ভারতের জলবায়ু, মৃত্তিকা, অরণ্য, কৃষিকাজ ও সেচ ব্যবস্থা

Show Important Question


1) শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কী ধরনের বনভুমিতে:
A) সরলবর্গীয়
B) ভূমধ্যসাগরীয়
C) চিরহরিৎ
D) ম্যানগ্রোভ

2) বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে:
A) ভূমিক্ষয়
B) দূষণ
C) বন্যা
D) উপরোক্ত সবকটি

3) সুন্দরবন হল:
A) ম্যানগ্রোভ অরণ্য
B) পর্ণমোচী অরণ্য
C) চিরহরিৎ অরণ্য
D) ঝোপঝাড় অরণ্য

4) মৌসুমি বায়ু কীরূপ প্রকৃতির হয় ?
A) কালবৈশাখী ঝড়
B) বর্ষাঋতুর বাতাস
C) সুনামির আকার
D) ঝিরঝিরে বৃষ্টি

5) 'Sal' is a type of / শাল এক ধরনের
A) Coniferous tree/ সরলবর্গীয় বৃক্ষ
B) Deciduous tree/ পর্ণমোচী গাছ
C) Evergreen tree/ চিরহরিৎ গাছ
D) Mangrove/ ম্যানগ্রোভ

6) গম উৎপাদনে বিশ্বের অগ্রণী দেশ হল :
A) আমেরিকা
B) ভারত
C) চিন
D) রাশিয়া

7) নীচের শস্যগুলির মধ্যে কোনটি রবিশস্য নয় ?
A) চাল
B) সরিষা
C) গম
D) ছোলা

8) মৃত্তিকায় নিবারণ করা যায় কীভাবে?
A) বৃক্ষরোপণ করে
B) ধাপ কাটা টিলে তৈরি করে
C) বাঁধ তৈরি করে
D) ওপরের সবকটিই

9) কোন রাজ্যে সবচেয়ে বেশি কার্পাস উৎপন্ন হয় ?
A) কেরালা
B) কৰ্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) মহারাষ্ট্র

10) নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের উপযোগী?
A) লোহিত মৃত্তিকা
B) রেগুর
C) পলল মৃত্তিকা
D) ল্যাটেরাইট

11) শতাংশের হিসেবে ভারতের অধিবাসীদের মধ্যে কৃষিকার্যে নিয়োজিত মানুষের সংখ্যা আনুমানিক:
A) 90%
B) 30%
C) 40%
D) 65% থেকে 70%

12) ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে চা উৎপাদন হয়:
A) আসাম
B) পশ্চিমবঙ্গ
C) তামিলনাড়ু
D) কেরালা

13) ঝুম হল
A) একটি লোকনৃত্য
B) একটি নদীর নাম
C) একটি উপজাতি
D) একটি চাষের পদ্ধতি

14) ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল—
A) কূপ ও নলকূপ
B) খাল
C) জলাশয়
D) সাগর ও মহাসাগর

15) পাট চাষের বৃষ্টিপাতের প্রয়োজনীয় পরিমাণ হল—
A) প্রচুর
B) বেশি
C) মাঝারি
D) কম

16) ভারতের কৃষির অন্যতম বৈশিষ্ট্য হল
A) বনোৎপাটন
B) ঝুম চাষ
C) বৃষ্টিপাতের উপর নির্ভরতা
D) পশুচারণ

17) ভারতের রবি ফসল হল
A) ধান
B) আলু
C) তুলা
D) পাট

18) গ্রীষ্মকালে ভারতের বিহার ও উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যে ঘূর্ণবাত প্রবাহিত হয় তাকে বলে—
A) কালবৈশাখী
B) আম্রবৃষ্টি
C) লু
D) আঁধি

19) ভারতে কোন ফসল চাষের জন্য সব থেকে বেশি পরিমাণ কৃষিজমি ব্যবহার করা হয়ে থাকে?
A) ধান
B) গম
C) আখ
D) জোয়ার

20) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশী পরিমাণে বৃষ্টিপাত হয়?
A) ত্রিপুরা
B) অরুণাচল প্রদেশ
C) আসাম
D) কোনোটিই নয়