গড়

Show Important Question


21) 20 টি সংখ্যার গড় 18 । প্রথম 10 টি সংখ্যার গড় 19 এবং শেষ 9 টি সংখ্যার গড় 18 । 11 তম সংখ্যাটি কত?
A) 15
B) 16
C) 8
D) 20

22) কোন শ্রেণীতে বালকদের গড় ওজন 30 কেজি এবং বালিকাদের গড় ওজন 20 কেজি ।যদি সমগ্র শ্রেণীর বালক ও বালিকাদের গড় ওজন 23.25 কেজি হয় তবে ওই শ্রেণীতে বালক ও বালিকাদের সম্ভাব্য সংখ্যা কত হতে পারে ?
A) 14,26
B) 13,27
C) 17,27
D) 27,13

23) 39 জন ছাত্র ও একজন শিক্ষকের গড় বয়স 11 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স এক বছর কমে যায় । শিক্ষকের বয়স কত?
A) 48
B) 49
C) 50
D) 52

24) একজন ব্যাটসম্যান 20 তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20 তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে ?
A) 43
B) 34
C) 36
D) 63

25) চার ভাইয়ের বয়সের গড় 12 বছর । যদি তাদের মায়ের বয়স যোগ করা হয় তবে সকলের গড় বয়স 5 বছর বৃদ্ধি পায়। মায়ের বয়স কত ?
A) 35
B) 36
C) 37
D) 38

26) 8 জন পুরুষ ,7 জন মহিলা এবং 1 জন বালকের গড় বয়স 45 বছর।যদি 8 জন পুরুষের গড় বয়স 48 বছর এবং 7 জন মহিলার গড় বয়স 46 বছর হয় তবে বালকটির বয়স কত?
A) 14 বছর
B) 15 বছর
C) 16 বছর
D) 18 বছর

27) 4 টি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় 15 এবং শেষ তিনটির গড় 16 । যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত ?
A) 16
B) 18
C) 20
D) 22

28) প্রথম 9 টি মৌলিক সংখ্যার গড় কত?
A) 9
B) 11
C) 11.11
D) 11.22

29) একটি শ্রেণীতে 50 জন ছাত্রের গড় ওজন 45 কেজি। যদি একজন ছাত্র চলে যায়, তবে বাকি ছাত্রদের গড় ওজন 100 গ্রাম কমে যায়। যে ছাত্রটি চলে গেল তার ওজন কত ?
A) 45.9 কেজি
B) 49.5 কেজি
C) 49.9 কেজি
D) 45.5 কেজি

30) একটি লাইব্রেরীতে প্রতি রবিবার গড়ে 1020 জন করে আসেন এবং অন্য দিনগুলিতে গড়ে 480 জন ব্যক্তি আসেন । 30 দিনের একটি মাস যার প্রথম দিন শনিবার, সেই মাসে গড়ে কতজন ব্যক্তি ওই লাইব্রেরীতে আসেন ?
A) 570
B) 285
C) 550
D) 565

31) কোন ক্লাসে 30 জন ছাত্রের গড় বয়স 16 বছর । যদি তাদের শিক্ষকের বয়স 47 হয় তবে শিক্ষক ও সমগ্র ক্লাসের গড় বয়স কত ?
A) 17.6
B) 31.5
C) 16
D) 17

32) 8 টি সংখ্যার গড় 15 ।যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 গুণ করা হয় তবে নতুন গড় কত হবে?
A) 17
B) 20
C) 30
D) 40

33) 28 জন ছাত্রের অংকে গড় নম্বর 50 ।যদি 8 জন ছাত্র স্কুল ছেড়ে চলে যায় তবে বাকি ছাত্রদের নম্বরের গড় 5 বৃদ্ধি পায়। ছেড়ে যাওয়া ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় কত?
A) 50.5
B) 37.5
C) 42.5
D) 45

34) কোন এক ব্যক্তির কোন সপ্তাহের প্রথম চার দিনের গড় আয় 18 টাকা এবং শেষ চার দিনের গড় আয় 22 টাকা। যদি ব্যক্তির চতুর্থদিনের আয় 20 টাকা হয় তবে তার সারা সপ্তাহের গড় আয় কত টাকা?
A) 18.95
B) 16
C) 20
D) 25.71

35) একটি ক্লাসে 15 জন বালকের গড় বয়স 11 বছর । 5 জন নতুন বালক যাদের গড় বয়স 9 বছর তারা যদি এই ক্লাসে যোগ দেয় তবে পুরো ক্লাসের গড় বয়স কত হবে?
A) 20 বছর
B) 10 বছর
C) 10.5 বছর
D) 10.33 বছর

36) কোন ক্রিকেট খেলয়ার সপ্তদশ তম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো । 17 বার খেলার পর তার রানের গড় কি হলো ?
A) 31
B) 39
C) 37
D) 33

37) 12 টি সংখ্যার গড় 9 যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুন করে 3 যোগ করা হয় তবে নতুন 12 টি সংখ্যার গড় কত হবে ?
A) 21
B) 18
C) 22
D) 20

38) একজন ক্রিকেটারের 20 টি ইনিংসের গড় রান 32 । পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে ?
A) 114
B) 115
C) 116
D) 117

39) কোন শ্রেণীতে 12 জন ছাত্রের গড় উচ্চতা 180 সেমি.। যদি তাদের শিক্ষকের উচ্চতা যোগ করা হয় তবে নতুন গড় হয় 179 সেমি.। শিক্ষক এর উচ্চতা কত ?
A) 168 সেমি.
B) 167 সেমি.
C) 179.5 সেমি.
D) 166 সেমি.

40) Average of 5 numbers is 50. If every number is multiplied by 2, find the average. / 5টি সংখ্যার গড় 50 । প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে গড় কত হবে ?
A) 52/ 52
B) 48/ 48
C) 100/ 100
D) 25/ 25