ইউরোপীয়দের আগমন এবং ব্রিটিশ সম্প্রসারন
1)
কত সনে ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়েছিল
A)
১৬০০ খ্রীষ্টাব্দে
B)
১৬০২ খ্রীষ্টাব্দে
C)
১৬৬৪ খ্রীষ্টাব্দে
D)
কোনটিই নয়
উত্তর:-
১৬০০ খ্রীষ্টাব্দে
বিবরণ:-
2)
জোসেফ ডুপ্লে কোথাকার প্রশাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন ?
A)
গোয়া
B)
পন্ডিচেরী
C)
সুরাট
D)
কোনটিই নয়
উত্তর:-
পন্ডিচেরী
বিবরণ:-ডুপ্লে ১৭৪২ খ্রীষ্টাব্দে পন্ডিচেরীতে ফ্রান্সের উপনিবেশ প্রশাসক হিসাবে ভারতে এসেছিলেন এবং ভারতে ফরাসী উপনিবেশ গড়ে তোলার জন্য ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন।
3)
নিম্নের কোন শক্তি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কর্নাটকের যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল না ?
A)
ব্রিটিশ
B)
ফ্রান্স
C)
ডাচ
D)
কোনটিই নয়
4)
কোন বছর থেকে ব্রিটিশ সরকার ভারতীয় এলাকায় সরাসরি প্রশাসন শুরু করেছিল
A)
১৭৭৩
B)
১৮৩৩
C)
১৮৫৮
D)
কোনটিই নয়
উত্তর:-
১৮৫৮
বিবরণ:-১৮৫৭-৫৮ খ্রীষ্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বা সিপাহী বিদ্রোহের ঘটনার পর ব্রিটিশ সরকার ১৮৫৮ খ্রীষ্টাব্দে মহারাণীর ঘোষণাপত্রের মাধ্যমে ভারতে সরাসরি ব্রিটিশ শাসন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। ইতিপূর্বে ১৭৭৩ খ্রীষ্টাব্দে রেগুলেটিং এ্যাক্ট এবং ১৮৩৩ খ্রীষ্টাব্দে সনদ আইনের দ্বারা ভারতীয় এলাকায় ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর শাসন ব্যবস্থার উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।
5)
1605 সালে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল?
A)
গোয়া
B)
সুরাট
C)
গুজরাট
D)
মসুলিপট্টনম
6)
‘শ্রীরঙ্গপত্তনমের সন্ধি’ কোন্ সালে স্বাক্ষরিত হয়েছিল?
A)
1792
B)
1793
C)
1794
D)
1795
7)
কোন্ ইংরেজ সেনাপতি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে পরাজিত করেন?
A)
আউটরাম
B)
ম্যালকম
C)
এলফিন স্টোন
D)
কিচেনার
8)
কোন বছর সিরাজ-উদ-দৌলা ফোর্ট উইলিয়াম দূর্গ দখল করেছিলেন
A)
১৭৫৫
B)
১৭৫৬
C)
১৭৫৭
D)
কোনটিই নয়
9)
স্বত্ব বিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে লর্ড ডালহৌসী নিম্নের কোন দেশীয় রাজ্যটি সর্বপ্রথমে অধিকার করে নিয়েছিলেন ?
A)
সাতারা
B)
ভগতপুর
C)
উদয়পুর
D)
কোনটিই নয়
10)
কত শতাব্দীতে ইংরেজ শক্তি ফোর্ট উইলিয়ম দূর্গ স্থাপন করেছিল ?
A)
১৬তম
B)
১৭ তম
C)
১৮তম
D)
কোনটিই নয়
11)
বর্তমানের নিম্নের কোন দেশে ভারতের ব্রিটিশ সরকার অভিযান চালান নি ?
A)
মায়ানমার
B)
তিব্বত
C)
আফগানিস্থান
D)
ইরান
12)
ইস্টইন্ডিয়া কোম্পানি যখন গঠিত হয় তখন ভারতের শাসক ছিলেন—
A)
আকবর
B)
জাহাঙ্গীর
C)
ঔরঙ্গজেব
D)
শাহজাহান
13) During whose reign the East India Company established their first factory in India ?
/
ইস্ট ইন্ডিয়া কোম্পানী কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে ?
A) Jahangir/
জাহাঙ্গীর
B) Shahjahan/
শাহজাহান
C) Aurangzeb/
ঔরঙ্গজেব
D) Bahadur Shah-I/
প্রথম বাহাদুর শাহ
উত্তর:-Jahangir
/
জাহাঙ্গীর
বিবরণ:-
14)
কোন যুদ্ধে ভারতে ফরাসিদের ভাগ্য নির্ধারিত হয়েছিলো ?
A)
ওয়ান্ডিয়াসের যুদ্ধে
B)
প্রথম কর্ণাটিক যুদ্ধে
C)
বক্সারের যুদ্ধে
D)
পলাশির যুদ্ধে
উত্তর:-
ওয়ান্ডিয়াসের যুদ্ধে
বিবরণ:-
15)
চিরস্থায়ী বন্দোবস্ত কাদের স্বার্থকে আঘাত করেছিল
A)
জমিদার
B)
ব্যবসায়ী
C)
বর্গাদার
D)
এগুলির কোনটি নয়
16)
১৪৯৮ খ্রীষ্টাব্দে ভাস্কো-দা-গামা যখন কেরালা বন্দরে পৌছেছিলেন তখন কোথাকার রাজা তার দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছিলেন
A)
কোচিন
B)
কালিকট
C)
ত্রিবাঙ্কুর
D)
এদের কোনটি নয়
17)
১৬০৯ খ্রীষ্টাব্দে ইংরেজ দূত শ্ৰী উইলিয়াম হকিন্স কোন ব্রিটিশ রাজার দেওয়া একটি চিঠি সম্রাট জাহাঙ্গীরের কাছে নিয়ে এসেছিলেন ?
A)
রাণী প্রথম এলিজাবেথ
B)
রাজা প্রথম জেমস্
C)
রাজা পঞ্চম এডওয়ার্ড
D)
এদের কেউই নয়
উত্তর:-
রাজা প্রথম জেমস্
বিবরণ:-
18)
ব্রিটিশ শক্তি কিভাবে বোম্বের অধিকার পেয়েছিলেন ?
A)
যুদ্ধ
B)
বিক্রয় দলিল
C)
বিবাহের মাধ্যমে
D)
এদের কোনটি নয়
উত্তর:-
বিবাহের মাধ্যমে
বিবরণ:-
19)
ইংরেজ শক্তির সঙ্গে ফরাসী শক্তির কোথায় প্রচন্ড সংঘর্ষ হয়েছিল
A)
পূর্ব ভারত
B)
পশ্চিম ভারত
C)
উত্তর ভারত
D)
দক্ষিণ ভারত
উত্তর:-
দক্ষিণ ভারত
বিবরণ:-
20)
বাংলার ডাচ্ শক্তির বাণিজ্যের প্রধান কেন্দ্র কোনটি ছিল
A)
শ্রীরামপুর
B)
চীনাসুরা বা চুচুড়া
C)
কাশিমবাজার
D)
ঢাকা
উত্তর:-
চীনাসুরা বা চুচুড়া
বিবরণ:-