সাধারণ জ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


1) নাগোয়া প্রোটোকল কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
A) জলবায়ুর পরিবর্তন
B) ওজোন হ্রাস
C) দুর্যোগজনিত বর্জ্য
D) জীববৈচিত্র্য

2) রাষ্ট্রীয় দূর সংবেদন কেন্দ্র অবস্থিত কোথায় ?
A) আমেদাবাদ
B) হায়দ্রাবাদ
C) জলপাইগুড়ি
D) জম্মু ও কাশ্মীর

3) ‘নিশীথ সূর্যের দেশ’কাকে বলে ?
A) নরওয়ের হ্যামারফেস্ট
B) জাপানের টোকিও
C) ভারতের মুম্বাই শহর
D) ভূটান

4) উত্তর-পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয় –
A) র্যা ডক্লিফ লাইন
B) ডুরান্ড লাইন
C) ম্যাকমোহন লাইন
D) সেগৃফ্রেড লাইন

5) ভারতের জাতীয় পক্ষী হল
A) ঈগল
B) কাক
C) ময়ূর
D) বক

6) মৌমাছি প্রতিপালনকে বলে
A) এপিকালচার
B) পিসিকালচার
C) সেরিকালচার
D) সিলভিকালচার

7) 15 আগস্ট ভারত ছাড়া আর কোন্ দেশ স্বাধীনতা দিবস পালন করে
A) দক্ষিণ কোরিয়া
B) চিন
C) জাপান
D) বাংলাদেশ

8) ভারতের কোন্ রাজ্যে অবস্থিত অমরনাথের তীর্থস্থান?
A) দার্জিলিং
B) জম্মু ও কাশ্মীর
C) পাঞ্জাব
D) উত্তরপ্রদেশ

9) ভারতের কোন্ শহরকে গোলাপিশহর বলা হয়?
A) যোধপুর
B) বিহার
C) পশ্চিমবঙ্গ
D) জয়পুর

10) কোন্ প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
A) জিরাফ
B) উট
C) গাধা
D) ঘোড়া

11) রিয়ালেন্স ইন্ড্রাস্ট্রিজ স্থাপন করেছিলেন
A) ধীরুভাই আম্বানি
B) মুকেশ আম্বানি
C) অনিল আম্বানি
D) রামনাথ গোয়েঙ্কা

12) চার্চ কোন্ ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট?
A) ইহুদি
B) বৌদ্ধধর্ম
C) মুসলিম
D) খ্রিস্টধর্ম

13) ভারতের জাতীয় পাখির নাম কী?
A) টুনটুনি
B) ময়ূর
C) টিয়া
D) কাক

14) কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত ?
A) নিউজিল্যান্ড
B) তুর্কি
C) স্পেন
D) বেলজিয়াম

15) ভারতের জাতীয় ফুলের নাম কী?
A) জবা
B) রজনিগন্ধা
C) গোলাপ
D) পদ্ম

16) পিসার হেলানো মিনার অবস্থিত
A) ফ্রান্স
B) ইংল্যান্ড
C) ইজিপ্ট
D) ইটালি

17) চাষি অশ্বথ গাছ কেন তুলে ফেলে দেয়?
A) অশ্বত্থ পাতা চাষের জমি নোংরা করে
B) অন্য সব গাছের মাটি নষ্ট করে দেয়
C) বীজ ভিন্ন হয়ে যায়
D) অশ্বত্থ গাছ থাকলে জমির ফলন কম হয়

18) সুপ্রীম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারক
A) কিরণ বেদি
B) বৃন্দা কারাট
C) ফতিমা বিবি
D) মোহিনী গিরি

19) চীনের দুঃখ কোন নদীকে বলা হয় ?
A) ইয়াং টে
B) হোয়াং হো
C) থ্রি জর্জেস
D) শিনাগো

20) চিত্রজগতের প্রথম কোন মহিলা নক্ষত্র রাজ্যসভায় মনোনীত/নির্বাচিত হয়েছিলেন?
A) নার্গিস দত্ত
B) বৈজয়ন্তীমালা
C) হেমামালিনী
D) জয়ললিতা