বায়ুমন্ডল

Show Important Question


21) কোন স্তর থেকে বৃষ্টিপাত হয়?
A) ট্রপোস্ফিয়ার
B) স্ট্রাটোস্ফিয়ার
C) তাপমন্ডল
D) এক্সোস্ফিয়ার

22) আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ কোন স্তরে ঘটে থাকে?
A) ট্রপোস্ফিয়ার
B) স্ট্রাটোস্ফিয়ার
C) ম্যাগনেটোস্ফিয়ার
D) এক্সোস্ফিয়ার

23) ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলা হয় হোমোস্ফিয়ার
A) ৯০ কিলোমিটার
B) ১১০ কিলোমিটার
C) ৬০ কিলোমিটার
D) ১২০ কিলোমিটার

24) হোমোস্ফিয়ারের অপর নাম কি
A) সমমণ্ডল
B) বিষমমণ্ডল
C) ক্ষুব্ধমণ্ডল
D) স্তব্ধমণ্ডল

25) বায়ুমন্ডলের কোন স্তরটি সমমন্ডলের অন্তর্ভুক্ত নয়?
A) ট্রপোমন্ডল
B) মেসোমন্ডল
C) স্ট্রাটোমন্ডল
D) তাপমন্ডল

26) বায়ুমন্ডলের নিচের দিক থেকে দ্বিতীয় স্তরের নাম কী?
A) ট্রপোস্ফিয়ার
B) স্ট্র্যাটোস্ফিয়ার
C) থার্মোস্ফিয়ার
D) এক্সোস্ফিয়ার

27) ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যবর্তী সীমাকে কি বলে ?
A) ট্রপোপজ
B) স্ট্র্যাটোপজ
C) মেসোপজ
D) আয়নোপজ

28) বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস বিদ্যমান?
A) মেসোস্ফিয়ার
B) স্ট্র্যাটোস্ফিয়ার
C) ট্রপোস্ফিয়ার
D) থার্মোস্ফিয়ার

29) বায়ুমন্ডলের ওজোন গ্যাস কী শোষণ করে?
A) সূর্যরশ্মি
B) অতিবেগুনী রশ্মি
C) বেগুনী রশ্মি
D) কোনোটিই নয়

30) এরোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে সাধারণত ওড়ে ?
A) ট্রপোস্ফিয়ার
B) আয়নোস্ফিয়ার
C) মেসোস্ফিয়ার
D) স্ট্র্যাটোস্ফিয়ার

31) ট্রপোস্ফিয়ারের শেষ প্রান্তের নাম কী?
A) স্ট্র্যাটোস্ফিয়ার
B) ট্রপোবিরতি
C) থার্মোস্ফিয়ার
D) এক্সোস্ফিয়ার

32) কোন স্তরের মধ্যে দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে?
A) থার্মোস্ফিয়ার
B) ট্রপোস্ফিয়ার
C) মেসোস্ফিয়ার
D) স্ট্র্যাটোস্ফিয়ার

33) বায়ুমন্ডলের কোন স্তরটি বিসমমন্ডলের অন্তর্ভুক্ত নয়?
A) থার্মোস্ফিয়ার
B) মেসোস্ফিয়ার
C) এক্সোস্ফিয়ার
D) ম্যাগনেটোস্ফিয়ার

34) On average, air contains —– % of water vapour. / গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ —– % ।
A) 1/ 1
B) 3/ 3
C) 5/ 5
D) 7/ 7

35) Tropopause is : / ট্রোপোপোজ (Tropopause) হল —
A) A region between troposphere and stratosphere./ ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যবর্তী অংশ
B) A natural umbrella above volcanic eruptions./ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের উপরে একটি প্রাকৃতিক ছত্র
C) Both (A) and (B)/ A এবং B উভয়েই সত্য
D) Neither (A) nor (B)/ A এবং B কোনোটিই নয়

36) In which layer of the atmosphere does ozone act as a UV radiation shield ? / বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে ?
A) Troposphere/ ট্রোপোস্ফেয়ার
B) Thermosphere/ থার্মোস্ফেয়ার
C) Stratosphere/ স্ট্র্যাটোস্ফেয়ার
D) Mesosphere/ মেসোস্ফেয়ার