খেলাধুলা

Show Important Question


1) টেস্ট ক্রিকেটে ভারতে হয়ে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছেন ?
A) বি এস বেদি
B) কপিল দেব
C) শ্রীনাথ
D) অনিল কুম্বলে

2) Asian Games first took place / প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল:
A) Bangkok/ ব্যাঙ্কক
B) Tokyo/ টোকিও
C) Dhaka/ ঢাকা
D) New Delhi/ নয়াদিল্লি

3) Wankhede stadium is situated in? / ওয়াংখাড়ে স্টেডিয়াম অবস্থিত হচ্ছে:
A) Mumbai/ মুম্বাই
B) Nagpur/ নাগপুর
C) Pune/ পুণে
D) Bangalore/ ব্যাঙ্গালুরু

4) With which game is the ‘Agha Khan Cup’ associated? / কোন খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত?
A) Football/ ফুটবল
B) Cricket/ ক্রিকেট
C) Basketball/ বাস্কেট বল
D) Hockey/ হকি

5) ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা কি?
A) IFA শিল্ড
B) সন্তোষ ট্রফি
C) রোভার্স কাপ
D) ডুরাণ্ড কাপ

6) একটি পোলো টিমে কতজন হর্সমেন থাকে?
A) পাঁচ
B) ছয়
C) চার
D) এগারো

7) অলিম্পিক গেমস-এর লক্ষ্য কি?
A) দ্রুততর, উচ্চতর এবং আরও শক্তিশালী
B) চিরকাল উচ্চতর
C) খেলা আর খেলাধূলার
D) চিরকালে এগিয়ে যে

8) কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত--
A) জামশেদপুর
B) কটক
C) পাটনা
D) রাঁচি

9) ফুটবলে লাল কার্ড দেখানোর প্রথাটি কে চালু করেন ?
A) শেরিংটন হোমস
B) কেন অ্যাস্টন
C) অ্যালান গোমস
D) কেন রাদারফোর্ড

10) আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় খেলা কি?
A) হকি
B) কাবাডি
C) ফুটবল
D) হা-ডু-ডু

11) ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মণ্ড বলা হয় ?
A) মারাদোনা
B) পেলে
C) গুলিট
D) বেকেনবাওয়ার

12) বেসবল খেলা হয় যেখানে, তাকে বলে—
A) কোর্ট
B) রিং
C) পিচ
D) ডায়মন্ড

13) কোন ভারতীয় মহিলা অলিম্পিকে প্রথম পদক জিতেছিলেন ?
A) পি. টি. উষা
B) অঞ্জু ববি জর্জ
C) কর্ণম মালেশ্বরী
D) কুঞ্জুরানী দেবী

14) নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত--
A) মুম্বাই
B) কলকাতা
C) কানপুর
D) দিল্লি

15) টেস্ট ক্রিকেট একদিনে সাধারণত মোট কত ওভার খেলা হয় ?
A) 50 ওভার
B) 90 ওভার
C) 100 ওভার
D) 110 ওভার

16) তাসখেলার একটি প্যাকেটে মোট ক’টি তাস থাকে?
A) 52 টি
B) 56 টি
C) 49 টি
D) 45 টি

17) কোন খেলার বিজয়ীকে জয়লক্ষ্মী কাপ দেওয়া হয় ?
A) টেবলটেনিস
B) লন টেনিস
C) ভলিবল
D) বাস্কেটবল

18) ‘Ashes’ is the term associated with which of the following sports? / ‘অ্যাসেজ’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
A) Cricket/ ক্রিকেট
B) Football/ ফুটবল
C) Badminton/ ব্যাডমিন্টন
D) Boxing/ বক্সিং

19) বারবাটি স্টেডিয়াম কোন্ শহরে ?
A) কটক
B) কানপুর
C) জামশেদপুর
D) পাতিয়ালা

20) ‘ক্যানন’ কোন্ খেলার সাথে যুক্ত ?
A) টেনিস
B) কুস্তি
C) ইয়েটিং
D) বিলিয়ার্ড