পুষ্টি, বিপাক ও পরিপাক
1)
যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়, সেটি হল
A)
ভিটামিন A
B)
ভিটামিন B
C)
ভিটামিন C
D)
ভিটামিন D
উত্তর:-
ভিটামিন C
বিবরণ:-
2)
নীচের কোনটি ফ্যাটে দ্রবনীয় ভিটামিন?
A)
B
B)
A
C)
C
D)
P
3)
ভিটামিন A-র ঘাটতির ফলে যেটি হয়, সেটি হল
A)
রাতকানা
B)
রিকেট
C)
স্কার্ভি
D)
চুল পড়া
4)
নীচের কোটি মাইক্রো বা ট্রেস বা স্বল্পমাত্রিক উপাদান?
A)
B
B)
C
C)
S
D)
Mg
5)
নীচের কোন্ খাদ্য থেকে ভিটামিন B3 পাওয়া যায় ?
A)
লেবু
B)
উদ্ভিজতেল
C)
ঢেঁকিছাঁটা চাল
D)
সামুদ্রিক মাছ
উত্তর:-
ঢেঁকিছাঁটা চাল
বিবরণ:-
6)
নীচের কোনটি অ্যান্টিভিটামিন?
A)
মিথাইল কোবালামিন
B)
সায়ানোকোবালামিন
C)
অ্যাভিডিন
D)
আর্গোস্টেল
উত্তর:-
অ্যাভিডিন
বিবরণ:-
7)
ভিটামিন নামকরণটি নীচের কোন্ বিজ্ঞানী করেন?
A)
সি. ফাঙ্ক
B)
ডি ফাঙ্ক
C)
জি. ফাঙ্ক
D)
এম. ফাঙ্ক
উত্তর:-
সি. ফাঙ্ক
বিবরণ:-
8)
মানুষের দেহের পিত্তরস কোন্ খাদ্য পরিপাকে সাহায্য করে ?
A)
কার্বোহাইড্রেট
B)
প্রোটিন
C)
ফ্যাট
D)
সবকটি
9)
1 গ্রাম প্রোটিন থেকে কত কিলোক্যালোরি শক্তি পাওয়া যায় ?
A)
9.1
B)
9.7
C)
4.9
D)
4.1
10)
গোরুর অন্ত্রে সেলুলোজ পাচনে সাহায্য করে কোন্ ব্যাকটিরিয়া?
A)
জুত ফ্লোরেল্লা
B)
ট্রাইকোডার্মা
C)
ই. কোলাই
D)
লাইকেন
উত্তর:-
ট্রাইকোডার্মা
বিবরণ:-
11)
কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
A)
2 : 1
B)
1 : 2
C)
3 : 1
D)
1 : 3
12)
ক্ষুদ্রান্ত্রের কয়টি অংশ?
A)
3
B)
2
C)
4
D)
5
13)
পাকস্থলীর HCl কোন্ কোশ থেকে ক্ষরিত হয়?
A)
পেপটিক কোশ
B)
প্যানক্রিয়াটিক কোশ
C)
জাইগ্যানটিক কোশ
D)
অক্সিনটিক কোশ
উত্তর:-
অক্সিনটিক কোশ
বিবরণ:-
14)
অত্যধিক কায়িক পরিশ্রমে উপযোগী খাদ্য—
A)
কার্বোহাইড্রেট
B)
প্রোটিন
C)
ফ্যাট
D)
ভিটামিন
15)
এনজাইম হচ্ছে
A)
স্টেরয়েড
B)
কার্বোহাইড্রেটস
C)
প্রোটিন
D)
লিপিড
16)
ভিটামিন d তৈরি হয় কী থেকে?
A)
অ্যামিনো অ্যাসিড
B)
আর্গোস্টেল
C)
ফ্যাটি অ্যাসিড
D)
কোলেস্টেরল
উত্তর:-
আর্গোস্টেল
বিবরণ:-
17)
কোন ভিটামিনকে বলে ‘Riboflavin' ?
A)
ভিটামিন B1
B)
ভিটামিন B2
C)
ভিটামিন B12
D)
ভিটামিন C
উত্তর:-
ভিটামিন B2
বিবরণ:-
18)
পাকস্থলীতে যে অ্যাসিড ক্ষরণ হয় সেটি হল
A)
হাইড্রোক্লোরিক অ্যাসিড
B)
নাইট্রিক অ্যাসিড
C)
সালফিউরিক অ্যাসিড
D)
ল্যাকটিক অ্যাসিড
উত্তর:-
হাইড্রোক্লোরিক অ্যাসিড
বিবরণ:-
19)
স্ফিনোডার্মা রোগ সৃষ্টি হয় কোন্ ভিটামিনের অভাবে?
A)
A
B)
B12
C)
B6
D)
C
20)
অ্যাস্করবিক অ্যাসিড হচ্ছে:
A)
ভিটামিন-D
B)
ভিটামিন - B
C)
ভিটামিন-A
D)
ভিটামিন - C
উত্তর:-
ভিটামিন - C
বিবরণ:-