বৈদিক পরবর্তী যুগ এবং ষোড়শ মহাজনপদ

Show Important Question


1) প্রাচীন ভারতের ১৬ টি বিখ্যাত রাজ্যগুলির মধ্যে নীচের কোনটি আধুনিক উত্তর প্রদেশের এলাকায় ছিল না ?
A) কোশল
B) মালব
C) বাৎস
D) মগধ

2) প্রচীন রাজ্য কোশলার রাজধানী কোথায় ছিল
A) শ্রাবস্তী
B) চম্পা
C) কৌশাম্বী
D) এগুলির কোনটি নয়

3) Names of sixteen Mahajanapadas were found in / ষোড়শ মহাজনপদ সম্বন্ধে কোথা থেকে জানা যায়
A) Mahabharat/ মহাভারত
B) Anguttara Nikaya/ আঙ্গুত্তর নিকয়া
C) Upnishad/ উপনিষদ
D) Sanhita Nikaya/ সংহিতা নিকয়া

4) The first capital of Magadha was / মগধের প্রথম রাজধানী কোনটি ?
A) Pataliputra/ পাটলিপুত্র
B) Vaishali/ বৈশালী
C) Girivraj(Rajgriha)/ গিরিভরাজ ( রাজগৃহ )
D) Champa/ চম্পা

5) গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান ?
A) মল্ল
B) চেদি
C) মগধ
D) অবন্তী

6) গোদাবরি নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল?
A) অবন্তী
B) বৎস
C) অশ্মক
D) কম্বোজ

7) উত্তর বিহারের প্রাচীন নাম ছিল
A) ভাজ্জি
B) বৎস
C) সুরসেন
D) অবন্তি

8) কোন মহাজনপদ শিশুনাগ রাজবংশ দ্বারা ধ্বংস হয়েছিল ?
A) চেদি
B) কাশী
C) অবন্তী
D) মগধ

9) Which were the strong among the Mahajanapadas? / মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি-
A) Magada/ মগধ
B) Pataliputra/ পাটলিপুত্র
C) Kashi/ কাশী
D) Vaishali/ বৈশালী

10) কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত?
A) বৎস
B) সুরসেন
C) কোশল
D) পাঞ্চাল

11) মহামসাগিকা বিদ্যালয়টি নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে উত্থিত হয়েছিল?
A) বোধা গয়া
B) রাজগৃহ
C) শ্রাবস্তি
D) বৈশালী

12) মৎস্য মহাজনপদের রাজধানী বিরাটনগর কোন অঞ্চলে অবস্থিত?
A) মালওয়া
B) পেশোয়ার
C) জয়পুর
D) বুন্দেলখণ্ড

13) নীচের মধ্যে কোনটি বৎস মহাজনপদের রাজধানী ছিল?
A) মথুরা
B) বৈরথ
C) কোশাম্বি
D) কাশী

14) একমাত্র কোন ষোড়শ মহাজনপদটি দক্ষিণ ভারতে ছিল ?
A) বৃজি
B) অস্মক
C) মৎস্য
D) চেদী

15) পারস্পরিক প্রতিদ্বন্ধীতায় শেষ পর্যন্ত কোন জনপদ শ্রেষ্ঠত্ব অর্জন করেন ?
A) অবন্তী
B) বৎস
C) কোশল
D) মগধ

16) জনপদীয় যুগে এলাহাবাদ কি নামে পরিচিত ছিল ?
A) মৎস
B) বৎস
C) মগধ
D) মল্ল

17) তক্ষশীলা কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল?
A) শ্রাবস্তী
B) চম্পা
C) গান্ধার
D) কোশল

18) উত্তরপথ ও দক্ষিণপথ এর সংযোগস্থলে কোন মহাজনপদ অবস্থিত ছিল ?
A) মগধ
B) শূরসেন
C) অবন্তী
D) কাশী

19) পূর্ব ভারতে কোন মহাজনপদটি অবস্থিত ছিল ?
A) কাশী
B) মগধ
C) সুরসেন
D) পূর্ব ভারতে কোন মহাজনপদ ছিল না

20) রাজা প্রসেনজিত কোথাকার রাজা ছিলেন?
A) কাশী
B) মৎস্য
C) কোশল
D) মগধ