ভারতের শক্তি সম্পদ, খনিজ সম্পদ ও শিল্প

Show Important Question


1) লিগনাইট এক ধরনের :
A) লোহা
B) তামা
C) কয়লা
D) চুনাপাথর

2) ভারতের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা কোনটি:
A) ভিলাই
B) জামসেদপুর
C) দুর্গাপুর
D) রাউরকেল্লা

3) ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়:
A) ছোটনাগপুর মালভূমি
B) মালব মালভূমি
C) রেওয়া মালভূমি
D) কোনটিই নয়

4) ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
A) অন্ধ্রপ্রদেশের গুন্টরে
B) ত্রিপুরার অরুন্ধতীতে
C) পশ্চিমবঙ্গের রিষড়ায়
D) অসমের শিলঘাটে

5) ভারতবর্ষের যে রাজ্যে কয়লা উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি:
A) ছত্তিশগড়
B) ওড়িশা
C) মধ্য প্রদেশ
D) ঝাড়খন্ড

6) দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখনি কোনটি?
A) তালচের
B) বোকারো
C) রানিগঞ্জ
D) বিসরামপুর

7) ভারতের রাঢ় অঞ্চল কোন্ শহরের নাম?
A) দুর্গাপুর
B) আসানসোল
C) হলদিয়া
D) বরাকর

8) লিগনাইট প্রচুর পরিমাণে পাওয়া যায়
A) উড়িষ্যা
B) অন্ধ্র প্রদেশ
C) তামিলনাড়ু
D) কৰ্ণাটক

9) রেলওয়ে কোচ ফ্যাক্টরি যেখানে অবস্থিত
A) বারাণসী
B) কাপুরথালা
C) চিত্তরঞ্জন
D) পেরাম্বুর

10) ভারতীয় রেলওয়ের ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ডিজেল লোকোমোটিভওয়ার্কস কোথায় অবস্থিত?
A) কলকাতা
B) আসানসোল
C) বিহার
D) বারাণসী

11) তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য নিম্নলিখিত কোন স্থানটি প্রসিদ্ধ ?
A) হীরাকুঁদ
B) মণিপাল
C) পোলাভরম
D) তালচের

12) পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে
A) সার কারখানা
B) লৌহ ও ইস্পাত শিল্প
C) লোকোমোটিভ কারখানা
D) সিমেন্ট কারখানা

13) কোন্ লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রূঢ় বলা হয় ?
A) ভিলাই
B) দুর্গাপুর
C) রাউরকেল্লা
D) জামশেদপুর

14) নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশী (m.w.)?
A) শবরীগিরি (কেরালা)
B) কয়াল (মহারাষ্ট্র)
C) ভাকরা-নাঙ্গাল (পাঞ্জাব)
D) কুন্ডা (তামিলনাড়ু)

15) কোন্ দ্রব্যের আমদানির জন্য ভারত সরকার সব থেকে বেশি অর্থ ব্যয় করে?
A) লৌহ ও ইস্পাত
B) খাদ্যশস্য
C) অপরিশোধিত তেল
D) সার

16) কোন্ প্রকার কয়লায় সব থেকে বেশি কার্বন থাকে?
A) পিট
B) অ্যানথ্রেসাইট
C) বিটুমিনাস
D) লিগনাইট

17) হলদিয়া একটি
A) পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র
B) গভীর সমুদ্রের মৎস্যচাষ কেন্দ্র
C) লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র
D) কারিগরী শিল্পকেন্দ্র

18) তারাপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিম্নের কোন রাজ্যে অবস্থিত?
A) রাজস্থান
B) মহারাষ্ট্র
C) কর্ণাটক
D) মধ্যপ্রদেশ

19) উত্তর প্রদেশে অবস্থিত পরমাণু শক্তিকেন্দ্রটি হল:
A) আগ্রা
B) নারোরা
C) নয়ডা
D) মথুরা

20) কোন দেশে ভারত সবচেয়ে বেশী আকরিক লৌহ রপ্তানী করে ?
A) জার্মানিতে
B) জাপানে
C) হাঙ্গেরীতে
D) ইতালিতে