রেচন
1)
ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কী ?
A)
সবুজগ্রন্থি
B)
ফ্লেমকোষ
C)
দেহতল
D)
সংকোচনশীল গহুর
2)
বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক কী?
A)
পেলভিস
B)
কর্টেক্স
C)
নেফ্রন
D)
গবিনী
3)
মাকড়সার রেচন অঙ্গের নাম কী?
A)
সবুজ গ্রন্থি
B)
কক্সাল গ্রন্থি
C)
প্লাজমা পর্দা
D)
বোজেম্যানের অঙ্গ
উত্তর:-
কক্সাল গ্রন্থি
বিবরণ:-
4)
বৃক্কে প্রতিমিনিটে কত মূত্র তৈরী হয় ?
A)
2 ml
B)
3 ml
C)
0.5 ml
D)
1 ml
5)
অ্যামিবার রেচন অঙ্গ হল—
A)
সংকোচীগহ্বর
B)
দেহতল
C)
ফ্লেমকোশ
D)
কক্সাল গ্রন্থি
উত্তর:-
সংকোচীগহ্বর
বিবরণ:-
6)
যকৃত নিম্নের কোন্ রেচন পদার্থ নির্গত করে?
A)
বিলিরুবিন
B)
লেসিথিন
C)
বিলিভারডিন
D)
সবকটি
উত্তর:-
বিলিরুবিন
বিবরণ:-
7)
নিম্নের কোন্ উদ্ভিদ থেকে রজন নিঃসরণ হয়?
A)
রবার
B)
বাবলা
C)
শিরিষ
D)
পাইন
8)
মূত্রে বিলিরুবিন বেশি হলে মূত্রের রং কেমন হয় ?
A)
গাঢ় সবুজ
B)
গাঢ় খয়েরী
C)
গাঢ় হলুদ
D)
গাঢ় লাল
উত্তর:-
গাঢ় হলুদ
বিবরণ:-
9)
নিচের কোন্ উদ্ভিদ থেকে গঁদ পাওয়া যায়
A)
বাবলা
B)
ফণিমনসা
C)
বট
D)
পাইন
10)
সিস্টোলিথ রাসায়নিকভাবে কী?
A)
ক্যালসিয়াম হাইড্রক্সাইড
B)
ক্যালসিয়াম কার্বনেট
C)
কালসিয়াম সিলিকেট
D)
ক্যালসিয়াম সালফেট
উত্তর:-
ক্যালসিয়াম কার্বনেট
বিবরণ:-
11)
বাণতেল পাওয়া যায় কোন গাছে?
A)
বট
B)
শাল
C)
রবার
D)
লবঙ্গ
12)
মরফিন এর উৎস
A)
সিঙ্কোনা
B)
তামাক
C)
আফিং
D)
এফিড্রা
13)
কোন্ চক্র দ্বারা প্রোটিন থেকে ইউরিয়া তৈরী হয় ?
A)
ক্রেবস চক্র
B)
অরনিথিন চক্র
C)
E.M.P. পথ
D)
গ্লাইকোলিসিস চক্র
উত্তর:-
অরনিথিন চক্র
বিবরণ:-
14)
কিডনির যে অংশটি পরিশ্রুত করার কাজ করে, তা হলো:
A)
অ্যাক্সন
B)
নেফ্রন
C)
নিউরন
D)
ইয়েলো ফাইবার
15)
কুইনাইন ক্ষরিত হয়:
A)
মালবেরি গাছ থেকে
B)
ইউক্যালিপটাস গাছ থেকে
C)
সিঙ্কোনা গাছ থেকে
D)
কোকো গাছ থেকে
উত্তর:-
সিঙ্কোনা গাছ থেকে
বিবরণ:-
16)
গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায় ?
A)
যকৃত
B)
বৃক্ক
C)
অগ্নাশয়
D)
ক্ষুদ্রান্ত্র
17)
ইউরিক অ্যাসিড রেচন কারি একটি প্রাণী হল--
A)
পায়রা
B)
ব্যাং
C)
মানুষ
D)
খরগোশ
18)
মাকড়সা ও কাঁকড়া বিছের রেচন অঙ্গ কোনটি?
A)
নেফ্রিডিয়া
B)
সবুজ গ্রন্থি
C)
ফ্লেমকোষ
D)
কক্সাল গ্রন্থি
উত্তর:-
কক্সাল গ্রন্থি
বিবরণ:-
19)
চিংড়ির রেচন অঙ্গের নাম কি
A)
লালাগ্রন্থি
B)
সবুজ গ্রন্থি
C)
মালপিজিয়ান নালিকা
D)
ইঙ্গ গ্রন্থি
উত্তর:-
সবুজ গ্রন্থি
বিবরণ:-
20)
মরফিন নামক উপক্ষার কোথায় পাওয়া যায়
A)
বেলেডোনা
B)
নাক্সভোমিকা
C)
আফিম
D)
কফি