ভারতের সংবিধানের ধারা, তপশিল ও অংশ

Show Important Question


1) সংবিধানের কোন অনুচ্ছেদের ভারতীয়নাগরিকদের চাকুরিক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে?
A) অনুচ্ছেদ 14
B) অনুচ্ছেদ 19
C) অনুচ্ছেদ 15
D) অনুচ্ছেদ 16

2) ভারতীয় সংবিধানের কোন ধারাকে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করা হয়েছে?
A) 245 ধারা
B) 280 ধারা
C) 356 ধারা
D) 370 ধারা

3) Which Article of the Indian Constitution abolishes 'Untouchabliy'? / অস্পৃশ্যতা বর্জনের কথা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে ?
A) Article 17/ ১৭ নং
B) Article 19/ ১৯ নং
C) Article 21/ ২১ নং
D) Article 16/ ১৬ নং

4) সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সংবিধানের ধারাটি
A) ধারা 14
B) 19 ধারা
C) ধারা 29
D) ধারা 32

5) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে traffic in human beings and begar এর উপর প্রতিবন্ধ লাগানো রয়েছে ?
A) ধারা 21
B) ধারা 23
C) ধারা 24
D) ধারা 25

6) ভারতীয় সংবিধানের 24-তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয়
A) 14 বছরের কম
B) 12 বছরের কম
C) 7 বছরের কম
D) 15 বছরের কম

7) সংবিধানের কোন ধারা অনুসারে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় ?
A) 352 ধারা
B) 356 ধারা
C) 360 ধারা
D) 370 ধারা

8) ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদগুলি হল:
A) মৌলিক অধিকার
B) প্রস্তাবনা
C) রাষ্ট্র পরিচালনার নির্দেশমুলক নীতি
D) মৌলিক দায়িত্ব

9) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ মৌলিক অধিকারকে বলবৎ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারের নিশ্চয়তা দেয় ?
A) অনুচ্ছেদ 12
B) অনুচ্ছেদ 30
C) অনুচ্ছেদ 32
D) অনুচ্ছেদ 34

10) Which Article of Indian Constitution is related to Equality before law ? / আইনের চোখে সকলেই সমান রয়েছে ভারতীয় সংবিধানের ধারায়:
A) Article 13/ ধারা 14
B) Article 14/ ধারা 15
C) Article 15/ ধারা 16
D) Article 16/ ধারা 12

11) ভারতীয় সংবিধানের ধারা 356 যার সঙ্গে সম্বন্ধিত:
A) জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা
B) জরুরি অবস্থা জারি
C) কেন্দ্র-রাজ্য সম্পর্ক
D) ফাইনান্স কমিশনের গঠন

12) জরুরি অবস্থা জারি থাকাকালীন সময়ে ভারত সরকার সমস্ত সরকারী কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধা কমিয়ে দিতে পারেন তা হল –
A) ধারা ৩৫২
B) ধারা ৩৬০
C) ধারা ৩৬৪
D) কোনোটিই নয়

13) সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে পরবর্তীকালে কতগুলি তফশিলকে যুক্ত করা হয়?
A) চারটি
B) পাঁচটি
C) দশটি
D) বারোটি

14) ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ গঠনের কথা বলা হয়েছে--
A) 35 নম্বর অনুচ্ছেদ
B) 40 নম্বর অনুচ্ছেদ
C) 44 নম্বর অনুচ্ছেদ
D) 42 নম্বর অনুচ্ছেদ

15) সংবিধানে জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা হয়েছে কত নং ধারায়—
A) ৩৭৬
B) ৩৭০
C) ৩৫৯
D) ৩৫৬

16) “নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন’–এটি একটি
A) রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি
B) শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা
C) মৌলিক অধিকার
D) উপরের কোনটিই নয়

17) ভারতের সংবিধানে বর্তমানে মোট কয়টি ধারা ও কয়টি তফশিল আছে?
A) ৩৯৫ টি ধারা ও ৮ টি তফশিল
B) ৪৪৮ টি ধারা ও ৮ টি তফশিল
C) ৪৪৪ টি ধারা ও ৮ টি তফশিল
D) ৪৬৫ টি ধারা ও ১২ টি তফশিল

18) ভোটদানের অধিকার সংবিধানের কত নম্বর ধারায় উল্লিখিত আছে?
A) ৩২২ নং ধারায়
B) ৩২৬ নং ধারায়
C) ৩২৮ নং ধারায়
D) ৩৩৩ নং ধারায়

19) অস্পৃশ্যতা বিলোপেরকথা বলা হয়েছে কত নং ধারায়?
A) ১৫ নং ধারায়
B) ১৬ নং ধারায়
C) ১৭ নং ধারায়
D) ১৮ নং ধারায়

20) প্রথম সংবিধান সংশোধনীতে কোন তফশিলটি যুক্ত করা হয়?
A) প্রথম তফশিল
B) সপ্তম তফশিল
C) অষ্টম তফশিল
D) নবম তফশিল