প্রাচীন ভারতের স্থাপত্য-ভাস্কর্য, মন্দির, শিল্পকলা ও চিএকলা

Show Important Question


1) সবথেকে বড়ো স্তুপ কোনটি ?
A) সাঁচি
B) সারনাথ
C) বিদিশা
D) কেশরিয়া

2) ইলোরা গুহা কোন্ রাজ্যে অবস্থিত ?
A) মধ্য প্রদেশ
B) তামিলনাড়ু
C) মহারাষ্ট্র
D) উত্তর প্রদেশ

3) Who constructed the famous Jagannath temple ? / বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন ?
A) Ashoka/ অশোক
B) Kharavela/ খারভেল
C) jajati Keshari/ জজাতি কেশরি
D) Anantvarman/ অনন্ত বর্মন

4) নিন্মলিখিত কোন মন্দিরটি সুর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত ?
A) কোনারক
B) তিরুপতি
C) অজন্তা-ইলোরা
D) পুস্কর

5) The Vikramasila-Vihara was founded by / বিক্রমশীল মহাবিহার কে নির্মাণ করেন?
A) Devapala/ দেবপাল
B) Dharmapala/ ধর্মপাল
C) Gopal/ গোপাল
D) Bitpal/ বীতপাল

6) নালন্দায় কে প্রথম খনণ শুরু করেন ?
A) জন মার্শাল
B) দয়ারাম সাহানি
C) রাখালদাস ব্যানার্জী
D) ডি. বি. স্পুনার

7) Khajuraho temple built by / খাজুরাহোর মন্দির নির্মাণ করেছিলেন—
A) Rashtrakutas/ রাষ্ট্রকূট
B) Cholas/ চোল
C) pallavas/ পল্লব
D) Chandellas/ চান্ডেলা

8) বরবুদুরের বৌদ্ধ স্তুপ কোন্ বংশের তৈরী?
A) নাগেন্দ্র বংশ
B) শূর বংশ
C) সেন বংশ
D) শৈলেন্দ্র বংশ

9) The large Shiva Temple at Thanjavur was built by / তাঞ্জাভুরে সুবিশাল শিব মন্দির নির্মাণ করেছিলেন
A) Chandellas/ চান্দেল্লারা
B) Rashtrakutas/ রাষ্ট্রকূটরা
C) Rajaraja Chola/ রাজরাজ চোল
D) Rajendra Chola/ রাজেন্দ্র চোল

10) কোন স্থানের গুহাচিত্রে ত্রিমূর্তি আকৃতি আছে?
A) উদয়গিরী
B) খণ্ডগিরী
C) অজন্তা
D) এ্যালিফ্যান্টা

11) কারুকার্যময় গোপূরম বা তোরণের সূচনা হয় কাদের আমলে ?
A) সেন আমলে
B) পহ্লব আমলে
C) চোল আমলে
D) সাতবাহন আমলে

12) The Vimana style in temple architecture came into vogue during the reign of / স্থাপত্য শিল্পে ‘ভীমান শিল্পরীতি’ কোন্ রাজবংশের আমলে জনপ্রিয় হয়েছিল?
A) Cholas/ চোল
B) Mauryas/ মৌর্য
C) Guptas/ গুপ্ত
D) Rashtrakutas/ রাষ্ট্রকূট

13) Who built the Kailash temple at Ellora? / ইলোরায় কৈলাস মন্দির কোন্ রাজা নির্মাণ করেন?
A) Krishna I/ প্রথম কৃষ্ণা
B) Amoghavarsha/ অমোঘবর্ষ
C) Harshavardhana/ হর্ষবর্ধন
D) Govinda III/ তৃতীয় গোবিন্দা

14) গান্ধার শিল্পের প্রধান কেন্দ্র কোনটি ছিল?
A) পাটলিপুত্র
B) মথুরা
C) কনৌজ
D) পুরুষপুর

15) When did the Mathura School of Art flourish ? / মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে ?
A) Sunga period/ শুঙ্গ যুগে
B) Satavahana period/ সাতবাহন যুগে
C) Saka period/ শক যুগে
D) Kushana period/ কুষাণ যুগে

16) সারনাথ কোন রাজ্যে অবস্থিত?
A) কেরালা
B) মহারাষ্ট্র
C) গুজরাট
D) উত্তরপ্রদেশ

17) The statue of Gomateswara at Sravanabelagola was built by / শ্রবণবেলগোলায় গোমতেশ্বর মূর্তিটি তৈরি করেন
A) Chandragupta Maurya/ চন্দ্রগুপ্ত মৌর্য
B) Amoghavarsha/ অমোঘবর্ষ
C) Kharavela/ খারভেলা
D) Chamundaraya/ চামুণ্ডারায়

18) Ajanta Cave paintings belongs to the period of / অজন্তা গুহাচিত্র কোন সময়কার ?
A) Mauryas/ মৌর্য বংশ
B) Rastrakutas/ রাষ্ট্রকূট বংশ
C) Guptas/ গুপ্ত বংশ
D) Palas/ পাল বংশ

19) Which temple got the name of Black Pagoda ? / কোন মন্দিরের নাম ব্ল্যাক প্যাগোডা হয়েছে?
A) Sun Temple/ সূর্য মন্দির
B) Bhuvneshwari Temple/ ভুবনেশ্বরী মন্দির
C) Lingharaja Temple/ লিঙ্গরাজ মন্দির
D) Jagannath Temple/ জগন্নাথ মন্দির

20) তক্ষশীল কোন সময়ের একটি প্রসিদ্ধ শহর ছিল?
A) গুপ্ত
B) মৌর্য
C) কুষান
D) সিন্ধু সভ্যতা