কোষ বিভাজন

Show Important Question


1) একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয়
A) অ্যামাইটোসিস
B) মাইটোসিস
C) মিয়োসিস
D) সমবিভাজন

2) ক্রোমোজোম যে দুইটি তন্তু দ্বারা গঠিত তা হল—
A) ক্রোমোনিমাটা
B) ক্রোমাটিড
C) পলিপেপটাইড
D) DNA তন্তু

3) সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে বলে—
A) সাইন্যাপস
B) সাইন্যাপসিস
C) সাইন্যাপটোমিনাল কমপ্লেক্স
D) বাইভ্যালেন্ট

4) ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে
A) মাইটোসিস বিভাজন
B) মুক্ত নিউক্লিও বিভাজন
C) মিওসিস বিভাজন
D) অ্যামাইটোসিস কোশ বিভাজন

5) কোন্ বিভাজনকে হ্রাস বিভাজন বলে ?
A) অ্যামাইটোসিস
B) মাইটোসিস
C) মিওসিস
D) কোনোটিই নয়

6) মিওসিস বিভাজন ঘটে—
A) জনন কোশে
B) দেহকোশে
C) যকৃৎকোশে
D) অগ্ন্যাশয়ে

7) ক্রোমোজোমের স্বতন্ত্র মেরুযুক্ত প্রান্তকে বলে—
A) ক্রোমোমিয়ার
B) সেন্ট্রোমিয়ার
C) টেলোমিয়ার
D) কাইনেটোকর

8) কোশ বিভাজনের প্রস্তুতি পর্বকে বলে—
A) প্রফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) ইন্টারফেজ

9) সাইটোকাইনেসিস বিভাজন দেখা যায়—
A) নিউক্লিয়াসে
B) সাইটোপ্লাজমে
C) মাইটোকনড্রিয়ায়
D) গলগিবডিতে

10) M-দশার কয়টি ভাগ?
A) 4
B) 3
C) 2
D) 6

11) কোশচক্র নিয়ন্ত্রণের কয়টি ব্যবস্থা রয়েছে?
A) 1টি
B) 3টি
C) 2টি
D) 4টি

12) সমসংস্থ ক্রোমোজামের খণ্ডক বিনিময়ের ঘটনাকে বলে—
A) কায়াজমা
B) ক্রসিংওভার
C) ট্রান্সলোকেসান
D) সাইন্যাপসিস

13) ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি হলো--
A) মিয়োসিস
B) মাইটোসিস
C) অ্যামাইটোসিস
D) কোনোটিই নয়

14) কোশ বিভাজন কয় প্রকার?
A) চার প্রকার
B) এক প্রকার
C) তিন প্রকার
D) দুই প্রকার

15) কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয় ?
A) ইন্টারফেজে
B) অ্যানোফেজ
C) প্রফেজে
D) টেলোফেজ

16) মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি v, j, l অথবা i আকৃতির হয় ?
A) প্রোফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টিলোফেজ

17) মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গুলি মেরুর দিকে অগ্রসর হয় ?
A) প্রোফেজ
B) মেটাফেজ
C) অ্যানাফেজ
D) টেলোফেজ

18) প্রানী কোশ বিভাজন কালে বেমতন্তু সৃষ্টি করে
A) লাইসোজোম
B) সেন্ট্রোজোম
C) রাইবোজোম
D) পলিগন