লাভ-ক্ষতি

Show Important Question


61) A একটি বই b কে 10% লাভে এবং b বইটি c কে 15% ক্ষতিতে 374 টাকায় বিক্রি করল। a এর ক্রয়মূল্য কত ছিল ?
A) 400
B) 460
C) 520
D) 480

62) 480 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয় । কতো টাকায় বিক্রি 20%করলে লাভ হবে ?
A) 720
B) 820
C) 700
D) 800

63) একজন ব্যবসায়ী 26 কেজি চাল 25 টাকা প্রতি কেজি দরের সঙ্গে 30 কেজি অন্য ধরণের চাল, যার মুল্য 40 টাকা প্রতি কেজিতে মিশ্রিত করলেন। এরপর তিনি সেই মিশ্রিত চালকে 35 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলেন। ব্যবসায়ীর লভ্যাংশ হলো:
A) কোনো লাভ বা ক্ষতি হয় নি
B) 5.94%
C) 6%
D) 35%

64) এক ডিলার 540 টাকায় একটি রেডিও বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হল। কত টাকায় সেটি বিক্রি করলে তার 10% লাভ হত ?
A) Rs. 660
B) Rs. 650
C) Rs. 600
D) উপরের কোনটিই নয়

65) রাম প্রতি ডজন 3.75 টাকা দরে 1600 ডিম ক্রয় করল।সে 900টি ডিম টাকায় 2 টি হিসেবে এবং বাকি ডিম 2 টাকায় 5 টি হিসেবে বিক্রি করল। তার লাভের হার কত ?
A) 40%
B) 45%
C) 42%
D) 46%

66) 70 টাকা ছাড় দিয়ে শতাংশ লাভ হয়। যদি ছাড় না দিত তাহলে লাভ কত হত যদি ক্রয়মূল্য 250 টাকা হয় ?
A) 48%
B) 50%
C) 80%
D) 100%

67) একটি জামা ও একটি প্যান্টের ধার্য মূল্যের অনুপাত 1 : 2 দোকানদার জামা টিতে 40% ছাড় দেন । যদি জামা ও প্যান্ট এর সেটটিতে মোট 30% ছাড় দেন তবে প্যান্টটিতে কত শতাংশ ছাড় দিয়েছিলেন ?
A) 15%
B) 20%
C) 25%
D) 30%

68) আমি একটি দ্রব্য 50% ছাড়ে কিনলাম। তারপর আমি এর দাম 300 টাকা বেশী করে ধার্য্য মূল্য ঠিক করলাম এবং তারপর আমি 50% ছাড় দিলাম এবং এর ফলে আমার 100 টাকা লাভ হল। যখন আমি কিনেছিলাম তখন দ্রব্যটির ধার্য্যমূল্য কত ছিল ?
A) 150 টাকা
B) 200 টাকা
C) 250 টাকা
D) 300 টাকা

69) একটি সোফা সেটের বিক্রয়মূল্য 5000 টাকা মুদ্রিত আছে এবং তা 4% ছাড়ে বিক্রয় করে 20% লাভ হয়। ব্যবসায়ীর সোফা সেটটির ক্রয়মূল্য কত ?
A) 3600 টাকা
B) 3800 টাকা
C) 4000 টাকা
D) 4200 টাকা

70) একজন বিক্রেতা তার ধার্য্যমূল্যের উপর প্রথমে 15 শতাংশ এবং পরে 10% ছাড় দিলো। যদি ওই বিক্রেতা একটি সমপরিমাণ একক ছাড় দেয় তবে তার পরিমাণ কত হবে ?
A) 22.5%
B) 23.5%
C) 25
D) 5%

71) 1270 টাকায় একটি বস্তু বিক্রি করে যত টাকা ক্ষতি হত তার পরিমাণ , বস্তুটি 1990 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হত তার 60% এর সমান হলে বস্তুটির ক্রয় মূল্য কত ?
A) 1640
B) 1540
C) 1840
D) 1740

72) এক কাপড়ের ব্যবসায়ী ক্রয়মূল্যের দরে কাপড় বিক্রি করেও 25% লাভ করে। তাহলে সে এক মিটার এর পরিবর্তে কত কাপড় দেয় ?
A) 80 cm
B) 70 cm
C) 90 cm
D) 75 cm

73) কোন দ্রব্য বিক্রয় করে এক ব্যক্তি 10% লাভ করেন। ওই দ্রব্য দ্বিগুন দামে বিক্রয় করলে তার লাভের শতকরা হার হবে
A) 20%
B) 100%
C) 120%
D) 21%

74) কাপড়ের দাম 20% বৃদ্ধি পাওয়ায় 600 টাকায় পূর্বের তুলনায় 5 মিটার কাপড় কম পাওয়া যায়। তবে প্রতি মিটার কাপড়ের পূর্বের মূল্য কত ছিল ?
A) 60 টাকা
B) 20 টাকা
C) 120টাকা
D) 30 টাকা

75) 18 টা বল 900 টাকায় বিক্রি করে এক ব্যক্তির 6টি বলের ক্রয় মূল্যের সমান মূল্য ক্ষতি হলো । একটি বলের ক্রয় মূল্য কত ?
A) 50
B) 70
C) 75
D) 80

76) একটি সামগ্রি 2275 টাকায় কিনে 8% লাভে বিক্রি করা হলো । সেই সামগ্রীর বিক্রয় মূল্য কত ছিল ?
A) 2093 টাকা
B) 2453 টাকা
C) 2443 টাকা
D) 2457টাকা

77) কোন একটি বস্তু 12 % ছাড় দিয়ে বিক্রি করার পরেও 8% লাভ রইল । যদি বস্তুটির ধার্য মূল্য 1080 টাকা হয় তবে বস্তুটির ক্রয় মূল্য কত ?
A) 870
B) 880
C) 890
D) 900

78) পুরনো গাড়ি 4 লাখ টাকায় কিনে 20% লাভে বিক্রি করা হয়। গাড়ির বিক্রয় মূল্য কত ?
A) 4,50,000 টাকা
B) 5,00,000 টাকা
C) 4,72,000 টাকা
D) 4,80,000 টাকা

79) পুরনো স্টক খালি করার জন্য এক ব্যক্তি 2565 টাকায় একটি টি সেট বিক্রি করেন ,যা ক্রয় মূল্যের চেয়ে 43 % কম । 12% মুনাফা অর্জনের জন্য বিক্রেতাকে আরো কত টাকা বেশিতে সেটটি বিক্রি করতে হবে ?
A) 2525
B) 2575
C) 2365
D) 2475

80) একজন প্রকাশক একটি বইয়ের মূল্য 30% যোগ করে বইটির বিক্রয় মূল্য 260 টাকা ধার্য করে যদিও , তিনি বইটি তার বিক্রয় মূল্যের 12 % ছাড়ে বিক্রি করেন । লাভের হার কত হবে ?
A) 13.7
B) 12.87
C) 14.4
D) 13.4