৯ টি

10) ৪২ তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে?
A) ৩৫ নং ধারায়
B) ৫১ নং ধারায়
C) ৫১ (A) নং ধারায়
D) ২১ (A) নং ধারায়

11) ভারতীয় সংবিধানের কততম অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কিত গৃহীত হয়েছে?
A) দ্বিতীয় অধ্যায়ে
B) তৃতীয় অধ্যায়ে
C) চতুর্থ অধ্যায়ে
D) পঞ্চম অধ্যায়ে

12) নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কত প্রকার লেখা জারি করতে পারে?
A) ৩ প্রকার
B) ৫ প্রকার
C) ৭ প্রকার
D) ২ প্রকার

13) নিচের কোনটি মৌলিক অধিকার নয়?
A) স্বাধীনতার অধিকার
B) শিক্ষার অধিকার
C) শোষনের বিরুদ্ধে অধিকার
D) ভোটদানের অধিকার

14) ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি গৃহীত হয়েছে
A) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
B) ব্রিটেন থেকে
C) রাশিয়া থেকে
D) কানাডা থেকে

15) Right to property was removed from the list of Fundamental Rights by the? / কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়?
A) 24th Amendment/ 24 তম সংবিধান সংশোধন
B) 42nd Amendment/ 42 তম সংবিধান সংশোধন
C) 44th Amendment/ 44 তম সংবিধান সংশোধন
D) None of these/ কোনটিই নয়

16) কোন মৌলিক অধিকারকে আম্বেদকর ‘সংবিধানের হৃদয় ও আত্মা’ বলে বর্ণনা করেছেন?
A) সাম্যের অধিকার
B) ধর্মের অধিকার
C) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
D) কোনটিই নয়

17) নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয়?
A) জন-সম্পত্তি রক্ষা
B) জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন
C) পরিবেশ রক্ষায় উপযোগী হওয়া
D) সৌধ ও ঐতিহাসিক স্মারক রক্ষা

18) বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে?
A) ৯ টি
B) ১১ টি
C) ১২ টি
D) ১৪ টি

19) নিচের কোনটি মৌলিক অধিকার নয়?
A) ধর্মীয় স্বাধীনতার অধিকার
B) আইনের চোখে সবাই সমান
C) শোষনের বিরুদ্ধে অধিকার
D) সম কাজে সম বেতন

20) ভারতের সংবিধানের কত তম অধ্যায়ে ‘নাগরিকত্ব’- এর সম্পর্কে আলোচনা করা হয়েছে?
A) দ্বিতীয় অধ্যায়
B) তৃতীয় অধ্যায়
C) প্রথম অধ্যায়
D) চতুর্থ অধ্যায়