পদার্থের অবস্থার পরিবর্তন

Show Important Question


1) হাতে স্পিটির ঢাললে ঠাণ্ডা লাগে কারণ, ইহা
A) লীনতাপ হ্রাস করে
B) তাপীয় বিকিরণ কমায়
C) বায়ু চলাচল বৃদ্ধি করে
D) বাম্পায়নের হার বৃদ্ধি করে

2) দুইখণ্ড বরফকে একত্রে চাপ দিলে জোড়া লাগে, কারণ
A) চাপ বাড়লে গলনাঙ্ক বৃদ্ধি পায়
B) চাপ বাড়লে গলনাঙ্ক হ্রাস পায়
C) চাপ কমলে গলনাঙ্ক হ্রাস পায়
D) কোনোটিই নয়

3) প্রেসার-কুকার যন্ত্রে রান্না দ্রুত হয়, কারণ অভ্যন্তরীণ বাষ্পচাপ
A) স্ফুটনাঙ্ককে হ্রাস করে তোলে
B) স্ফুটনাঙ্ককে বৃদ্ধি করে তোলে
C) লীনতাপ সরবরাহ করে
D) কোনোটিই নয়

4) পাহাড়ে রান্না করা অসুবিধাজনক, এর কারণ কী?
A) ওখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে
B) তাপমাত্রা কমের জন্য অধিক তাপ প্রয়োজন
C) বায়ুর চাপ হ্রাসে জলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়
D) জল খুব ঠাণ্ডা থাকে

5) অবস্থার পরিবর্তন কোন্ পদার্থের ক্ষেত্রে হয় না?
A) কাঠ
B) কাগজ
C) কয়লা
D) সবগুলি

6) শিশিরাঙ্ক নির্ভর করে
A) বায়ুর ঘনত্বের উপর
B) বায়ুর তাপমাত্রার উপর
C) প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের উপর
D) ঘরের আয়তনের উপর

7) জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড
A) 99
B) 100
C) 105
D) 110

8) বরফ গলার সময় :
A) দ্রব্যগুণ কমে যায়
B) দ্রব্যগুণ বেড়ে যায়
C) আয়তনে বেড়ে যায়
D) আয়তনে কমে যায়

9) কত উয়তায় জলের ঘনত্ব সর্বাধিক হয়?
A) 25°C
B) 0°C
C) 4°C
D) 50°C

10) যখন বরফ গলে জলে পরিণত হয়, তখন তার –
A) আয়তন বৃদ্ধি পায়
B) ভর বৃদ্ধি পায়
C) আয়তন হ্রাস পায়
D) ভর হ্রাস পায়

11) প্রেসার কুকারের ভেতরে কোনটি থাকার জন্য তাড়াতাড়ি রান্না হয়?
A) চাপ
B) তাপ
C) গতি
D) কোনোটিই নয়

12) রান্না প্রেসার কুকারে তাড়াতাড়ি হয় কারণ:
A) বর্ধিত চাপ স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে
B) বাস্প নষ্ট হয় না
C) বাষ্প দ্রুত খাবার রান্না করে
D) কম উষ্ণতায় জল তাড়াতাড়ি ফোটে

13) জলের বাষ্পীভবনের লীন তাপ কত--
A) 80 ক্যালোরি/গ্রাম
B) 537 ক্যালোরি/গ্রাম
C) 586 ক্যালোরি/গ্রাম
D) 437 ক্যালোরি/ গ্রাম

14) বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক
A) বাড়বে
B) কমবে
C) একই থাকবে
D) উপরের কোনোটিই নয়

15) নিচের কোন পদার্থটির গলনাংক ও হিমাংক নেই ?
A) লোহা
B) মোম
C) অ্যান্টিমনি
D) বিসমাথ