পরিমাপ পদ্ধতি

Show Important Question


1) একটি স্কেলার রাশির উদাহরণ:
A) বেগ
B) বল
C) ভরবেগ
D) শক্তি

2) আলোকবর্ষ নীচের কোন রাশির একক:
A) দূরত্ব
B) আলোর তীব্রতা
C) সময়
D) শক্তি

3) পরিমাপ করা যায় এরকম যে কোন প্রাকৃতিক বিষয়কে বলে—
A) ভৌত রাশি
B) প্রাকৃতিক রাশি
C) (a) অথবা (b)
D) কোনোটিই নয়

4) প্রাকৃতিক রাশি কয় প্রকার ?
A) 1
B) 2
C) 3
D) 4

5) যে সব রাশির মান ও দিক বা অভিমুখ দুই-ই আছে তাদের বলে—
A) স্কেলার রাশি
B) ভেক্টর রাশি
C) (a) ও (b) উভয়েই
D) কোনোটিই নয়

6) যে সব রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাদের বলে—
A) স্কেলার রাশি
B) ভেক্টর রাশি
C) (a) ও (b) উভয়েই
D) কোনোটিই নয়

7) কোন রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে বলে—
A) ঐ রাশির একক
B) ঐ রাশির আয়তন
C) ঐ রাশির ভর
D) কোনোটিই নয়

8) মৌলিক রাশি হল—
A) দৈর্ঘ্য
B) ভর
C) সময়
D) সবগুলি

9) আয়তন হল একটি
A) ভেক্টর রাশি
B) স্কেলার রাশি
C) (a) ও (b) উভয়েই
D) কোনোটিই নয়

10) নীচের কোনটি স্কেলার রাশি?
A) ঘনত্ব
B) কার্য
C) (a) ও (b)
D) ত্বরণ

11) নীচের কোটি স্কেলার রাশি নয়?
A) শক্তি
B) উষ্ণতা
C) ঘনত্ব
D) ওজন

12) ‘প্রমাণ মিটার’-এর ধাতুদণ্ড তৈরি
A) প্লাটিনাম ধাতু দিয়ে
B) ইরিডিয়াম ধাতু দিয়ে
C) প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতু সংকর
D) অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে

13) নীচের কোটি ভেক্টর রাশি?
A) শক্তি
B) কার্য
C) ঘনত্ব
D) ত্বরণ

14) যে সব ভৌত রাশির একককে তিনটি মৌলিক রাশির এককে প্রকাশ করা যায় না—
A) উষ্ণতা
B) তড়িৎপ্রবাহ
C) দীপন প্রাবল্য
D) সবগুলি

15) দৈর্ঘ্য, ভর ও সময়ের একক হল
A) লব্ধ একক
B) মূল একক
C) উভয়েই
D) কোনোটিই নয়

16) ক্ষেত্রফলের একক হল
A) মূল একক
B) লব্ধ একক
C) উভয়েই
D) কোনোটিই নয়

17) C.G.S. পদ্ধতি হল
A) সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড পদ্ধতি
B) সেলসিয়াস, গ্রাম, সেকেন্ড পদ্ধতি
C) মিটার, কেজি, মিনিট পদ্ধতি
D) কোনোটিই নয়

18) নীচের কোটি ভেক্টর রাশি?
A) শক্তি
B) উষ্ণতা
C) বল
D) কার্য

19) মৌলিক রাশির একককে বলে
A) মূল বা প্রাথমিক একক
B) লন্ধ একক
C) উভয়েই
D) কোনোটিই নয়

20) নীচের কোনটি লব্ধ একক?
A) তড়িৎপ্রবাহ
B) আয়তনের একক
C) সময়
D) দীপন প্রাবল্য