প্রাচীন ভারতে বিদেশী আক্রমন
1)
সুলতান মামুদ কতবার ভারতের মাটিতে অভিযান করেছিলেন?
A)
৫
B)
৮
C)
১১
D)
কোনোটিই নয়
উত্তর:-
কোনোটিই নয়
বিবরণ:-বর্তমান আফগানিস্থানের গজনীর সুলতান মামুদ ১০০০ খ্রীষ্টাব্দ থেকে ১০২৫ খ্রীষ্টাব্দের মধ্যে ১৭ বার ভারত অভিযান করেছিলেন। কিন্তু তার প্রধান উদ্দেশ্য ছিল ভারত লুট করা ও ধ্বংস করা। সুলতান মামুদ গজনীর সুলতান সবুক্তগীনের পুত্র ছিলেন। ভারতীয় রাজা জয়পাল কয়েকবার গজনী আক্রমণ করেছিলেন। সুতরাং শতাব্দী ধরে ভারতও গজনীর মধ্যে শত্রুতা চলেছিল। যখন সুলতান মামুদ ভারত অভিযানে আসেন তখন প্রখ্যাত আরবীয় ইতিহাসিক আল-বিরুনীকে জোরপূর্বক তার সাথে নিয়ে এসেছিলেন। সুলতান মামুদ পাঞ্জাব দখল করেন এবং সেখানে তার শাসন প্রতিষ্ঠা করেন। আল-বিরুনী ১০২১ খ্রীষ্টাব্দ থেকে পাঞ্জাবে বসবাস করতে শুরু করেন এবং তিনি তহকিক-ই-হিন্দ’ ওরফে ‘কিতাব-উল-হিন্দ’ সহ অনেক বই লিখেছিলেন।
2)
সর্বপ্রথমে কোন শক্তি ভারতীয় অঞ্চল জয় করেছিল?
A)
পার্সিয়ান
B)
গ্রীক
C)
চীনা
D)
কোনোটিই নয়
উত্তর:-
পার্সিয়ান
বিবরণ:-
3) Alexander fought against Perus on the Banks of the river
/
আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন?
A) Indus/
সিন্ধু
B) Jhelum/
ঝিলম
C) Ravi/
চন্দ্রভাগা
D) lravati/
ইরাবতী
উত্তর:-Jhelum
/
ঝিলম
বিবরণ:-
4)
নাদির শাহ যার রাজত্বকালে ভারত আক্রমন করেছিলেন ?
A)
প্রথম বাহাদুর শাহ
B)
মুহাম্মদ শাহ রঙ্গিলা
C)
আহমদ শাহ
D)
দ্বিতীয় বাহাদুর শাহ
উত্তর:-
মুহাম্মদ শাহ রঙ্গিলা
বিবরণ:-
5)
আলেকজান্ডার কার বিরুদ্ধে হাইদাস পিসের যুদ্ধ করেছিলেন?
A)
ধননন্দ
B)
পুরু
C)
চন্দ্রগুপ্ত মৌর্য
D)
কেউই নয়
উত্তর:-
পুরু
বিবরণ:-গ্রীসের ম্যাসিডনের রাজা আলেকজান্ডার ৩২৭ খ্রীঃ পূর্বাব্দে আধুনিক পাঞ্জাবের রাজা পুরুর বিরুদ্ধে হাইদাসপিস বা ঝিলামের যুদ্ধ করেছিলেন যে যুদ্ধে পুরু হেরে গিয়েছিল। তবে আলেকজান্ডার পুরুর সাথে ভাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তার রাজ্য ফেরত দিয়েছিল।
6)
ভারতের মাটিতে কত শতাব্দীতে সাফল্যজনক ভাবে প্রথম মুসলিম অভিযান হয়েছে
A)
৮ তম
B)
১০ তম
C)
১২ তম
D)
কোনোটিই নয়
উত্তর:-
৮ তম
বিবরণ:-প্রথম সাফল্যজনক মুসলীম অভিযান হয়েছিল ৭১১-১২ খ্রীষ্টাব্দে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। বর্তমানে সিন্ধু তৎকালে “দেউল” জয় করেছিলেন বর্তমান ইরাকের অঞ্চলের আরবীয় শাসক সুলতান হাজ্জাজ কর্তৃক প্রেরিত আরবীয় বংশোদ্ভূত নেতা মহম্মদ বীন কাশিম। বীন কাশিম জলপথ ধরে এসেছিলেন এবং দেউলের রাজা দাহিবকে পরাজিত ও হত্যা করে সিন্ধু অঞ্চল দখল করেছিলেন। তবে মুসলিম রাজত্ব এই অঞ্চলে সংঘবদ্ধ ভাবে খুব বেশিদিন টিকে থাকে নি।
7)
কোন যুদ্ধটি ভারতের অভ্যন্তরে মুসলিম শাসন প্রতিষ্ঠার পক্ষে সহায়তা দিয়েছিল :
A)
তরাইনের প্রথম যুদ্ধ
B)
তরাইনের দ্বিতীয় যুদ্ধ
C)
পাণিপথের প্রথম যুদ্ধ
D)
কোনটিই নয়
উত্তর:-
তরাইনের দ্বিতীয় যুদ্ধ
বিবরণ:-১১৯২ খ্রীষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে দিল্লীর রাজা পৃথ্বিরাজ চৌহান হেরে যান। ১১৯১ খ্রীষ্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে মহম্মদ ঘোরী পৃথিরাজ চৌহানের কাছে হেরে যান। দিল্লী আক্রমন করার আগে বর্তমান আফগানিস্থানের ঘোর রাজ্যের সুলতান মহম্মদ ঘোরী পাঞ্জাব সহ ভারতের অনেক অঞ্চল আরবীয় বংশোদ্ভূত মুসলীম শাসকদের কাছ থেকে দখল করে নেন। মহম্মদ ঘোরী তার প্রিয় ক্রীতদাস সেনাপতি কুতুবুদ্দিন আইবককে ভারতের অঞ্চলের প্রশাসক হিসাবে নিয়োগ করেন এবং ১১৯২ খ্রীষ্টাব্দে তার নিজ রাজত্বের দিকে চলে যান এবং তিনি ১২০৬ খ্রীষ্টাব্দে মারা যান। মহম্মদ ঘোরীর জয়ই সংঘবদ্ধ মুসলীম শাসনে সহায়তা করেছিল এবং ভারতের কেন্দ্রস্থলে মুসলিম শাসন প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিল।
8)
ভারতের হুন সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন?
A)
তোরমান
B)
মিহিরকুল
C)
বালাদিত্য
D)
কেউই নয়
9)
নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন?
A)
র্যা সজিনের যুদ্ধ
B)
অ্যাসপার্ন-এসলিং-এর যুদ্ধ
C)
করুন্যার যুদ্ধ
D)
ওয়াটারলুর যুদ্ধ
উত্তর:-
ওয়াটারলুর যুদ্ধ
বিবরণ:-
10)
তৈমুরলঙ কোথাকার রাজা ছিলেন ?
A)
আফগানিস্থান
B)
সমরখন্দ
C)
গজনীর
D)
কাবুল
11) Alexander stayed in India for
/
আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন ?
A) 16 months/
16 মাস
B) 19 months/
19 মাস
C) 20 months/
20 মাস
D) 24 months/
24 মাস
উত্তর:-19 months
/
19 মাস
বিবরণ:-
12)
মিহিরকুল বিশিষ্ট শাসক ছিলেন ----- উপজাতির
A)
কুষাণ
B)
হুন
C)
শক
D)
পাঠান
13)
আলেকজাণ্ডারের শিক্ষক ছিলেন
A)
প্লেটো
B)
সেলুকাস
C)
ফিলিপ
D)
অ্যারিস্টটল
উত্তর:-
অ্যারিস্টটল
বিবরণ:-
14)
কৃষ্ণ হুনদের নেতা কে ছিলেন?
A)
এটিলা
B)
কৌটিলা
C)
মিহিরগুল
D)
কৈবল্যবে
15)
ডিমিট্রিয়াস বা ডিমিট্রি কোন্ বংশের রাজা?
A)
পারস্য
B)
ব্যাকট্রিও গ্রীক
C)
পার্থিয়
D)
শক
উত্তর:-
ব্যাকট্রিও গ্রীক
বিবরণ:-
16)
তৈমুরলঙ-এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?
A)
নাসিরউদ্দিন তুঘলক
B)
মহঃ বিন তুঘলক
C)
ইলতুৎমিস
D)
রাজিয়া সুলতানা
উত্তর:-
নাসিরউদ্দিন তুঘলক
বিবরণ:-
17)
সুলতান মামুদ কোন বছর গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন
A)
১১১৫ খ্রীষ্টাব্দে
B)
১০২০ খ্রীষ্টাব্দে
C)
১০২৫ খ্রীষ্টাব্দে
D)
এদের কোনটি নয়
উত্তর:-
১০২৫ খ্রীষ্টাব্দে
বিবরণ:-
18)
ভারত থেকে গজনীতে যাবার সময় কোন বছর মহম্মদ ঘোরী সিন্ধু প্রদেশে নিহত হয়েছিলেন
A)
১২০৪ খ্রীঃ
B)
১২০৫ খ্রীঃ
C)
১২০৬ খ্রীঃ
D)
এগুলির কোনটি নয়
উত্তর:-
১২০৬ খ্রীঃ
বিবরণ:-
19)
নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিটি সুলতান মামুদের সঙ্গে ভারতে এসেছিলেন
A)
ইবন বতুত
B)
অল-বিরুনী
C)
আব্দুল রাজ্জাক
D)
এদের কেউই নয়
উত্তর:-
অল-বিরুনী
বিবরণ:-
20)
কত খ্রীষ্টাব্দে তিমুরের ভারত অভিযানের সময় দিল্লীর সুলতান ছিলেন তুঘলক বংশের নাসিরুদ্দিন মামুদ শাহ
A)
১৩৯৬
B)
১৩৯৮
C)
১৪০২
D)
১৪০৪