গ্যাসের ধর্ম
1)
PV = RT সূত্রে আয়তন V-এর পরিমাণ
A)
যে-কোনো পরিমাণ গ্যাস
B)
1 গ্রাম গ্যাস
C)
1 গ্রাম অণু গ্যাস
D)
1 লিটার গ্যাস
উত্তর:-
1 গ্রাম অণু গ্যাস
বিবরণ:-
2)
গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ
A)
গ্যাসের ঘনত্বের ওপর নির্ভর করে না
B)
গ্যাসের ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক
C)
গ্যাসের ঘনত্বের বর্গের সঙ্গে সমানুপাতিক
D)
গ্যাসের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক
উত্তর:-
গ্যাসের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক
বিবরণ:-
3)
একটি আবদ্ধ পাত্রে কোন আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও দ্বিগুণ করা হলে ঐ গ্যাসের চাপ
A)
অপরিবর্তিত থাকবে
B)
দ্বিগুণ হবে
C)
এক-চতুর্থাংশ হবে
D)
চারগুণ হবে
উত্তর:-
অপরিবর্তিত থাকবে
বিবরণ:-
4)
স্থির আয়তন এর নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও উষ্ণতার সম্পর্কিত সূত্রটি কে আবিষ্কার করেন?
A)
বয়েলের সূত্র
B)
চার্লসের সূত্র
C)
অ্যাভোগাড্রো সূত্র
D)
রেনোর চাপের সূত্র
উত্তর:-
রেনোর চাপের সূত্র
বিবরণ:-
5)
গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়-সূত্রটি কার?
A)
চার্লস
B)
বয়েল
C)
ডালটন
D)
অ্যাভোগাড্রো
6)
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন কে?
A)
চার্লস
B)
বয়েল
C)
রেনো
D)
কোনটাই নয়
7)
পরম শূন্য উন্নতায় সকল গ্যাসের আয়তন
A)
শূন্য হয়
B)
এই থাকে
C)
বৃদ্ধি পায়
D)
হ্রাস পায়
8)
একটি গ্যাসের বাষ্পঘনত্ব ৪ হলে আনবিক গুরুত্ব কত?
A)
10
B)
16
C)
24
D)
20
9)
স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা ও আয়তন সম্পর্কিত সূত্রটির প্রবক্তা কে?
A)
অ্যাভোগাড্রো
B)
চার্লস
C)
বয়েল
D)
ডালটন