অভিব্যক্তি ও অভিযোজন

Show Important Question


1) ’থিওরি অফ ইভোলিউশন’ বা বিবর্তনবাদের ধারণাটি কে দেন?
A) ডারউইন
B) মেন্ডেল
C) নিউটন
D) ফ্রয়েড

2) কোন রাশিয়ান বিজ্ঞানী এই বইটি লিখেছিলেন ‘origin of species'?
A) তাকতাজান
B) ডারউইন
C) নিধাম
D) গ্যাগারিন

3) মটর গাছের আকৰ্ষ প্রকৃত পক্ষে রূপান্তরিত
A) ফুল
B) কান্ড
C) পাতা
D) স্টিপিউল

4) জরায়ুজ অঙ্কুরোদগম নিম্নলিখিত কোন জাতীয় উদ্ভিদ এ দেখা যায়?
A) জঙ্গল উদ্ভিদ
B) লবণাম্বু উদ্ভিদ
C) সাধারণ উদ্ভিদ
D) জলজ উদ্ভিদ

5) নিউম্যাটোফোর পাওয়া যায়----
A) নিমাটোডে
B) ম্যানগ্রোভ উদ্ভিদের
C) জেলিফিসের নেমাটোসিস্ট এ
D) কোনোটিই নয়

6) মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স নিম্নের যে অংশের সঙ্গে যুক্ত থাকে--
A) ফুসফুস
B) বৃক্ক
C) পাকস্থলী
D) সিকাম

7) সংযোগী প্রাণী পেরিপেটাস যে প্রাণী গোষ্ঠীর মধ্যে সংযোগ সাধন করেছে সেটি হল—
A) মৎস্য ও উভচর
B) অঙ্গুরিমাল ও সন্ধিপদ
C) উভচর ও সরীসৃপ
D) সরীসৃপ ও স্তন্যপায়ী

8) পাখির ডানা কোন অঙ্গের রূপান্তর?
A) বক্ষ
B) দেহত্বক
C) পশ্চাৎপদ
D) অগ্রপদ

9) ডারউইনের ‘on the origin of species' প্রকাশিত হয়—
A) 1859 সালে
B) 1902 সালে
C) 1885 সালে
D) 1897 সালে

10) ব্যবহার ও অব্যবহার মতবাদের প্রবক্তা হলেন কে?
A) ডারউইন
B) মুলার
C) ল্যামার্ক
D) দ্যা ভিস

11) -------বিবর্তনের তত্ত্ব আমাদের বলে যে কিভাবে জীবন ক্রমশ সরল থেকে জটিল রূপ ধারণ করেছে
A) ওয়ালেসের
B) ডারউইনের
C) মেন্ডেলের
D) ল্যামার্কের

12) সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র স্থাপন করে--
A) আর্কিওপ্টেরিক্স
B) প্লাটিপ্লাস
C) তিমি
D) পেরিপেটাস