ভারতের নদ-নদী
1)
নর্মদা নদী নিম্নলিখিত কোন্ প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়?
A)
লেগুন
B)
গিরিখাত
C)
চ্যুতি
D)
মিয়েন্ডার
2)
যে নদীর উপর হীরাকুঁদ বাঁধ অবস্থিত, সেটি হল:
A)
মহানদী
B)
কোসি
C)
নর্মদা
D)
সুবর্ণরেখা
3)
শিবসমুদ্রম জলপ্রপাত কোন্ নদীতে দেখা যায়?
A)
কৃষ্ণা
B)
গোদাবরী
C)
কাবেরি
D)
নর্মদা
4)
কোন নদী সাংপো ও দিহং নামে পরিচিত ?
A)
সিন্ধু
B)
ব্ৰক্ষ্মপুত্র
C)
গঙ্গা
D)
যমুনা
উত্তর:-
ব্ৰক্ষ্মপুত্র
বিবরণ:-
5)
বরাকর কোন নদীর প্রধান শাখা ?
A)
মহানদী
B)
গঙ্গা
C)
দামোদর
D)
অজয়
6)
তিস্তা নদীর পশ্চিমদিকের অংশ কি নামে পরিচিত?
A)
তরাই
B)
ডুয়ার্স
C)
ডেকান
D)
পারগোল
7)
কোন নদকে বাংলার দুঃখ বলা হয় ?
A)
দামোদর
B)
ভৈরবী
C)
ফারাক্কা
D)
সুবর্ণরেখা
8)
পাঞ্চেৎ ও মাইথন বাঁধ কোন নদনদীর উপর নির্মিত?
A)
মাতলা
B)
বিদং
C)
দামোদর
D)
রূপনারায়ণ
9)
জলঢাকা নদীর উৎস হল
A)
বিদাং হ্রদ
B)
চমলহারী গিরিশৃঙ্গ
C)
জেমু হিমবাহ
D)
জেলাপ লা
উত্তর:-
বিদাং হ্রদ
বিবরণ:-
10)
কোন নদীতে ‘কানাডা ড্যাম’ অবস্থিত?
A)
দামোদর
B)
বৈতরণী
C)
কাসাই
D)
ময়ূরাক্ষী
উত্তর:-
ময়ূরাক্ষী
বিবরণ:-
11)
ভাগীরথী নদীর পূর্বাংশ কি নামে পরিচিত?
A)
বাগড়ী
B)
হুগলি
C)
মাতলা
D)
হলদি
12)
তিস্তা নদীটি কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে?
A)
লেবং
B)
জেমু
C)
পারগোল
D)
মানসী
13)
রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ?
A)
দ্বারকেশ্বর এবং শিলাই
B)
দ্বারকেশ্বর ও কাঁসাই
C)
দ্বারকেশ্বর ও মাতলা
D)
মাতলা এবং শিলাই
উত্তর:-
দ্বারকেশ্বর এবং শিলাই
বিবরণ:-
14)
ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
A)
গোদাবরী
B)
কৃষ্ণা
C)
সিন্ধু
D)
গঙ্গা
15)
এর মধ্যে বরফ গলা জলে পুষ্ট কোন নদীটি ?
A)
গঙ্গা
B)
মহানদী
C)
তাপ্তি
D)
গোদাবরী
16)
দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত?
A)
হলদি
B)
রূপনারায়ণ
C)
জলঙ্গী
D)
কোনোটিই নয়
উত্তর:-
রূপনারায়ণ
বিবরণ:-
17)
কৃষ্ণা নদীর উৎসস্থল --- এর কাছে অবস্থিত
A)
গোমুখ
B)
নাসিক
C)
মহাবালেশ্বর
D)
মইসোর
উত্তর:-
মহাবালেশ্বর
বিবরণ:-
18)
নিচে দেওয়া কোন নদীটির দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
A)
গঙ্গা
B)
সিন্ধু
C)
গোদাবরী
D)
ব্রক্ষ্মপুত্র
উত্তর:-
ব্রক্ষ্মপুত্র
বিবরণ:-
19)
নিন্মলিখিত নদীগুলির মধ্যে কোনটি অন্তপ্রবাহিনী ?
A)
সবরমতী
B)
লুনি
C)
নর্মদা
D)
তাপ্তি
20)
নাগার্জুন সাগর বাঁধ কোন্ নদীতে দেখা যায়?
A)
গোদাবরী
B)
মহানদী
C)
কৃষ্ণা
D)
কাবেরি