পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, ভূমিরূপ ও আবহবিকার

Show Important Question


1) কোন্ প্রকারের পর্বতে জীবাশ্ম পাওয়া যায়?
A) আগ্নেয় পর্বত
B) স্তূপ পর্বত
C) ভঙ্গিল পর্বত
D) অবশিষ্ট পর্বত

2) হিমালয় কোন্ প্রকারের পর্বত? -
A) ক্ষয়িষ্ণু পর্বত
B) আগ্নেয় পর্বত
C) স্তূপ পর্বত
D) ভঙ্গিল পর্বত

3) কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রভাব সাধারণত বেশী?
A) উষ্ণ মরু অঞ্চল
B) শীতল শুষ্ক অঞ্চল
C) উষ্ণ আর্দ্র অঞ্চল
D) শীতল আর্দ্র অঞ্চল

4) ভাঁজ পড়ে যে সমস্ত পর্বত সৃষ্টি হয় তাদের কি পর্বত বলে?
A) স্তুপ পর্বত
B) ক্ষয়জাত পর্বত
C) ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত
D) সঞ্চয়জাত পর্বত

5) জাপানের ফুজিয়ামা কোন পর্বতের উদাহরণ?
A) ক্ষয়জাত পর্বত
B) সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত
C) স্তুপ পর্বত
D) কোনটিই নয়

6) উচ্চে অবস্থিত অন্তত ৩০০ মিটার বা প্রায় ১,০০০ ফুট উঁচু চারপাশের খাড়া ঢালযুক্ত অসমতল ভূমিভাগকে বলা হয়—
A) পাহাড়
B) পর্বত
C) সমভূমি
D) মালভূমি

7) কোন্ প্রকারের পর্বতে জীবাশ্ম পাওয়া যায়?
A) আগ্নেয় পর্বত
B) স্তুপ পর্বত
C) ভঙ্গিল পর্বত
D) অবশিষ্ট পর্বত

8) হিমালয় পর্বতমালা উদাহরণ হচ্ছে
A) ভলকানিক মাউন্টেন
B) রেসিডুয়্যাল মাউন্টেন
C) ব্লক মাউন্টেন
D) ফোল্ড মাউন্টেন

9) ভূপৃষ্ঠের শিলারাশি বিচুর্ণ হয়--
A) চাপে
B) বিচূর্ণীভবন প্রক্রিয়ায়
C) তাপে
D) উপরের কোনোটিই নয়

10) কোন গতিতে নদীর ক্ষয় সর্বাধিক –
A) উচ্চগতি
B) মধ্যগতি
C) নিম্নগতি
D) কোনোটিই নয়

11) বায়ুর কাজ সবচেয়ে বেশি দেখা যায় –
A) মরুভূমি
B) মরুপ্রায়
C) উপকূল
D) তুন্দ্রা

12) পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?
A) হিমালয়
B) আরাবল্লী
C) আন্দিজ
D) রকি

13) নীচের শিলাগুলির মধ্যে কোন্ শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে?
A) গ্রানাইট
B) বেলেপাথর
C) ব্যাসল্ট
D) মার্বেল পাথর

14) নীচের কোনটি পাললিক শিলা নয় ?
A) ডলোরাইট
B) ডলোমাইট
C) কয়লা
D) কংগ্লোমারেট

15) বায়ুপ্রবাহের দ্বারা সুক্ষ্ম বালিকণা বহুদুর বাহিত ও সঞ্চিত হয়ে যে ভুমিরূপ গঠন করে তাকে বলে—
A) ড্রামলিন
B) সিফ
C) লোয়েস
D) বাখান

16) কোন্ প্রবাহে নদীর জলের বেগ সর্বাধিক হয় —
A) উচ্চপ্রবাহ
B) মধ্যপ্রবাহ
C) নিম্নপ্রবাহ
D) বদ্বীপ প্রবাহ

17) কোন ভূমিরূপটি নদীর উচ্চগতিতে সৃষ্টি হয় ?
A) স্বাভাবিক বাঁধ
B) পলল ব্যজনী
C) মন্থকুপ
D) বদ্বীপ

18) বদ্বীপ প্রবাহে নদীর প্রধান কাজ হল —
A) ক্ষয়
B) বহন
C) ক্ষয় ও বহন
D) সঞ্চয়

19) গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন্ পাথরে পরিণত হয়?
A) নিস (Gneiss)
B) স্লেট
C) শ্বেতপাথর (Marble
D) কোয়ার্টজাইট

20) আবহবিকারের ফলে ভূমিরূপের পরিবর্তন হয়—
A) ধীরগতিতে
B) দ্রুত গতিতে
C) A ও B উভয়
D) কোনটিই ঠিক নয়