পদার্থের পারমানবিক গঠন
1)
কোন মৌলের পারমাণবিক ক্রমাংক 17 এবং ভর সংখ্যা 36 হলে তার নিউট্রন সংখ্যা কত?
A)
17
B)
19
C)
36
D)
53
2)
ডয়টরিয়াম কার আইসোটোপ?
A)
অক্সিজেন
B)
নাইট্রোজেন
C)
হাইড্রোজেন
D)
কার্বন ডাই অক্সাইড
উত্তর:-
হাইড্রোজেন
বিবরণ:-
3)
প্রোটন আবিস্কার করেছিলেন -
A)
স্যাডউইক
B)
থমসন
C)
গোল্ডস্ট্যাইন
D)
বোর
উত্তর:-
গোল্ডস্ট্যাইন
বিবরণ:-
4)
ক্লোরিনের ক’টি আইসোটোপ পাওয়া যায় ?
A)
1
B)
2
C)
3
D)
4
5)
পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত?
A)
প্রোটন ও ইলেকট্রন
B)
প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন
C)
প্রোটন ও নিউট্রন
D)
শুধুমাত্র প্রোটন
উত্তর:-
প্রোটন ও নিউট্রন
বিবরণ:-
6)
একই পারমাণবিক সংখ্যা যুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু গুলিকে বলা হয়
A)
আইসোটোন
B)
আইসোটোপ
C)
আইসোমার
D)
আইসোবার
7)
হাইড্রোজেনের একটি আইসোটোপ হলো নিম্নের কোনটি ?
A)
লিথিয়াম
B)
হিলিয়াম
C)
ডয়টেরিয়াম
D)
বেরিলিয়াম
উত্তর:-
ডয়টেরিয়াম
বিবরণ:-
8)
হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে?
A)
প্রোটন ও নিউট্রন
B)
প্রোটন
C)
প্রোটন ও ইলেকট্রন
D)
নিউট্রন ও পজিট্রন
9)
কোন কণার সবচেয়ে হালকা অংশটি হলো--
A)
প্রোটন
B)
নিউট্রন
C)
ইলেক্ট্রন
D)
কোনোটিই নয়
উত্তর:-
ইলেক্ট্রন
বিবরণ:-
10)
যে মৌলিক কণা গুলি দিয়ে কোন পরমাণু তৈরি তাদের নাম কি?
A)
প্রোটন ইলেকট্রন ও মেসন
B)
প্রোটন ইলেকট্রন ও ফোটন
C)
প্রোটন ইলেকট্রন ও নিউট্রন
D)
প্রোটন ইলেকট্রন ও ডিউটেরন
উত্তর:-
প্রোটন ইলেকট্রন ও নিউট্রন
বিবরণ:-
11)
কোন মৌলের প্রোটন সংখ্যা 17 নিউট্রন সংখ্যা 18 এবং ইলেকট্রন সংখ্যা 17 হলে তাঁর ভর সংখ্যা কত?
A)
52
B)
35
C)
18
D)
17
12)
পরমাণুতে আইসোটোপ সৃষ্টি হয় নিচের কোনটির সংখ্যা তারতম্যের জন্য
A)
প্রোটন
B)
নিউট্রন
C)
ইলেকট্রন
D)
a ও b উভয়ই
13)
নিচের কোনটির ভর সবচেয়ে বেশি?
A)
ইলেকট্রন
B)
প্রোটন
C)
নিউট্রন
D)
হাইড্রোজেনের নিউক্লিয়াস
14)
কোন পরমাণু একটি ইলেক্ট্রন গ্রহণ করলে সেটি কিসে পরিণত হয়?
A)
ক্যাটায়ন
B)
অ্যানায়ন
C)
মূলক
D)
কোনোটিই নয়
উত্তর:-
অ্যানায়ন
বিবরণ:-
15)
কোন মৌলের রাসায়নিক আচরণ নিচের কোনটির ওপর নির্ভর করে?
A)
নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা
B)
নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা
C)
নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনরত ইলেকট্রন সংখ্যা
D)
নিউক্লিয়াসের মোট নিউক্লিয়ন সংখ্যা
উত্তর:-
নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনরত ইলেকট্রন সংখ্যা
বিবরণ:-
16)
সমস্থানিক দের রাসায়নিক ধর্ম একই প্রকৃতির কারণ -
A)
সমসংখ্যক সংযোজন
B)
সমান ভর সংখ্যা
C)
সমান সংখ্যক নিউটন
D)
সমসংখ্যক প্রোটন
উত্তর:-
সমসংখ্যক প্রোটন
বিবরণ:-
17)
একই প্রোটন সংখ্যা ও ভিন্ন ও নিউট্রন সংখ্যা দুটি পরমাণু কে কি বলে?
A)
ধনাত্মক আয়ন
B)
ঋণাত্মক আয়ন
C)
আইসোটোপ
D)
হিগস-বোসন
18)
নিম্নের কে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন--
A)
রাদারফোর্ড
B)
ডালটন
C)
টমসন
D)
আইনস্টাইন
19)
দুই ভরসংখ্যাবিশিষ্ট হাইড্রোজেনকে কী বলে?
A)
সাধারণ হাইড্রোজেন
B)
প্রোটিয়াম
C)
ডয়টেরিয়াম
D)
ট্রিটিয়াম
উত্তর:-
ডয়টেরিয়াম
বিবরণ:-
20)
কে পরমানুর ধারনা দেন?
A)
রাদারফোর্ড
B)
কণাদ
C)
ডালটন
D)
রন্টজেন