ভূগোল থেকে আরো প্রশ্ন
1)
ভূকম্পনের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়:
A)
ল্যাক্টোমিটার
B)
সিসমোগ্রাফ
C)
ফ্রেসকোগ্রাফ
D)
হাইড্রোমিটার
উত্তর:-
সিসমোগ্রাফ
বিবরণ:-
2)
কোন্ দেশকে মধ্যরাতের সূর্যের দেশ ("Land of the Midnight Sun") বলা হয়?
A)
জাপান
B)
ফিনল্যান্ড
C)
নরওয়ে
D)
সুইডেন
3)
ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত?
A)
হিমালয়
B)
ভারত মহাসাগর
C)
আন্টার্কটিকা
D)
আরব সাগর
উত্তর:-
আন্টার্কটিকা
বিবরণ:-
4)
সিঙ্কোনা চাষ প্রধানতঃ কোথায় হয়?
A)
মংপু ও মুংসং
B)
দার্জিলিং
C)
কালিম্পং
D)
বক্সার
উত্তর:-
মংপু ও মুংসং
বিবরণ:-
5)
সুন্দরবনের কোথায় পাখিরালয় আছে?
A)
ভগৎপুর
B)
নেতিধোপানী
C)
মনসাদেউল
D)
সজনেখালি
6)
মাতলা নদীর তীরে কোন শহর তৈরী হয়েছে?
A)
হলদিয়া
B)
তমলুক
C)
ক্যানিং
D)
রায়চক
7)
‘মৌনালোয়া' নামের আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত?
A)
ফিজি
B)
হাওয়াই
C)
তাহিতি
D)
সামোয়া
8)
'Swatch of no ground' হল
A)
এক দ্বীপ
B)
এক মহাসাগরীয় খাদ
C)
এক আগ্নেয়গিরি
D)
এক ঝুলন্ত উপত্যকা
উত্তর:-
এক ঝুলন্ত উপত্যকা
বিবরণ:-
9)
ফেডচেঙ্কো, বিয়াফো ও হিসপার নামগুলি হিমালয়ের _______ এর সাথে জড়িত
A)
হিমবাহ
B)
হ্রদ
C)
শৈলাবাস
D)
বৃক্ষ
10)
আগ্নেয়গিরির ছিদ্রপথের যে বহির্মুখ দিয়ে অগ্ন্যুৎপাত হয় তাকে কি বলে?
A)
লাভা
B)
জ্বালামুখ
C)
ম্যাগমা গহুর
D)
কোনটিই নয়
উত্তর:-
জ্বালামুখ
বিবরণ:-
11)
যে যন্ত্রে ভূকম্পের প্রাবল্য মাপ হয়, তা হলো
A)
ডায়নামোমিটার
B)
সিসমোগ্রাফ
C)
ফাথোমিটার
D)
ম্যাগনেটোমিটার
উত্তর:-
সিসমোগ্রাফ
বিবরণ:-
12)
মানসরোবর অবস্থিত হচ্ছে:
A)
চিন
B)
ভারত
C)
নেপাল
D)
ভুটান
13)
গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে
A)
সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পায়
B)
শস্যের ধারা পরিবর্তিত হয়
C)
উপকূলরেখার পরিবর্তিন হয়
D)
এগুলির সবগুলিই
উত্তর:-
এগুলির সবগুলিই
বিবরণ:-
14)
মাউন্ট এভারেষ্ট অবস্থিত
A)
ভারত
B)
তিব্বত
C)
নেপাল
D)
ভুটান
15)
লাদাক অঞ্চলে কোন্ হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়?
A)
শ্রীনগর
B)
টিস্কি
C)
মানালি
D)
লে
16)
ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোন্টি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?
A)
হিমালয় পর্বত
B)
সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
C)
শিবালিক পর্বত
D)
আরাবল্লী পর্বত
উত্তর:-
আরাবল্লী পর্বত
বিবরণ:-
17)
সূর্য গ্রহণ ঘটে—
A)
যখন পৃথিবী এবং সূর্যের মধ্য দিয়ে চাঁদ অতিক্রান্ত হয়
B)
প্রত্যেক ৫ বছরে একবার
C)
যখন চাঁদের আকৃতি পূর্ণ হয়
D)
যখন সূর্য ও চন্দ্রের মাঝখানে পৃথিবী চলে আসে
উত্তর:-
যখন পৃথিবী এবং সূর্যের মধ্য দিয়ে চাঁদ অতিক্রান্ত হয়
বিবরণ:-
18)
নিম্নোক্ত কোন্ শহরটি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির রাজধানী
A)
দাদরা
B)
নগর হাভেলি
C)
কাডারাট্টি
D)
সিলভাসা
19)
কোন রাজ্যে করবেট জাতীয় পার্কটি অবস্থিত?
A)
গুজরাট
B)
উত্তরপ্রদেশ
C)
উত্তরাখন্ড
D)
মধ্যপ্রদেশ
উত্তর:-
উত্তরাখন্ড
বিবরণ:-
20)
হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বতমালার উদাহরণ?
A)
ভঙ্গিল পর্বত
B)
স্তুপ পর্বত
C)
আগ্নেয় পর্বত
D)
কোনোটিই নয়
উত্তর:-
ভঙ্গিল পর্বত
বিবরণ:-