রিজনিং থেকে আরও প্রশ্ন

Show Important Question


1) A is C’s son, C and Q are sisters. Z is Q’s mother. P is son of Z. How is P related to A ? / A হল C -এর ছেলে । C এবং Q দুই বোন্ । Z হল Q -এর মা । P হল Z -এর ছেলে । A এবং P -এর মধ্যে সম্পর্ক কী ?
A) Brother/ ভাই
B) Maternal uncle/ মামা
C) Uncle/ কাকা
D) Grandfather/ দাদু

2) Find the odd one out : / নীচের কোনটি অন্যদের থেকে আলাদা ?
A) Zoology/ Zoology
B) Physiology/ Physiology
C) Botany/ Botany
D) Philosophy/ Philosophy

3) The letters L, M, N, O, P, Q, R, S and T in their order are substituted by nine integers 1 to 9 but not in that order, 4 is assigned to P. The difference between P and T is 5. The difference between N and T is 3. What is the integer assigned to N ? / L, M, N, O, P, Q, R, S এবং T অক্ষরগুলি পরপর আছে । এই অক্ষরগুলির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হল । কিন্তু এইগুলি পরপর নয় । এক্ষেত্রে P হল 4 । P ও T -এর পার্থক্য হল 5 । N ও T -এর পার্থক্য হল 3 । তাহলে N -এর জন্য কোন সংখ্যাটি ধরা হয়েছে ?
A) 7/ 7
B) 5/ 5
C) 4/ 4
D) 6/ 6

4) D is taller than C and E. A is not as tall as E. C is taller than A. D is not as tall as B. Then, who is the 2nd tallest person ? / D, C ও E- এর চেয়ে লম্বা । A, E.-এর মত লম্বা নয় । C, A.-এর চেয়ে লম্বা । D, B.-এর মত লম্বা নয় । তাহলে, দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটি কে ?
A) B/ B
B) C/ C
C) D/ D
D) E/ E

5) In a particular month of some year, there are three Mondays which have even dates. On which day of the week does the 15th of that month fall ? / কোনো বছরের একটি নির্দিষ্ট মাসে তিনটি সোমবারের তারিখ জোড় সংখ্যা । ঐ মাসের 15 তারিখ কী বারে পড়বে ?
A) Monday/ সোমবার
B) Wednesday/ বুধবার
C) Friday/ শুক্রবার
D) Sunday/ রবিবার

6) In a knock-out tournament— i.e., a tournament in which the winner in any match moves to the next round and the loser gets eliminated—there are 22 participants. Then the total number of matches to be played is / একটি নক-আউট প্রতিযোগিতায় অর্থাৎ যে প্রতিযোগিতায় কেবলমাত্র বিজয়ী পরের রাউন্ডে চলে যাবে এবং পরাজিত প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে— 22 জন প্রতিযোগী আছে । তাহলে ঐ প্রতিযোগিতায় মোট কতগুলি ম্যাচ খেলা হবে ?
A) 20/ 20
B) 21/ 21
C) 22/ 22
D) Depends on the way the fixture is prepared/ খেলার নির্ঘণ্ট কীভাবে তৈরি হয়েছে তার উপর নির্ভর করবে

7) In a row ‘A’ is in the 11th position from the left and ‘B’ is in the 10th position from the right. If 'A’ and ‘B’ interchange, then ‘A’ becomes 18th from the left. How many persons are there in the row other than ‘A’ and 'B’? / একটি শ্রেনিতে (row) 'A' বামদিক থেকে 11 তম অবস্থানে এবং 'B' ডানদিক থেকে 10 তম অবস্থানে আছে । যদি 'A' ও 'B' নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তবে 'A' বামদিক থেকে 18 তম অবস্থানে চলে আসে । 'A' ও 'B' ছাড়া ঐ শ্রেণিতে (row) কভজন ব্যক্তি আছে ?
A) 27/ 27
B) 26/ 26
C) 25/ 25
D) 24/ 24

8) If you were running a race and you passed the person in 2nd place, what place would you be in now ? / যদি তুমি কোনো দৌড় প্রতিযোগিতায় 2য় স্থানের প্রতিযোগীকে অতিক্রম করে আসো, তবে এখন তুমি কোন স্থানে আছো ?
A) 1st/ প্রথম
B) 2nd/ দ্বিতীয়
C) 3rd/ তৃতীয়
D) Cannot be determined from the given information/ দেয়া তথ্য থেকে এটি জানা সম্ভব নয়

9) Going 50m to the south of her house, Radhika turns left and goes another 20m. Then turning to the north, she goes 30m and then starts walking to her house. In which direction is she walking now ? / রাধিকা তার বাড়ির দক্ষিনে 50m যাওয়ার পর বাঁদিকে ঘুরল এবং 20m গেল । তারপর উত্তর দিকে ঘুরে 30m গেল এবং তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করল । এখন সে কোন দিকে হাঁটছে ?
A) North/ উত্তর
B) South East/ দক্ষিণ-পূর্ব
C) North West/ উত্তর-পশ্চিম
D) West/ পশ্চিম

10) Six persons are seated around a hexagonal table. Anup is seated opposite Belal, who is between Chirag and Derek. Anup is between Ela and Farook. Ela is to the left of Derek. Which of the following pairs is facing each other ? / একটি ষড়ভুজাকৃতি টেবিলের সবদিকে ছয়জন লোক বসে আছে । অনুপ, বেলালের বিপরীতে এবং বেলাল, চিরাগ ও ডেরেকের মাঝে বসে আছে । অনুপ, ইলা ও ফারুকের মাঝে বসে আছে । আবার ইলা ডেরেকের বামদিকে বসে আছে । তাহলে, নীচের মধ্যে কোন জোড়াটি মুখোমুখি বসে আছে ?
A) Ela and Farook/ ইলা ও ফারুক
B) Derek and Ela/ ডেরেক ও ইলা
C) Chirag and Ela/ চিরাগ ও ইলা
D) Chirag and Derek/ চিরাগ ও ডেরেক

11) The distinct letters of the word EXTRAORDINARY are arranged in alphabetic order. Then the letter in the fifth position from left is / 'EXTRAORDINARY' শব্দটির অক্ষরগুলিকে alphabetic order -এ সাজালে বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষরটি হবে.?
A) N/ N
B) I/ O
C) O/ I
D) A/ A

12) What number should come next in the sequence 6, 11, 21, 36, 56, — ? / 6, 11, 21, 36, 56, — এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে ?
A) 78/ 78
B) 81/ 81
C) 82/ 82
D) 86/ 86

13) What comes next in the sequence 1, 3, 7, 15, 31, 63, — ? / 1, 3, 7, 15, 31, 63, — এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে ?
A) 127/ 127
B) 125/ 125
C) 121/ 121
D) 129/ 129

14) What number should come next in the sequence 6, 18, 72, 360, 2160, — ? / 6, 18, 72, 360, 2160, — এই ক্রমে ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে ?
A) 12120/ 12120
B) 13120/ 13120
C) 14120/ 14120
D) 15120/ 15120

15) Find the odd one out : / নীচের কোনটি অন্যদের থেকে আলাদা ?
A) 27/ 27
B) 64/ 64
C) 81/ 81
D) 125/ 125

16) Select the lettered pair that has some relationship as the original pair of words printed in the bold:
Poverty : Prosperity / অক্ষরবিশিষ্ট জোড়া নির্বাচন করো যার সঙ্গে মোটা হরফে লেখা মৌলিক জোড়াটির কিছু সম্পর্ক আছে ।
Poverty : Prosperity

A) Love : Sorrow/ Love : Sorrow
B) Train : Cart/ Train : Cart
C) Rain : Flood/ Rain : Flood
D) Intelligence : Stupidity/ Intelligence : Stupidity

17) ln a certain code, BREAKTHROUGH is written as EAOUHRBRGHKT. How is DISTRIBUTION written in that code ? / একটি নির্দিষ্ট সংকেত পদ্ধতিতে BREAKTHROUGH কে লেখা হয় EAOUHRBRGHKT, সেই সংকেত পদ্ধতি মেনে DISTRIBUTION -কে কী লেখা হবে ?
A) TISTBUONDIRI/ TISTBUONDIRI
B) STTIBUONRIDI/ STTIBUONRIDI
C) STTIBUDIONRI/ STTIBUDIONRI
D) RISTTIBUDION/ RISTTIBUDION

18) A camera always has / একটি camera -র সর্বদা থাকে
A) Lens/ Lens
B) Reels/ Reels
C) Flash/ Flash
D) Stand/ Stand

19) A river always has / একটি নদীর সর্বদা থাকে
A) Delta/ Delta
B) Tributaries/ Tributaries
C) Boats/ Boats
D) Banks/ Banks

20) What should come in the place of question mark in the following series ?
3, 8, 6, 14, ?, 20 / নীচের সংখ্যা শ্রেণিটির লুপ্ত সংখ্যাটি কত ?
3, 8, 6, 14, ?, 20

A) 12/ 12
B) 20/ 20
C) 42/ 42
D) 9/ 9