ভারতের স্বাধীনতা সংগ্রাম (১৯১৯-১৯৪৭)

Show Important Question


1) Who among the following attended all the three Round Table Conferences? / নীচের কে তিনটি গোলটেবিল বৈঠকেই প্রতিনিধিত্ব করেন ?
A) Mahatma Gandhi/ মহাত্মা গান্ধী
B) Jawaharlal Nehru/ জওহরলাল নেহরু
C) B.R Ambedkar/ বি আর আম্বেদকর
D) Madan Mohan Malaviya/ মদনমোহন মালব্য

2) Who said about Mahatma Gandhi that he is a "half naked Fakir"? / মহাত্মা গান্ধি সম্বন্ধে কে বলেছিলেন যে তিনি একজন ‘ভারতের অর্ধনগ্ন ফকির' ?
A) Winston Churchill/ উইনস্টন চার্চিল
B) Lord Mountbatten/ লর্ড মাউন্ট ব্যাটেন
C) Lord Wavell/ লর্ড ওয়েভেল
D) Lord Lirrlithgow/ লর্ড লিথিংগো

3) খিলাফৎ আন্দোলন শুরু হয়েছিল যার অবমাননার প্রতিবাদে
A) তুর্কির খলিফা
B) আগা খান
C) মহম্মদ আলি জিন্না
D) আবুল কালাম আজাদ

4) মহাত্মা গান্ধির জ্যেষ্ঠ পুত্রের নাম কী ছিল?
A) রামলাল
B) হরিলাল
C) হরিদাস
D) মণিলাল

5) When did Royal Indian Navy Revolt in Bombay take place ? / বোম্বাইতে কোন্ বছর ভারতীয় রাজকীয় নৌ-বিদ্রোহ ঘটেছিল?
A) 1942/ ১৯৪২
B) 1944/ ১৯৪৪
C) 1945/ ১৯৪৫
D) 1946/ ১৯৪৬

6) Why were the Indians dissatisfied with the Simon Commission ? / সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন?
A) Because no Indian was taken as a member of the Commission./ এই কমিশনে কোন ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয়নি
B) Because Indians never wanted the review of the working of Act of 1919./ ভারতীয়রা 1919 খ্রিস্টাব্দের আইনের কার্যকারিতা সম্
C) Because it recommended that Dyarchy in the provinces should be abolished./ এই কমিশন প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থার সুপারিশ
D) None of the above/ উপরের কোনটিই নয়

7) আইন অমান্য আন্দোলন যে বছর শুরু হয়েছিল:
A) 1919
B) 1930
C) 1942
D) 1945

8) 1943 সালটি বিখ্যাত কারণ
A) গান্ধিজি দ্বারা ডাণ্ডি অভিযান সংগঠিত হয়েছিল
B) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল
C) আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল
D) ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়েছিল

9) ডান্ডি যাত্রা শুরু হয়েছিল:
A) ওয়ার্ধা
B) হরিদ্বার
C) পুণে
D) সবরমতী

10) গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন?
A) প্রথম
B) তৃতীয়
C) দ্বিতীয়
D) চতুর্থ

11) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয় ?
A) 1930
B) 1950
C) 1920
D) 1932

12) Gandhi- Irwin Pact was signed in / গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়
A) 1931/ ১৯৩১
B) 1932/ ১৯৩২
C) 1933/ ১৯৩৩
D) 1930/ ১৯৩০

13) 1932 সালে কে ‘সাম্প্রদায়িক পুরস্কার' (communal award)-এর ঘোষণা করেছিলেন?
A) র‍্যামসে ম্যাকডোনাল্ড
B) ক্লিমেন্ট অ্যাটলি
C) লর্ড আরউইন
D) স্ট্যাফোর্ড ক্রিপস

14) ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
A) অ্যাটলি
B) মার্গারেট থ্যাচার
C) লিভিংস্টোন
D) চার্চিল

15) ভারতে কে বা কারা খিলাফত আন্দোলনের সমর্থনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন?
A) মহাত্মা গান্ধী
B) এম. এ. জিন্নাহ
C) স্যার সৈয়দ আহমদ খান
D) আলি ভ্রাতৃদ্বয়

16) মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রা হচ্ছে যার উদাহরণ:
A) সরাসরি সংঘাত
B) বয়কট
C) আইন অমান্য
D) অসহযোগ

17) ভারত বিভাজনের বিকল্প হিসাবে, গান্ধীজি মাউন্টব্যাটেনকে কি পরামর্শ দিয়েছিলেন ?
A) স্বাধীনতা প্রদান স্থগিত করা
B) জিন্নাহকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছিল
C) নেহেরু ও জিন্নাহকে একসাথে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছিল
D) কিছু সময়ের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে

18) When did the Simon Commission come to India? / সাইমন কমিশন কবে ভারতবর্ষে এসেছিলেন?
A) 1920/ 1920
B) 1928/ 1928
C) 1935/ 1935
D) 1942/ 1942

19) The Naval Revolt of 1946 started in / 1946 সালের নৌ-বিদ্রোহ শুরু হয়েছিল কোথায় ?
A) Calcutta/ কলকাতা
B) Madras/ মাদ্রাজ
C) Bombay/ বোম্বাই
D) Calicut/ কালিকট

20) Which movement of Gandhiji joined with Khilafat movement ? / গান্ধীজীর কোন্ আন্দোলন খিলাফৎ আন্দোলনের সাথে যুক্ত হয় ?
A) Non-Co-operation/ অসহযোগ
B) Civil Disobedience/ আইন অমান্য
C) Quit India/ ভারত ছাড়
D) Against Indigo cultivation (1917)/ নীল চাষের বিরুদ্ধে (1917)