উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান
1)
উদ্ভিদের কোন্ অংশ থেকে হলুদ পাওয়া যায়, যা একটি স্বাভাবিক রঞ্জক এবং জীবাণুনাশক?
A)
মূল
B)
কান্ড
C)
ফল
D)
ফুল
2)
ফুলের পুরুষ অংশকে বলা হয়
A)
পুংস্তবক (Androecium)
B)
বৃতি (Calyx)
C)
দলমন্ডল (Thalamus)
D)
স্ত্রীস্তবক (Gynoecium)
উত্তর:-
পুংস্তবক (Androecium)
বিবরণ:-
3)
পরাশ্রয়ী উদ্ভিদের জল শোষণকারী অঙ্গটি হল—
A)
মূলরোম
B)
হস্টোরিয়া
C)
পরাশ্রয়ী মূল
D)
ভেলামেন
উত্তর:-
পরাশ্রয়ী মূল
বিবরণ:-
4)
ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কে?
A)
প্রসেনকাইমা
B)
এরেনকাইমা
C)
ইডিওব্লাস্ট
D)
ক্লোরেনকাইমা
উত্তর:-
ক্লোরেনকাইমা
বিবরণ:-
5)
মূল বা কাণ্ডের অগ্রে যে ভাজককলা থাকে তাকে
A)
অগ্রস্থ ভাজককলা
B)
আদিভাজক কলা
C)
গৌণ ভাজককলা
D)
নিবেশিত ভাজককলা
উত্তর:-
অগ্রস্থ ভাজককলা
বিবরণ:-
6)
পেঁয়াজের যে অংশটি খাওয়া হয়, তা হলো:
A)
পাতা
B)
কান্ড
C)
ফুল
D)
মুল
7)
বায়ুপূর্ন প্যারেনকাইমা কোশকে বলে
A)
ইডিওব্লাস্ট
B)
এরেনকাইমা
C)
ক্লোরেনকাইমা
D)
প্রসেনকাইমা
উত্তর:-
এরেনকাইমা
বিবরণ:-
8)
উদ্ভিদের বীজে যে nutritive tissue থাকে তাকে বলে:
A)
হাইপোকটিয়াল
B)
এমব্রায়ো
C)
এন্ডোম্পার্ম
D)
নিউসেলাস
উত্তর:-
এন্ডোম্পার্ম
বিবরণ:-
9)
কান্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী
A)
অগ্রস্থ ভাজককলা
B)
মূল ভাজককলা
C)
নিবেশিত ভাজককলা
D)
পার্শ্বস্থ ভাজককলা
উত্তর:-
পার্শ্বস্থ ভাজককলা
বিবরণ:-
10)
নীচের কোন্ উদ্ভিদটির মূল নেই?
A)
মনোট্রপা
B)
উলফিয়া
C)
সায়াথিয়া
D)
পাইনাস
11)
উদ্ভিদের বর্ধনশীল (ভেজিটেটিভ) অংশ হল
A)
পাতা, কাণ্ড ও ফুল
B)
মূল, কাণ্ড ও ফুল
C)
মূল, কাণ্ড ও পাতা
D)
মূল, পাতা ও ফুল
উত্তর:-
মূল, কাণ্ড ও পাতা
বিবরণ:-
12)
নিম্নলিখিত উদ্ভিদ টিস্যু গুলির মধ্যে কোনটি কোষ বিভাজন করতে সক্ষম?
A)
প্যারেনকাইমা
B)
জাইলেম
C)
ফ্লেরেনকাইমা
D)
মেরিস্টেম
উত্তর:-
মেরিস্টেম
বিবরণ:-
13)
ট্রাকিয়া বিহীন একটি উদ্ভিদ হল
A)
কাঁঠাল
B)
তাল
C)
নিতাম
D)
পাইন
14)
কোন্ উদ্ভিদ অতিরিক্ত খাদ্য কাণ্ডে সঞ্চয় করে রাখে?
A)
নারকেল
B)
কলা
C)
পুঁই
D)
আম
15)
কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদদেহে পরিবহন করে?
A)
ফ্লোয়েম
B)
জাইলেম
C)
মূল
D)
ট্রাকিয়া
16)
দুটি স্থায়ী কলার মধ্যবর্তী ভাজক কলাকে বলে ?
A)
নিবেশিত
B)
পার্শ্বস্থ
C)
অগ্রস্থ
D)
কোনোটিই নয়
17)
জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট
A)
উদ্ভিদের সালোকসংশ্লেষের সঙ্গে
B)
উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহণের সঙ্গে
C)
উদ্ভিদের উত্পাদিত খাদ্যের সংগ্রহশালা হিসেবে
D)
উদ্ভিদের উৎসেচক পরিবহণের সঙ্গে
উত্তর:-
উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহণের সঙ্গে
বিবরণ:-
18)
পিডাংকেল একটি -
A)
ফুলের বৃত্ত
B)
পাতার বৃত্ত
C)
ফলের বৃত্ত
D)
কোনোটিই নয়
উত্তর:-
ফুলের বৃত্ত
বিবরণ:-
19)
একটি স্থায়ী টিস্যু উদ্ভিদকে শক্ত এবং দৃঢ় করে তোলে?
A)
এরেনকাইমা
B)
স্ক্লেরেনকাইমা
C)
প্যারেনকাইমা
D)
কোলেনকাইমা
উত্তর:-
স্ক্লেরেনকাইমা
বিবরণ:-
20)
একটি উদ্ভিদ মধ্যে নিম্নলিখিত কোনটি বীজে রূপান্তরিত হয় ?
A)
স্টাইল
B)
ডিম্বাশয়
C)
ডিম্বক
D)
স্টিগমা