লাভ-ক্ষতি

Show Important Question


81) এক ব্যবসায়ী 540 টাকায় কোন বস্তু বিক্রি করে দেখলেন তার 10% ক্ষতি হয়েছে।কত টাকায় বস্তুটি বিক্রি করলে তার 10% লাভ হতো ?
A) 580
B) 600
C) 650
D) 660

82) এক ব্যক্তি দুটি ঘড়ির প্রত্যেকটি 99 টাকায় বিক্রি করল। একটি ঘড়িতে তার 10% লাভ এবং অপর ঘড়িতে 10% ক্ষতি হল। মোটের উপর তার লাভ বা লোকসানের পরিমাণ কত?
A) 1% ক্ষতি
B) 10% ক্ষতি
C) 1% লাভ
D) লাভ বা ক্ষতি কিছুই হয়নি

83) The list price of an article is Rs 65. A customer pays Rs 56.16 for it. If he has availed two successive discounts, of which one is 10%, then second discount is ___ / কোন একটি বস্তুর লিখিত মূল্য 65 টাকা। যদি কোন খরিদ্দার দুটি ক্রমিক ছাড় পেয়ে বস্তুটি 56.16 টাকায় ক্রয় করেন এবং ছাড় দুটির মধ্যে একটি ছাড়ের পরিমাণ 10% হয়, তবে দ্বিতীয় ছাড়ের পরিমাণ কত ?
A) 3%/ 3%
B) 4%/ 4%
C) 5%/ 5%
D) 6%/ 6%

84) What price should a trader mark on an article which costs him Rs 300 so as to gain 20% after allowing 5% discount / 300 টাকা ক্রয়মূল্যের কোন বস্তুকে বাড়িয়ে কত টাকায় মূল্য ধার্য করলে বিক্রি করার সময় 5% ছাড় দেওয়ার পরও 20% লাভ থাকবে ?
A) Rs 360/ 360 টাকা
B) Rs 378.95/ 378.95 টাকা
C) Rs 370.98/ 370.98 টাকা
D) Rs 400/ 400 টাকা

85) Due to rotten fish, a fish trader forces to sell in 10 % loss. If the purchase value is Rs. 250, the selling price will be / পচা মাছের জন্য, মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে । মাছের ক্রয়মূল্য 250 টাকা হলে, বিক্রয় মূল্য হবে —
A) Rs. 225/ 225 টাকা
B) Rs. 240/ 240 টাকা
C) Rs. 235/ 235 টাকা
D) Rs. 230/ 230 টাকা

86) Simantika sold two radios for Rs. 2000 each. On one she gains 16 % and on the other she losses 16 %. Find her gain or loss per cent in the whole transaction. / সীমন্তিকা দুটি রেডিও প্রতিটি 2,000 টাকা দরে বিক্রয় করল । একটিতে সে 16% লাভ ও অন্যটিতে 16% ক্ষতি করল । তাহলে সামগ্রিকভাবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হল ?
A) 5.28/ 5.28
B) 2.56/ 2.56
C) 4.68/ 4.68
D) 8.01/ 8.01