ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, উৎস ও প্রধান বৈশিস্ট্য

Show Important Question


1) প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হল
A) সার্বভেীম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত
B) সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র
C) সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক
D) সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক গণতন্ত্র

2) Directive Principles of State Policy have been borrowed by the Indian Constitution from the constitution of which country? / ভারতীয় সংবিধানের নির্দেশমুলক নীতিগুলি কোন দেশের সংবিধানের থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে ?
A) America/ আমেরিকা
B) Ireland/ আয়ারল্যান্ড
C) Australia/ অস্ট্রেলিয়া
D) England/ ইংল্যান্ড

3) কত সালে ভারতীয় সংবিধানে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি যুক্ত হয়েছে?
A) ১৯৭৫ সালে
B) ১৯৭৬ সালে
C) ১৯৮০ সালে
D) ১৯৮২ সালে

4) 1950 সালের 26 জানুয়ারি ভারত হয়েছিলো
A) স্বাধীন
B) গনতান্ত্রিক
C) প্রজাতন্ত্র
D) নির্জোট

5) নিম্নোক্ত কোন্‌টি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়?
A) যুক্তরাষ্ট্রীয় সরকার
B) বিচার বিভাগের স্বাধীনতা
C) পার্লামেন্টীয় সরকার
D) রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা

6) ভারতীয় সংবিধানকে ভারতকে এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। এর অর্থ কি
A) রাষ্ট্রের কোন সরকারী ধর্ম নেই
B) রাষ্ট্র সমস্ত ধর্মের বিরুদ্ধে
C) রাষ্ট্র সংখ্যালঘুদের আর্থিক সহায়তা করে সংখাগরিষ্ঠ
D) উপরোক্ত কোনটিই নয়

7) ভারতের সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে?
A) রাষ্ট্রপতি
B) সুপ্রিম কোর্ট
C) লোকসভার অধ্যক্ষ
D) রাজ্যসভার চেয়ারম্যান

8) The Preamble of the Indian Constitution has been amended / ভারতীয় সংবিধানের ‘প্রস্তাবনা’ কতবার সংশোধন করা হয়েছে?
A) Once/ ১ বার
B) Twice/ ২ বার
C) Thrice/ ৩ বার
D) Never/ সংশোধন করা হয়নি

9) কোন দেশের অনুসরণে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়____
A) জাপান
B) মার্কিন যুক্তরাষ্ট্র
C) গ্রেট ব্রিটেন
D) রাশিয়া

10) Constitution of India came into effect from ? / ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়?
A) 26 November, 1949/ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর
B) 26 January, 1950/ ১৯৫০ সালের ২৬ জানুয়ারী
C) 15 August, 1947/ ১৯৪৭ সালের ১৫ আগস্ট
D) 26 November, 1948/ ১৯৪৮ সালের ২৬ নভেম্বর

11) পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান হল __________
A) মার্কিন যুক্তরাষ্টের সংবিধান
B) ইংল্যান্ডের সংবিধান
C) রাশিয়ার সংবিধান
D) ভারতের সংবিধান

12) ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে?
A) গ্রেট ব্রিটেন
B) আমেরিকা যুক্তরাষ্ট্র
C) কানাডা
D) অস্ট্রেলিয়া

13) ভারতীয় সংবিধানের ‘যুক্তরাষ্ট্রীয়’ ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
A) রাশিয়া
B) চীন
C) কানাডা
D) গ্রেট ব্রিটেন

14) ভারতের সংবিধানে উল্লিখিত “এক নাগরিকত্ব” কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
A) মার্কিন যুক্তরাষ্ট্র
B) সোভিয়েত ইউনিয়ন
C) ইংল্যান্ড
D) জার্মানি

15) ভারতের সংবিধান___
A) পৃথিবীর বৃহত্তম সংবিধান
B) পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান
C) পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান
D) পৃথিবীর দ্বিতীয় বৃহতম লিখিত সংবিধান

16) সংবিধান সংশোধনের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
A) মার্কিন যুক্তরাষ্ট্র
B) গ্রেট ব্রিটেন
C) অস্ট্রলিয়া
D) দক্ষিন আফ্রিকা

17) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গ্রহণ হয়েছে
A) কানাডার সংবিধান থেকে
B) ইতালির সংবিধান থেকে
C) ফরাসি সংবিধানা থেকে
D) মার্কিন সংবিধান থেকে

18) সর্বপ্রথম সংবিধান রচনা করা দেশটি হল___
A) ভারত
B) ইংল্যান্ড
C) আমেরিকা যুক্তরাষ্ট্র
D) শ্রীলংকা

19) ভারতীয় সংবিধান হল___
A) যুক্তরাষ্ট্রীয়
B) যুক্তরাষ্ট্রীয় প্রতিম
C) এককেন্দ্রিক
D) রাষ্ট্রপত শাসিত

20) নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে অলিখিত সংবিধান রয়েছে___
A) মার্কিন যুক্তরাষ্ট্র
B) ব্রিটেন
C) পাকিস্তান
D) ভারত