গ্রহরূপে পৃথিবী
1)
কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ঐ স্থানের কৌণিক দূরত্ব
A)
দক্ষিণ মেরুর সাপেক্ষে
B)
উত্তর মেরুর সাপেক্ষে
C)
নিরক্ষরেখার সাপেক্ষে
D)
পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে
উত্তর:-
নিরক্ষরেখার সাপেক্ষে
বিবরণ:-
2)
দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?
A)
70°
B)
80°
C)
90°
D)
0°
3)
মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে অতিক্রম করেছে ?
A)
প্যারিস
B)
লন্ডন
C)
নিউইয়র্ক
D)
কোনোটিই নয়
4)
কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ( indian standard time) নির্দেশ করেছে ?
A)
৬৮°৭’ পূর্ব দ্রাঘিমা
B)
৮০° পূর্ব দ্রাঘিমা
C)
৯৭° ২৫’ পূর্ব দ্রাঘিমা
D)
৮২.৫° পূর্ব দ্রাঘিমা
উত্তর:-
৮২.৫° পূর্ব দ্রাঘিমা
বিবরণ:-
5)
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে—
A)
২৯ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
B)
২৪ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
C)
৩৬৬ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
D)
৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
উত্তর:-
৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট
বিবরণ:-
6)
দ্রাঘিমা রেখাগুলো ---
A)
গোলাকৃতির
B)
ডিম্বাকৃতির
C)
অর্ধবৃত্তাকৃতির
D)
চৌকা
উত্তর:-
অর্ধবৃত্তাকৃতির
বিবরণ:-নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমারেখাকে মধ্যরেখাও বলে। ১ ডিগ্রি দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত। এ জন্য এ দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়েছে।
7)
সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
A)
প্রায় 15 কোটি কিলোমিটার
B)
3 লক্ষ 85 হাজার কিলোমিটার
C)
প্রায় 51 কোটি কিলোমিটার
D)
1 কোটি 28 লক্ষ কিলোমিটার
উত্তর:-
প্রায় 15 কোটি কিলোমিটার
বিবরণ:-
8)
প্রতি 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় ?
A)
1 মিনিট
B)
1 সেকেণ্ড
C)
4 মিনিট
D)
4 সেকেণ্ড
9)
দ্রাঘিমারেখার আরেকটি নাম কি?
A)
দেশান্তররেখা
B)
অক্ষরেখা
C)
সমাক্ষরেখা
D)
মহাবৃত্ত
উত্তর:-
দেশান্তররেখা
বিবরণ:-
10)
ভারতীয় সময় গ্রীনিচ সময় থেকে কত সময় বেশী?
A)
সাড়ে তিন ঘণ্টা
B)
সাড়ে চার ঘণ্টা
C)
সাড়ে পাঁচ ঘণ্টা
D)
সাড়ে ছ ঘণ্টা
উত্তর:-
সাড়ে পাঁচ ঘণ্টা
বিবরণ:-
11)
ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় (i.s.t) হিসাবে ধরা হয় ?
A)
গোয়া
B)
কলকাতা
C)
এলাহাবাদ
D)
নতুন দিল্লী
12)
পৃথিবীর কয়টি গতি আছে
A)
একটি
B)
দুটি
C)
তিনটি
D)
পাঁচটি
13)
অক্ষাংশের সর্বোচ্চ মান কত ?
A)
180°
B)
360°
C)
90°
D)
65 1/2°
14)
পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি থাকে
A)
নিরক্ষীয় অঞ্চলে
B)
সুমেরু অঞ্চলে
C)
ক্রান্তীয় অঞ্চলে
D)
কুমেরু অঞ্চলে
উত্তর:-
নিরক্ষীয় অঞ্চলে
বিবরণ:-
15)
পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম কি
A)
আবর্তন গতি
B)
অধিবর্ষ গতি
C)
আহ্নিক গতি
D)
বার্ষিক গতি
উত্তর:-
বার্ষিক গতি
বিবরণ:-
16)
পৃথিবীর কক্ষপথের আকৃতি
A)
বৃত্তাকার
B)
গোলাকার
C)
উপবৃত্তাকার
D)
ডিম্বাকার
উত্তর:-
উপবৃত্তাকার
বিবরণ:-
17)
পৃথিবীর প্রকৃত আকৃতি ---
A)
গোলাকার
B)
ডিম্বাকার
C)
চ্যাপ্টাকার
D)
অভিগত গোলাকার
উত্তর:-
অভিগত গোলাকার
বিবরণ:-
18)
পৃথিবীর আবর্তন গতির অপর নাম কি
A)
অধিবর্ষ
B)
বার্ষিক গতি
C)
পরিক্রমন গতি
D)
আহ্নিক গতি
উত্তর:-
আহ্নিক গতি
বিবরণ:-
19)
পৃথিবী যে নির্দ্দিষ্ট পথে পরিক্রমণ করে তাকে বলা হয়
A)
কক্ষপথ
B)
ছায়াপথ
C)
কক্ষতল
D)
ছায়াবৃত্ত
20)
আহ্নিক গতির ফলে সংঘটিত হয়
A)
মহাবিষুব
B)
জলবিষুব
C)
দিন-রাত্রি
D)
ঋতু পরিবর্তন
উত্তর:-
দিন-রাত্রি
বিবরণ:-