পশ্চিমবঙ্গের ভূগোল

Show Important Question


1) পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টির মূল কারণ—
A) বঙ্গোপসগরীয় মৌসুমি বায়ু
B) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
C) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
D) আরব সাগরীয় মৌসুমি বায়ু

2) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল
A) টাইগার হিল
B) টংলু
C) সান্দাকফু
D) কাঞ্চনজঙ্ঘা

3) গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কোথায় সব থেকে বেশী গরম পড়ে?
A) বাঁকুড়া
B) বীরভূম
C) পুরুলিয়া
D) বর্ধমান

4) পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন্ শৈলশিরা?
A) সিংভূম
B) জয়ন্তিয়া
C) কারাকোরাম
D) সিংগালীলা

5) জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
A) তিস্তা
B) তোর্সা
C) মহানন্দা
D) রায়ডাক

6) জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
A) উত্তর দিনাজপুর
B) কোলকাতা
C) মালদহ
D) দক্ষিণ দিনাজপুর

7) পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত?
A) মৎস্য শিল্প
B) রেল জংশন
C) জেলা সদর
D) স্বাস্থ্যকর স্থান

8) নদিয়া জেলার সদর কোনটি?
A) কৃষ্ণনগর
B) কল্যাণী
C) রানাঘাট
D) শান্তিপুর

9) মুর্শিদাবাদ-এর জেলা সদর কোনটি ?
A) বহরমপুর
B) ভগবানগোলা
C) লালগোলা
D) খাগরা

10) পশ্চিমবঙ্গের কোন্ স্থান ‘রাঙা মাটির দেশ’ নামে খ্যাত?
A) গঙ্গার ব-দ্বীপ অঞ্চল
B) তরাই অঞ্চল
C) রাঢ় অঞ্চল
D) মালভূমি অঞ্চল

11) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি?
A) বাঁকুড়া
B) মেদিনীপুর
C) দঃ ২৪ পরগনা
D) বর্ধমান

12) পূর্ব মেদিনীপুর-এর জেলা সদর কোনটি?
A) খড়গপুর
B) তমলুক
C) কাঁথি
D) ঘাটাল

13) সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় মাতলা নদীর তীরের শহর ............... কে?
A) সজনেখালি
B) ক্যানিং
C) খেজুরি
D) ডায়মণ্ডহারবার

14) বালুরঘাট কোন্ জেলার জেলা সদর?
A) উত্তর দিনাজপুর
B) দক্ষিণ দিনাজপুর
C) মালদা
D) কোচবিহার

15) পশ্চিমবঙ্গের কোন্ শহরকে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
A) জলপাইগুড়ি
B) কোচবিহার
C) শিলিগুড়ি
D) আলিপুরদুয়ার

16) পশ্চিমবঙ্গের চারদিকে কটি প্রতিবেশী রাজ্য বর্তমান?
A) 3 টি
B) 4 টি
C) 5 টি
D) 7 টি

17) পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ কোন জেলাকে বলা হয় ?
A) উঃ চব্বিশ পরগনা
B) নদিয়া
C) বর্ধমান
D) হাওড়া

18) কোন বিদেশী রাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নেই?
A) চীন
B) ভূটান
C) নেপাল
D) বাংলাদেশ

19) পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল
A) মালদা
B) জলপাইগুড়ি
C) দার্জিলিং
D) কোচবিহার

20) সবচেয়ে শুষ্ক অঞ্চলে হিসাবে পশ্চিমবঙ্গের কোন জেলাকে গণ্য করা হয়
A) বাঁকুড়া
B) পুরুলিয়া
C) দক্ষিণ ২৪ পরগনা
D) উত্তর দিনাজপুর