বাস্তুতন্ত্র ও সংরক্ষণ

Show Important Question


1) তৃণভোজী প্রাণী হল:
A) প্রাথমিক খাদক
B) গৌণ খাদক
C) প্রগৌণ খাদক (Tertiary consumers)
D) বিয়োজক

2) পরিবেশের প্ৰদূষণ রোখা যায়:
A) পারমাণবিক বিস্ফোরণের সংখ্যার উপর নজর রেখে
B) বিদ্যুৎ চলে এমন গাড়ি তৈরি করে
C) পয়ঃপ্রণালী পরিষ্কত করে
D) সবকটিই

3) নিচের কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজক?
A) প্রাণী
B) উদ্ভিদ
C) ব্যাক্টেরিয়া
D) সূর্যালোক

4) কাকে প্রকৃতির কিডনি বলা হয় ?
A) বন
B) জলাভুমি
C) নদী
D) কোনোটিই নয়