মগধের উত্থান
1)
হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
A)
বিম্বিসার
B)
নাগদাস
C)
শিশুনাগ
D)
বৃহদথ
2)
নিম্নের কে নিজে রাজা হবার জন্য বাবাকে হত্যা করেছিলেন
A)
অজাতশত্রু
B)
মহাপদ্মনন্দ
C)
শিশুনাগ
D)
কোনটিই নয়
উত্তর:-
অজাতশত্রু
বিবরণ:-অজাতশত্রু নিজে রাজা হবার জন্য তার বাবা বিম্বিসারকে হত্যা করেছিলেন। তারা হর্ষঙ্ক বংশের ছিলেন।
3)
পাটলীপুত্র নগরী কে স্থাপন করেন?
A)
নাগদশক
B)
উদয়ী বা উদয়ভদ্র
C)
কাকবর্ণ
D)
বিম্বিসার
উত্তর:-
উদয়ী বা উদয়ভদ্র
বিবরণ:-
4)
মগধের প্রথম রাজধানী কোনটি ছিল
A)
বৈশালী
B)
রাজগীর/রাজগৃহ
C)
গয়া
D)
পাটলীপুত্র
উত্তর:-
রাজগীর/রাজগৃহ
বিবরণ:-
5)
রাজা কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সংগীত কোথায় হয়েছিল
A)
রাজগীড়
B)
বৈশালী
C)
নালন্দা
D)
পাটলিপুত্র
6)
মগধের রাজধানীর নাম কি ?
A)
মহিস্মতি
B)
রাজগৃহ
C)
উজ্জ্বয়িনী
D)
কোনোটিই নয়
উত্তর:-
রাজগৃহ
বিবরণ:-মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ ( বর্তমান নাম রাজগীর) পরে রাজধানী পাটলিপুত্রতে স্থানান্তরিত হয়। রাজগৃহ শুরুতে গিরিরাজ নামে পরিচিত ছিল পরে অজাতশত্রুর শাসনকালে রাজগৃহ নামে পরিচিত হয়।
7)
খ্রিস্টপূর্ব ষোড়শ শতাব্দীতে মাগধ রাজ্যের প্রথম রাজা ছিলেন?
A)
বিম্বিসার
B)
প্রসেনজিৎ
C)
অজাতশত্রু
D)
শিশুনাগ
উত্তর:-
বিম্বিসার
বিবরণ:-
8)
‘সর্বক্ষত্রিয়ান্তক’, ‘উগ্রসেন’, ‘একরাট’ উপাধিগুলি কে ধারণ করেছিলেন ?
A)
শিশুনাগ
B)
ধননন্দ
C)
মহাপদ্মনন্দ
D)
সমুদ্রগুপ্ত
উত্তর:-
মহাপদ্মনন্দ
বিবরণ:-
9)
কে তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন ?
A)
উদয়িন
B)
অজাতশত্রু
C)
সিমুক
D)
কনিস্ক
উত্তর:-
অজাতশত্রু
বিবরণ:-
10)
নন্দ রাজবংশের শেষ রাজা কে
A)
মহাপদ্মনন্দ
B)
ধননন্দ
C)
ভূতপালা নন্দ
D)
কৈবর্ত্য নন্দ
11)
বিম্বিসারের ছেলের নাম কি যিনি পরে মগধ শাসন করেছিলেন
A)
অশোক
B)
অজতাশত্রু
C)
উদয়ন
D)
নাগদশক
উত্তর:-
অজতাশত্রু
বিবরণ:-
12)
মগধে কে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন?
A)
উদয়ীন
B)
অজাতশত্রু
C)
বিন্দুসার
D)
বিম্বিসার
উত্তর:-
বিম্বিসার
বিবরণ:-
13)
কার সময় মগধ উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পায়
A)
বিম্বিসার
B)
উদয়ন
C)
অজতাশত্রু
D)
নাগদশক
উত্তর:-
অজতাশত্রু
বিবরণ:-
14)
অজাতশত্রু নিম্নলিখিত কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
A)
বৌদ্ধধর্ম
B)
জৈনধর্ম
C)
A এবং B
D)
কোনোটিই নয়
15)
শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন?
A)
কালাশোক
B)
নন্দীবর্ধন
C)
শিশুনাগ
D)
দেবাভূতি
উত্তর:-
নন্দীবর্ধন
বিবরণ:-
16)
শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা কে
A)
কালাশোক
B)
শিশুনাগ
C)
বিম্বিসার
D)
উদয়ন
17) Who was the founder of the Nanda dynasty ?
/
নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
A) Bimbisara/
বিম্বিসার
B) Mahapadmananda/
মহাপদ্ম নন্দ
C) Dhananda/
ধননন্দ
D) Ajatasatru/
অজাতশত্রু
উত্তর:-Mahapadmananda
/
মহাপদ্ম নন্দ
বিবরণ:-
18)
মগধের রাজধানী রাজগৃহ থেকে স্থানান্তরিত হয়
A)
পাটলিপুত্র
B)
উজ্জয়িনী
C)
বারাণসী
D)
কানৌজ
উত্তর:-
পাটলিপুত্র
বিবরণ:-
19)
নীচের কোনটি মগধের অক্ষত্রিয় রাজবংশ?
A)
হর্ষঙ্ক বংশ
B)
শিশুনাগ বংশ
C)
মৌর্য বংশ
D)
নন্দ বংশ
20)
বিম্বিসার নিম্নলিখিত কোন রাজবংশের অন্তর্ভুক্ত?
A)
মৌর্য
B)
হর্ষঙ্ক
C)
নন্দ
D)
কুষাণ