আলো

Show Important Question


21) যে রশ্মিগুচ্ছের সমস্ত রশ্মিগুলি কোন একটি নির্দিষ্ট বিন্দুর দিকে অগ্রসর হয়, তাকে বলে—
A) সমান্তরাল রশ্মিগুচ্ছ
B) অভিসারী রশ্মিগুচ্ছ
C) অপসারী রশ্মিগুচ্ছ
D) কোনোটিই নয়

22) যে রশ্মিগুচ্ছের রশ্মিগুলি একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়ে বা অপসৃত হয়, তাকে বলে—
A) সমান্তরাল রশ্মিগুচ্ছ
B) অভিসারী রশ্মিগুচ্ছ
C) অপসারী রশ্মিগুচ্ছ
D) কোনোটিই নয়

23) আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলের উপর যে বিন্দুতে আপতিত হয়, সেই বিন্দুকে বলে
A) আপতিত রশ্মি
B) প্রতিফলিত রশ্মি
C) আপতন বিন্দু
D) আপতন কোণ

24) আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলের উপর যে সরল পথে আপতিত হয় তাকে বলে—
A) আপতিত রশ্মি
B) প্রতিফলিত রশ্মি
C) আপতন বিন্দু
D) কোনোটিই নয়

25) আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে যে সরল পথে প্রথম মাধ্যমে ফিরে যায়, তাকে বলে—
A) আপতিত রশ্মি
B) প্রতিফলিত রশ্মি
C) আপতন বিন্দু
D) প্রতিফলন কোণ

26) যে বিভেদ তলে আলো প্রতিফলিত হয়, সেই তলকে বলে—
A) প্রতিফলক
B) প্রতিফলক তল
C) আপতন বিন্দু
D) (a) ও (b) উভয়েই

27) সমসত্ত্ব মাধ্যমে আলো
A) সরলরেখায় চলে
B) বক্ররেখায় চলে
C) আলো যেতে পারে না
D) কোনোটিই নয়

28) আলোক তরঙ্গ কোন্ জাতীয় তরঙ্গ
A) অনুদৈর্ঘ্য তরঙ্গ
B) তির্যক তরঙ্গ
C) বেতার তরঙ্গ
D) কোনোটিই নয়

29) আলোর গতিবেগ সর্বোচ্চ হয়
A) হীরক
B) জল
C) কাচ
D) শূন্য মাধ্যম

30) আকাশ নীল হবার কারণ—
A) লাল আলো শোষিত হয়
B) নীল আলো সবচেয়ে বেশি বিক্ষেপ হয়
C) নীল আলো শোষিত হয়
D) আকাশের রং স্বাভাবিক

31) যখন কোনো বস্তু দেখি, তখন রেটিনায় গঠিত ঐ বস্তুর প্রতিবিম্ব
A) সদ্‌
B) সমশীর্ষ
C) অস্‌দ
D) (a) ও (b) উভয়েই

32) যে উৎসের কোন দৈর্ঘ্য প্রস্থ বা বেধ নেই তাকে বলে—
A) বিস্তৃত উৎস
B) বিন্দু উৎস
C) দীপ্ত উৎস
D) অপ্রভ উৎস

33) একটি অস্বচ্ছ মাধ্যম হল-
A) জল
B) কাঠ
C) ঘষা কাগজ
D) বায়ু

34) প্রতিফলনের সূত্র মেনে চলে
A) কেবলমাত্র নিয়মিত প্রতিফলন
B) কেবলমাত্র বিক্ষিপ্ত প্রতিফলন
C) নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন
D) কোনোটিই নয়

35) সিনেমার পর্দা কালো রঙের হলে কি হবে?
A) আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হবে
B) সব আলোক শোষণ করে নেবে
C) নিয়মিত প্রতিফলন হবে
D) কেবলমাত্র (b) সঠিক

36) সাধারণত সদবিম্ব গঠন করে
A) উত্তল লেন্স
B) অবতল দর্পন
C) অবতল লেন্স
D) (a) ও (b) উভয়েই

37) সদবিম্বকে—
A) চোখে দেখা যায়
B) পর্দায় ফেলা যায় না
C) পর্দায় ফেলা যায়
D) (A) ও (C) উভয়েই

38) সমতল দর্পণ
A) সদ্‌বস্তুর অসদবিম্ব গঠন করে
B) অসদ্‌বস্তুর সদ্‌বিম্ব গঠন করে
C) উভয়েই
D) কেনোটিই নয়

39) নীচের কোন অক্ষরের পার্শ্বীয় পরিবর্তন হবে না?
A) B
B) C
C) E
D) M

40) আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে
A) প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়
B) প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়
C) আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে ছোট হয়
D) (b) ও (c) উভয়ই