গনপরিষদ

Show Important Question


41) স্বাধীনতার পর ভারতে জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
A) গোপাল কৃষ্ণ গোখলে
B) দাদাভাই নৌরোজি
C) সর্দার বল্লভভাই প্যাটেল
D) খান আব্দুল গফ্ফার খান

42) গণপরিষদের সহ-সভাপতি কে ছিলেন?
A) হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
B) ডঃ বি.আর. আম্বেদকর
C) ডঃ রাজেন্দ্র প্রসাদ
D) ডঃ সচ্চিদানন্দ সিনহা

43) নিন্মলিখিত কার প্রতিবেদনে “যুক্তরাষ্ট্রীয়” ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয়?
A) মতিলাল নেহেরু
B) জওহরলাল নেহেরু
C) কমলা নেহেরু
D) ডঃ রাজেন্দ্র প্রসাদ

44) কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়?
A) 1940 সালের মে মাসে
B) 1946 সালের মার্চ মাসে
C) 1935 সালের জুলাই মাসে
D) 1946 সালের আগস্ট মাসে

45) How many seats were obtained by the Muslim League in the Constituent Assembly- / গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য কত জন ছিল?
A) 78/ 78 জন
B) 76/ 76 জন
C) 73/ 73 জন
D) 82/ 82 জন

46) ভারতীয় গণপরিষদের “সাংবিধানিক পরামর্শদাতা” - হিসেবে কে নিয়যুক্ত হন?
A) সর্দার বল্লভভাই প্যাটেল
B) বি.এন. রাও
C) সচ্চিদানন্দ সিনহা
D) জওহরলাল নেহেরু

47) ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল?
A) 22 টি
B) 16 টি
C) 13 টি
D) 4 টি

48) গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন?
A) হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
B) ডঃ সচ্চিদানন্দ সিনহা
C) মহাত্মা গান্ধী
D) জওহরলাল নেহেরু

49) গণপরিষদের প্রথম অধিবেশনে কে “উদ্দেশ্যমূলক প্রস্তাব” (Objective Resolution)- টি উত্থাপন করেছিলেন?
A) পন্ডিত জওহরলাল নেহেরু
B) ডঃ সচ্চিদানন্দ সিনহা
C) ডঃ রাজেন্দ্র প্রসাদ
D) সর্দার বল্লভভাই প্যাটেল

50) ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির (কার্যনির্বাহক কমিটি)- চেয়ারম্যান কে ছিলেন?
A) জে.ভি. মাভালঙ্কার
B) ডঃ রাজেন্দ্র প্রসাদ
C) এম.কে. মুন্সী
D) মতিলাল নেহেরু

51) জওহরলাল নেহরু গণপরিষদে “Objective Resolution” (উদ্দেশ্যমূলক-সংক্রান্ত)- প্রস্তাবটি কবে উত্থাপন করেছিলেন?
A) 26 শে জানুয়ারি,1949
B) 13 ই ডিসেম্বর, 1946
C) 22 শে জানুয়ারি, 1947
D) 25 শে সেপ্টেম্বর, 1947

52) অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস-প্রেসিডেন্ট কে ছিলেন?
A) সর্দার বল্লভভাই প্যাটেল
B) জওহরলাল নেহেরু
C) চক্রবর্তী রাজা গোপালাচারী
D) গোপাল কৃষ্ণ গোখলে

53) গণপরিষদের প্রথম সভায় সদস্যসরূপ উপস্থিত ছিলেন-
A) 207 জন
B) 444 জন
C) 389 জন
D) 292 জন

54) কোন বড়োলাটের প্রস্তাব অনুসারে ভারতে অন্তর্বর্তীকালীন সকরার গঠিত হয়?
A) লর্ড ওয়াভেলের
B) লর্ড লিনলিথগোর
C) লর্ড হেস্টিংসের
D) স্যার জন সাইমনের

55) Who was the President of the Constituent Assembly ? / গণপরিষদের সভাপতি কে ছিলেন ?
A) B. R. Ambedkar/ বি.আর. আম্বেদকর
B) C. Rajagopalachari/ সি. রাজাগোপালাচারী
C) Rajendra Prasad/ রাজেন্দ্র প্রসাদ
D) Jawaharlal Nehru/ জহরলাল নেহরু