বারিমন্ডল
1)
জোয়ার ভাটা সবচেয়ে বেশি হয়
A)
যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে আসে
B)
যখন পৃথিবী চাঁদের সবচেয়ে কাছে আসে
C)
বসন্তকালে
D)
যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই রেখায় অবস্থান করে
উত্তর:-
যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই রেখায় অবস্থান করে
বিবরণ:-
2)
লোকটাক হ্রদ ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ?
A)
অসম
B)
অরুণাচল প্রদেশ
C)
হিমাচল প্রদেশ
D)
মণিপুর
3)
সমুদ্রের জলের একস্থান থেকে অন্য স্থানে প্রবাহকে বলে
A)
জোয়ার
B)
সমুদ্র তরঙ্গ
C)
সমুদ্র স্রোত
D)
ঢেউ
উত্তর:-
সমুদ্র স্রোত
বিবরণ:-
4)
সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারন
A)
সমুদ্র জলের লবণতা
B)
অধঃক্ষেপণ
C)
পৃথিবীর আবর্তন গতি
D)
নিয়ত বায়ু প্রবাহ
উত্তর:-
নিয়ত বায়ু প্রবাহ
বিবরণ:-
5)
সমুদ্রের জল বেশি উষ্ণ হলে কি ধরনের স্রোত তৈরি করে?
A)
বহিঃস্রোত
B)
অন্তঃস্রোত
C)
নিম্নগামী স্রোত
D)
নিমজ্জিত স্রোত
উত্তর:-
বহিঃস্রোত
বিবরণ:-
6)
কোন অঞ্চলে উষ্ণ স্রোত দেখা যায়?
A)
নিরক্ষীয় অঞ্চলে
B)
উত্তর মেরু অঞ্চলে
C)
দক্ষিণ মেরু অঞ্চলে
D)
কোনোটিই নয়
উত্তর:-
নিরক্ষীয় অঞ্চলে
বিবরণ:-
7)
সমুদ্র স্রোতের কারণ হলো- i. নিয়ত বায়ু প্রবাহ ii. আহ্নিক গতির প্রবাহ iii. সমুদ্রের পানির তাপের তারতম্য নিচের কোনটি সঠিক?
A)
i ও ii
B)
i ও iii
C)
ii ও iii
D)
i, ii ও iii
উত্তর:-
i, ii ও iii
বিবরণ:-
8)
শীতল ক্যালিফোর্নিয়া স্রোত দেখা যায়
A)
ভারত মহাসাগরে
B)
আটলান্টিক মহাসাগরে
C)
সুমেরু মহাসাগরে
D)
প্রশান্ত মহাসাগরে
উত্তর:-
প্রশান্ত মহাসাগরে
বিবরণ:-
9)
বেরিং স্রোত প্রবাহিত হয়
A)
ভারত মহাসাগরে
B)
প্রশান্ত মহাসাগরে
C)
আটলান্টিক মহাসাগরে
D)
কুমেরু মহাসাগরে
উত্তর:-
প্রশান্ত মহাসাগরে
বিবরণ:-
10)
ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে কোন স্রোত থেকে
A)
উত্তর নিরক্ষীয় স্রোত
B)
উপসাগরীয় স্রোত
C)
ক্যানারি স্রোত
D)
দক্ষিণ নিরক্ষীয় স্রোত
উত্তর:-
দক্ষিণ নিরক্ষীয় স্রোত
বিবরণ:-
11)
শীতল ল্যাব্রাডর স্রোতের রং
A)
লাল
B)
নীল
C)
সবুজ
D)
কাল
12)
মহীসোপানের সমুদ্রের জলের সর্বোচ্চ গভীরতা কত মিটার?
A)
১০০
B)
১৫০
C)
৩০০
D)
৪০০
13)
অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীকে কী বলা হয়?
A)
ফাইটোপ্লাঙ্কন
B)
প্রাণীপ্লাঙ্কটন
C)
প্লাঙ্কটন
D)
উৎপাদক
উত্তর:-
প্লাঙ্কটন
বিবরণ:-
14)
দৈনিক কতবার জোয়ার ভাটা সংঘটিত হয়?
A)
এক
B)
দুই
C)
তিন
D)
চার
15)
কোন স্রোতটি আটলান্টিক মহাসাগরে দেখা যায়
A)
ওয়াশিয়োও
B)
কুরোশিও
C)
ক্যালিফোর্নিয়া
D)
ক্যানারি
16)
সমুদ্র জল রাশির নিয়মিত ভাবে ফুলে উঠাকে বলে
A)
জোয়ার
B)
ভাটা
C)
সমুদ্র স্রোত
D)
সমুদ্র তরঙ্গ
17)
উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থলে দেখা যায়
A)
প্রবল উষ্ণতা
B)
ঝলমলে আবহাওয়া
C)
ঝড়-বৃষ্টি
D)
প্রবল শৈত
উত্তর:-
ঝড়-বৃষ্টি
বিবরণ:-
18)
জোয়ার হয় প্রধানত কি কারণে?
A)
সূর্যের আকর্ষণে
B)
চাঁদের আকর্ষণে
C)
নক্ষত্রের আকর্ষণে
D)
মঙ্গল গ্রহের আকর্ষণে
উত্তর:-
চাঁদের আকর্ষণে
বিবরণ:-
19)
মাছের অতি প্রিয় খাদ্য কোনটি?
A)
বিয়োজক
B)
ছোট ছোট উদ্ভিদ
C)
ছোট ছোট প্রাণী
D)
প্লাঙ্কটন
উত্তর:-
প্লাঙ্কটন
বিবরণ:-
20)
অগভীর মগ্নচড়াতে কি পাওয়া যায়?
A)
প্লাঙ্কটন
B)
ফাইটোপ্লাঙ্কটন
C)
প্রাণীপ্লাঙ্কটন
D)
বিয়োজক
উত্তর:-
প্লাঙ্কটন
বিবরণ:-