শতকরা

Show Important Question


41) একটি ছোট সংখ্যার 20% , অন্য আরেকটি বড় সংখ্যার 25% র সঙ্গে যোগ করা হলে ,দুটি সংখ্যার সমষ্টির 23% পাওয়া যায় । বড় সংখ্যাটি ছোট সংখ্যার চেয়ে 4 বেশি । সংখ্যাগুলি নির্ণয় করুন ।
A) 8,12
B) 10,14
C) 12,16
D) 6,10

42) একটি ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। ভোটকেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল?
A) 45000
B) 55000
C) 100000
D) 120000

43) একজন ব্যাবসায়ী তার পণ্যের দাম ২০% বাড়িয়ে দিলেন, এতে তার বিক্রি কমে যাওয়ায় তিনি পুনরায় ২০% দাম কমিয়ে দিলেন। এতে তার প্রথম মূল্যের তুলনায় দাম কতটুকু কমলো বা বাড়লো?
A) 4%
B) 20%
C) 24%
D) কোনো পরিবর্তন হবে না

44) একটি বইয়ের লিখিত মূলের উপর 15% ছাড় দেয়া হলো। যদি বইটির গায়ে 240 টাকা লিখা থাকে তাহলে বইটি কিনতে কত টাকা লাগবে?
A) 202 টাকা
B) 204 টাকা
C) 236 টাকা
D) 278 টাকা

45) আমের মূল্য 10 % কমে যাওয়ায় এক ব্যক্তি 27 টাকায় কুড়িটি বেশি আম ক্রয় করতে পারেন । প্রতি ডজন আমের হ্রাসপ্রাপ্ত মূল্য কত ?
A) 1 টাকা
B) 1.62 টাকা
C) 2 টাকা
D) 2.65 টাকা

46) কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25600 জন। প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল ?
A) 40000
B) 42500
C) 45000
D) 50000

47) চালের দাম প্রতি কেজি 10 টাকা থেকে বেড়ে 12.50 টাকা হলে, দাম বৃদ্ধির শতকরা হার কত হবে?
A) 20%
B) 22%
C) 25%
D) 30%

48) The difference between 78 % of a number and 59 % of the number is 323. What is 62% of that number ? / কোনো একটি সংখ্যার 78% ও 59% এর মধ্যেকার পার্থক্য 323 । ওই সংখ্যার 62% কত ?
A) 1054/ 1054
B) 1178/ 1178
C) 1159/ 1159
D) 1037/ 1037

49) The population of a city increases at the rate of 15 % pa. If its population was 4000 at the end of 2009. Find its population at the end of 2011 . / কোনো এক শহরের জনসংখ্যা 15% প্রতি বছর বাড়ে । 2009 সালের শেষে জনসংখ্যা 4,000 জন হলে 2011 সালের শেষে জনসংখ্যা কত জন হবে ?
A) 5390/ 5,390
B) 4780/ 4,780
C) 5290/ 5,290
D) 8256/ 8,256

50) What is the value of two-fifth of 60 % of 320 ? / 320 -এর 60% এর দুই পঞ্চমাংশ কত ?
A) 76.6/ 76.6
B) 38.4/ 38.4
C) 76.8/ 76.8
D) 37.4/ 37.4