বায়ুমন্ডল

Show Important Question


1) বায়ুমন্ডলের সবচেয়ে নিম্নস্তরের নাম হল
A) ট্রপোস্ফিয়ার (Troposphere)
B) স্ট্রাটোস্ফিয়ার (Stratosphere)
C) আয়নোস্ফিয়ার (lonosphere)
D) ওজোনোস্ফিয়ার (Ozono-sphere)

2) বায়ুমন্ডলে কোন্ গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?
A) অক্সিজেন
B) হাইড্রোজেন
C) নাইট্রোজেন
D) কার্বন-ডাইঅক্সাইড

3) বায়ুমন্ডলের প্রধান উপাদান কয়টি?
A) ২টি
B) ৩টি
C) ৪টি
D) ৫টি

4) বায়ুমন্ডলে নাইট্রোজেন শতকরা কত ভাগ?
A) ৭৮ ভাগ
B) ৭৭ ভাগ
C) ৭৬ ভাগ
D) ২১ ভাগ

5) ‘ভৌগোলিক আয়ন’ শব্দের অর্থ কি?
A) ঋতু
B) পথ
C) দুয়ার
D) শৈবাল

6) সাহারা মরুভূমির গরম, শুষ্ক, ধুলিপূর্ণ স্থানীয় বায়ুপ্রবাহটি হল:
A) সিরোক্কো
B) মিস্ট্রাল
C) চিনুক
D) হারমাটান

7) বায়ুমন্ডলে অক্সিজেনের আনুমানিক পরিমাণ হল:
A) 29%
B) 78%
C) 21%
D) 0.03%

8) যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
A) বায়ুপ্রবাহ
B) বায়ুচাপ
C) বায়ুমন্ডল
D) বায়ু

9) বায়ুমন্ডলের কার্বন ডাই অক্সাইড এর পরিমান কত ?
A) ০.৩৩%
B) ০.০৩৩%
C) ১.০৩৩%
D) ০.০৯৩৭%

10) বায়ুমন্ডলের স্তর কয়টি ?
A) ৩টি
B) ৪টি
C) ৫টি
D) ৬টি

11) বায়ুর কোন্ মণ্ডলকে ‘ক্ষুব্ধমণ্ডল’ও বলা হয় ?
A) হেটারোস্ফিয়ার
B) ট্রপোস্ফিয়ার
C) স্ট্যাটোস্ফিয়ার
D) মেসোস্ফিয়ার

12) কী কারণে বায়ুমন্ডল ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে?
A) পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি
B) সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি
C) সৌরজগতের মাধ্যাকর্ষণ শক্তি
D) জ্যোতিষ্কের মাধ্যাকর্ষণ শক্তি

13) ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিমি পর্যন্ত বায়ুমন্ডল বিস্তৃত?
A) ১০০০ কিমি.
B) ১০০০০ কিমি.
C) ১০০০০০ কিমি.
D) ২০০০০ কিমি.

14) সমগ্র বায়ুমন্ডলের ওজনের প্রায় কত ভাগ ট্রপোস্ফিয়ার স্তর বহন করে?
A) ৭৩ ভাগ
B) ৭৪ ভাগ
C) ৭৫ ভাগ
D) ৭৬ ভাগ

15) বায়ুমন্ডলের কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিমি. এর মধ্যে সীমাবদ্ধ?
A) ৯৪ ভাগ
B) ৯৫ ভাগ
C) ৯৬ ভাগ
D) ৯৭ ভাগ

16) বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে কোন উপাদানটির পরিমাণ দ্বিতীয়?
A) অক্সিজেন
B) নাইট্রোজেন
C) আরগন
D) জলীয় বাষ্প

17) বায়ুমণ্ডলের কোন্ স্তরের মধ্যে মেঘ, ঝড়ঝঞ্জা ইত্যাদি সৃষ্টি হয়?
A) ট্রপোস্ফিয়ার
B) মেসোস্ফিয়ার
C) স্ট্রাটোস্ফিয়ার
D) হোমোস্ফিয়ার

18) ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
A) ৮-৯ কিলোমিটার
B) ১২-১৪ কিলোমিটার
C) ১৬-১৮ কিলোমিটার
D) ১০-১২ কিলোমিটার

19) ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
A) ৮-৯ কিলোমিটার
B) ১২-১৪ কিলোমিটার
C) ১৬-১৮ কিলোমিটার
D) ১০-১২ কিলোমিটার

20) ট্রপোস্ফিয়ার স্তরে সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়?
A) ৮˚ সে.
B) ১০˚ সে.
C) ৭˚ সে.
D) ৬.৪˚ সে.