সংখ্যাতত্ব

Show Important Question


21) দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
A) 57
B) 75
C) 39
D) 93

22) একটি সংখ্যা 560 থেকে যত কম, 380 থেকে তার সাড়ে তিনগুণ বেশী। সংখ্যাটি কত?
A) 450
B) 470
C) 520
D) 500

23) 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
A) 15 টি
B) 18 টি
C) 20 টি
D) 25 টি

24) তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123।ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুনফল কত?
A) 1640
B) 1722
C) 1560
D) 1680

25) দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি।সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুন অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত?
A) 47
B) 36
C) 25
D) 14

26) দুইটি ক্রমিক পূর্ণসংখ্যার বর্গের অন্তর 197 হলে, সংখ্যাম্বয় কত?
A) 97, 98
B) 96, 97
C) 98, 99
D) 99, 100

27) একটি সংখ্যাকে 102 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে । যদি ঐ সংখ্যাকে 17 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
A) 1
B) 3
C) 6
D) কোনটিই নয়

28) 6625*6 পূর্ণবর্গ সংখ্যা হলে ,* চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে ?
A) 5
B) 9
C) 6
D) 4

29) কোন ক্ষুদ্রতম সংখ্যা 29 দ্বারা বিভাজ্য কিন্তু 6,10,15 ও 16 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে?
A) 245
B) 725
C) 145
D) 675

30) 99 অংকের একটি সংখ্যা n এর প্রথম ও শেষ অংক 2 । যদি n সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় , তবে মাঝখানের সমস্ত অংক গুলি কি ?
A) 1
B) 2
C) 3
D) 4

31) দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটিকে মূল সংখ্যার সঙ্গে যোগ করলে যোগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ?
A) 11
B) 9
C) 5
D) 3

32) 7 টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 154, সর্ববৃহৎ সংখ্যাটি কত ?
A) 32
B) 30
C) 28
D) 26

33) দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:4 এবং এদের বর্গের বিয়োগফল 112 । এদের যোগফল কত ?
A) 26
B) 28
C) 42
D) 16

34) 3 অংক বিশিষ্ট সেই সংখ্যা গুলির সমষ্টি নির্ণয় করো যাদের 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে ?
A) 82220
B) 82800
C) 88800
D) 87820

35) দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা তার অংক দুটির যোগফলের চারগুণ অপেক্ষা 12 বেশি । সংখ্যাটির অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা থেকে 18 বেশি । সংখ্যাটি কত ?
A) 32
B) 68
C) 44
D) 56

36) যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের পার্থক্য 19 হয়, তবে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত ?
A) 189
B) 190
C) 181
D) কোনটিই নয়

37) পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে, বৃহত্তম সংখ্যা হল
A) 39
B) 40
C) 41
D) 42

38) কোন সংখ্যার 10% এবং সেই সংখ্যার যোগফল 1320 হলে সংখ্যাটি কত ?
A) 1000
B) 1100
C) 1200
D) 1300

39) কোন সংখ্যার 10% এবং সেই সংখ্যার বিয়োগফল 180 হলে সংখ্যাটি কত ?
A) 300
B) 250
C) 220
D) 200

40) দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা উক্ত অঙক দুটির যোগফলের তিনগুণ। যদি সংখ্যাটির সাথে 45 যোগ করা হয়, তবে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়। উক্ত সংখ্যাটির অঙ্কগুলির যোগফল
A) 5
B) 7
C) 9
D) কোনোটিই নয়