জীববিদ্যার গোড়ার কথা

Show Important Question


1) ভূতাত্ত্বিকের মতানুসারে জীবনের সূচনা হয়েছিল—
A) প্যালিওজোয়িক যুগে
B) মেসোজোয়িক যুগে
C) প্রোটোজোয়িক যুগে
D) সিনোজোয়িক যুগে

2) বর্তমানকালে জীবনের সূচনার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদটি হল—
A) আধুনিক রাসায়নিক উদ্‌বর্তন
B) বিশেষভাবে সৃষ্টির তত্ত্ব
C) সবই
D) কোনোটিই নয়

3) জীবন সূচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল—
A) অ্যামাইনো অ্যাসিডের সৃষ্টি
B) কার্বোহাইড্রেটের সৃষ্টি
C) জিব্বেরেলিক অ্যাসিডের সৃষ্টি
D) নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি

4) নিম্নের কোটি জীবনসৃষ্টির একবারে প্রথমে উৎপন্ন হয়েছিল?
A) প্রোক্যারিওটিক কোশ
B) ইউক্যারিওটিক কোশ
C) উভয়ই A এবং B
D) কোনোটিই নয়

5) কে এই ধারণাটি দেন যে “hotdilute soup"?
A) ফক্স
B) কেলভিন
C) কোপারনিকাস
D) হল্ডেন

6) প্রথম জীবন সৃষ্টি হয়েছিল—
A) জল
B) স্থল
C) বায়ু
D) কোনোটিই নয়

7) ভূতাত্ত্বিকদের মতানুসারে পৃথিবী সৃষ্টি হয়েছিল আনুমানিক
A) 3.6 লক্ষ
B) 4.6 বিলিয়ন বছর
C) 5.6 লক্ষ
D) 6.6 লক্ষ বছর আগে

8) কেমোজেনি কি ?
A) ভৌত উদবর্তন
B) যৌগিক উদবর্তন
C) রাসায়নিক উদবর্তন
D) মৌলিক উদবর্তন

9) ওপারিন কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব দেন?
A) 1928
B) 1940
C) 1941
D) 1942

10) ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলে?
A) পেলপেমিয়ার
B) লিপোভাইরাস
C) ক্যাপসোমিয়ার
D) ভাইরয়েড

11) নীচের কোন ব্যাকটিরিয়ার পুষ্টি আংশিক মৃতজীবী ধরনের?
A) ভিব্রিও কলেরি
B) ক্লসট্রিডিয়াম
C) নিসোরিয়া গনোরি
D) ই. কোলাই

12) নীচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল ?
A) ক্লোরেল্লা
B) টেরেন্টিপোহলিয়া
C) স্পাইরুলিনা
D) সারগাসাম

13) ই. কোলাই ব্যাকটিরিয়া কোন্ ভিটামিন সংশ্লেষ করে ?
A) B12
B) B6
C) C
D) A

14) আধুনিকলে ব্যাকটিরিয়াকে কি বলে?
A) প্রোটিস্টা
B) স্যাডিলট
C) মাইক্রোব
D) কোনটাই নয়

15) নীচের কোনটি একটি উপকারী ভাইরাস?
A) রুবেলা ভাইরাস
B) রাইনো ভাইরাস
C) ভ্যারিওলা ভাইরাস
D) ব্যাকটিরিও ফাজ

16) গোলাকার ব্যাকটিরিয়াকে বলে—
A) ব্যাসিলি
B) ভিব্রিও
C) স্পাইরিলা
D) কক্কাই

17) নীচের কোনটি একটি সন্ধানী ব্যাকটিরিয়া?
A) সিউডোমোনাস
B) নিসেরিয়া গননারী
C) ক্লসট্রিডিয়াম
D) ই-কোলাই

18) যে সকল প্রাণী বা উদ্ভিদ ভাইরাস সংক্রমণে সাহায্য করে তাকে বলে—
A) সেক্টর
B) ভেক্টর
C) প্রটেক্টর
D) ইনস্পেক্টর

19) নীচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটিরিয়া?
A) ডিপ্লোকক্কাই
B) সালমোনেলা
C) ক্লসট্রিডিয়াম টিটেনি
D) নিউমোকক্কাস

20) নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন?
A) সেরাটোফাইলাম
B) আইকরনিয়া
C) মনোকোরিয়া
D) পিস্টিয়া