লাভ-ক্ষতি

Show Important Question


41) এক ব্যক্তি 5 টি পেন 1 টাকায় কেনে এবং 4 টি 1 টাকায় বিক্রি করে। তার লাভের শতাংশ কত ?
A) 40%
B) 20%
C) 25%
D) 50%

42) 10% ছাড় দিয়েও 12% লাভে কোন একটি বস্তু বিক্রি করলে ক্রয়মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত হবে ?
A) 45:56
B) 50:61
C) 99:125
D) এদের কোনটি নয়

43) এক ব্যবসায়ী প্রতিটি 90 পয়সা দরে 144টি ডিম ক্রয় করল; কিন্তু এর মধ্যে কুড়িটি ডিম ভেঙে গেল।সে বাকি ডিম প্রতিটি 1.20 টাকা দরে বিক্রি করল। তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো ?
A) 14.8% লাভ
B) 12.9%লাভ
C) 8.5% ক্ষতি
D) 4.8% ক্ষতি

44) তেলের মূল্য 33% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না।
A) 25%
B) 16%
C) 11%
D) 9%

45) কোন একটি বই এর ধার্য মূল্য 60 টাকা।এক দোকানদার দুটি ক্রমিক ছাড় 20% এবং 30% ছাড় দিয়ে বইটি বিক্রি করেন।কিন্তু ছাড় দেওয়ার পর বইটির মূল্য যা হয়, তার উপর 5% বিক্রয় কর চাপিয়ে বইটি বিক্রি করা হলে কোন ক্রেতা কত টাকায় বইটি ক্রয় করবে ?
A) 35.28 টাকা
B) 31.50 টাকা
C) 36 টাকা
D) 32.48 টাকা

46) একটি টিভি সেটের বিক্রয় মূল্য, 10% বিক্রয় কর সহ 17600 টাকা ধার্য করা আছে। বিক্রয় করের পরিমাণ কত ?
A) 1600
B) 1250
C) 1550
D) 1660

47) একটি জিনিসের ক্রয়মূল্য a টাকা। ধার্য্যমূল্য ক্রয়মূল্য অপেক্ষা 150 শতাংশ বেশি। যদি এটিকে 25% ছাড় দিয়ে 300 টাকায় বিক্রি করা হয় তাহলে a=?
A) 150
B) 160
C) 180
D) 200

48) একটি বই 3% ক্ষতিতে 194 টাকায় বিক্রি করা হলো। বইটির ক্রয়মূল্য হল
A) 212 টাকা
B) 202 টাকা
C) 200 টাকা
D) 186 টাকা

49) এক ব্যবসায়ী কোন দ্রব্যের উপর 10% ছাড় দিয়েও 26 % লাভ করে। যে বস্তুর ধার্য মূল্য 280 টাকা সেই বস্তুর ক্রয় মূল্য কত?
A) 175 টাকা
B) 200 টাকা
C) 225 টাকা
D) 215 টাকা

50) বিমল , দুটি ছাগল 1008 টাকায় ক্রয় করল ।একটিকে 20 % ক্ষতিতে এবং অপরটিকে 44% লাভে বিক্রি করে দেখা গেল ছাগল দুটির বিক্রয় মূল্য সমান । যে ছাগলটিকে ক্ষতিতে বিক্রি করা হয়েছে তার ক্রয় মূল্য কত ?
A) 350 টাকা
B) 648 টাকা
C) 568 টাকা
D) 450 টাকা

51) এক ব্যক্তি 50 টি পেন 50 টাকায় কিনলেন । 40 টি পেন তিনি 5% ক্ষতিতে বিক্রি করলেন । যদি তিনি মোটের উপর 10% লাভ করতে চান তবে বাকি পেন গুলিতে তার কত শতাংশ লাভ করতে হবে ?
A) 20
B) 15
C) 70
D) 50

52) এক ব্যক্তি টাকায় 4 টি এবং টাকায় 6 টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5 টি হিসেবে বিক্রি করলে মোট কত লাভ বা ক্ষতি হবে ?
A) 4% লাভ
B) 4% ক্ষতি
C) 5% লাভ
D) 9%ক্ষতি

53) এক ব্যবসায়ী 150 টাকায় কোন দ্রব্য কিনি তার 12% অতিরিক্ত খরচ করল । কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে তার 10% লাভ হবে ?
A) 184.80 টাকা
B) 183 টাকা
C) 179.20 টাকা
D) 185.80 টাকা

54) এক দোকানদার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েও 19% লাভ করলেন । যদি প্রদত্ত ছাড় ও লাভের মধ্যে পার্থক্য 100 টাকা হয় তবে বস্তুটির ক্রয় মূল্য কত টাকা ?
A) 4000 টাকা
B) 5000 টাকা
C) 4500 টাকা
D) 5500 টাকা

55) একটি বস্তুর চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে X ওই বস্তুটি 8750 টাকায় বিক্রি করায় দেখা গেল যে তার ক্রয় মূল্যের 25% লাভ করেছে বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল ?
A) 16000 টাকা
B) 12000 টাকা
C) 10000 টাকা
D) কোনটিই নয়

56) মোহন 20 টি টেবিল 12000 টাকায় কিনে 4টি টেবিলের বিক্রয় মূল্যের সমান পরিমান টাকা লাভ করলো। একটি টেবিল এর বিক্রয় মূল্য কত ?
A) 700 টাকা
B) 750 টাকা
C) 725 টাকা
D) 775 টাকা

57) কোন একটি বস্তুর ধার্য মূল্য 2400 টাকা।এক দোকানদার দুটি ক্রমিক ছাড় x% এবং 15% ছাড় দিয়ে বস্তুটি বিক্রি করেন।যদি কোন খরিদ্দার বস্তুটি 1876.8 টাকায় ক্রয় করেন, তবে ‘x’ এর মান কত ?
A) 9%
B) 8%
C) 12%
D) 11%

58) 60 টি বস্তু বিক্রি করে কোন বিক্রেতার 15 টি বস্তুর বিক্রয় মূল্যের সমান মূল্য লাভ হলো । লাভের হার কত ?
A) 20%
B) 25%
C) 33.33 %
D) 27.82%

59) একজন বিক্রেতা ক্রয় মূল্যের তুলনায় 35 % বেশি মূল্যে ধার্য মূল্য ঠিক করলেন এবং বিক্রি করার সময় 15 % ছাড় দিলেন । যদি তিনি 243 টাকা ছাড় দেন তবে তার লাভ কত টাকা হয়েছিল ?
A) 157 টাকা
B) 167 টাকা
C) 177 টাকা
D) 183 টাকা

60) অরুপ দুটো ব্যাট 1485 টাকায় বিক্রি করল । প্রথমটির ক্রয় মূল্য , দ্বিতীয়টির বিক্রয় মূল্যের সমান । যদি প্রথমটিতে 20% ক্ষতি এবং দ্বিতীয়টিতে 25% লাভ হয় , তবে মোট লাভ বা ক্ষতি কত হয়েছে ?
A) 70 টাকা লাভ
B) 70 টাকা ক্ষতি
C) কোন লাভ বা ক্ষতি হয়নি
D) 10 টাকা লাভ