সংবহন ও রক্ত
1)
রক্তচাপ মাপার যন্ত্রের নাম:
A)
ব্যারোমিটার
B)
স্ফিগমোম্যানোমিটার
C)
টোনোমিটার
D)
কোনটিই নয়
উত্তর:-
স্ফিগমোম্যানোমিটার
বিবরণ:-
2)
সার্বিক দাতা কোন্ শ্রেণির রক্তের মানুষকে বলে?
A)
O
B)
AB
C)
A
D)
B
3)
হিমোগ্লোবিনের কাজ হল
A)
অক্সিজেন পরিবহন করা
B)
ব্যাকটেরিয়া ধ্বংস করা
C)
রক্তাল্পতা রোধ করা
D)
শক্তির ব্যবহার করা
উত্তর:-
অক্সিজেন পরিবহন করা
বিবরণ:-
4)
হিমোগ্লোবিনের প্রধান উপাদান হল
A)
ক্লোরিন
B)
লৌহ
C)
ক্যালসিয়াম
D)
কোনোটিই নয়
5)
কোন্ সংবহন কলা কোশে নিউক্লিয়াস থাকে না?
A)
মনোসাইট
B)
লিম্ফোসাইট
C)
ইয়োসিনোফিল
D)
এরিথ্রোসাইট
উত্তর:-
এরিথ্রোসাইট
বিবরণ:-
6)
রক্ত হল:
A)
আম্লিক
B)
ক্ষারীয়
C)
প্রশম
D)
বাপারের মত
7)
পেসমেকার বসানো হয় মানুষের
A)
ডান অলিন্দে
B)
বাম অলিন্দে
C)
বাম নিলয়ে
D)
দ্বিপত্র কপাটিকায়
উত্তর:-
ডান অলিন্দে
বিবরণ:-
8)
মানুষের দেহে রক্তের পরিমাণ
A)
৫-৬ লিটার
B)
৩-৪ লিটার
C)
৮-১০ লিটার
D)
১০-১২ লিটার
উত্তর:-
৫-৬ লিটার
বিবরণ:-
9)
লোহিত রক্ত কণিকা তৈরি হয়
A)
কিডনিকে
B)
লিভার-এ
C)
অস্থিমজ্জায়
D)
হৃদপিন্ডে
উত্তর:-
অস্থিমজ্জায়
বিবরণ:-
10)
রক্তে লৌহের ঘাটতিকে বলা হয়
A)
লিউকেমিয়া
B)
হেমোফিলিয়া
C)
অ্যানিমিয়া
D)
থ্যালাসেমিয়া
উত্তর:-
অ্যানিমিয়া
বিবরণ:-
11)
মানব শরীরের বৃহত্তম ধমনী হল:
A)
পালমোনারি ধমনী
B)
অ্যাওর্টা
C)
অ্যামবিলিক্যাল ধমনী
D)
পালমোনারি শিরা
উত্তর:-
অ্যাওর্টা
বিবরণ:-
12)
রক্ত হচ্ছে এক ধরনের
A)
এপিথেলিয়াল টিস্যু
B)
মাসল টিস্যু
C)
নার্ভাস টিস্যু
D)
কানেকটিভ টিস্যু
উত্তর:-
কানেকটিভ টিস্যু
বিবরণ:-
13)
ফোসা ওভালিস কোথায় থাকে?
A)
নিলয় প্রাচীরে
B)
আন্তঃঅলিন্দ প্রাচীরে
C)
হৃপ্রাচীরে
D)
ভ্রণ অবস্থায় আন্তঃঅলিন্দ প্রাচীরে
উত্তর:-
আন্তঃঅলিন্দ প্রাচীরে
বিবরণ:-
14)
নিম্নলিখিত কোন্ রক্তকণিকাটি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবানু ধ্বংস করে ?
A)
ইওসিনোফিল
B)
বেসোফিল
C)
মনোসাইট
D)
লিম্ফোসাইট
15)
হৃদপিন্ড থেকে নির্গত নালিকে কি বলে ?
A)
শিরা
B)
ধমনী
C)
কোষিকা (Capillaries)
D)
লাসিরা নালি (Lymph ducts)
16)
বাম অলিন্দ নিলয় সংযোগস্থলে যে ভালভ থাকে তাকে কী বলে ?
A)
ট্রাইকাসপিড
B)
পলিমোনারি
C)
বাইকাসপিড
D)
অ্যাওর্টিক
উত্তর:-
বাইকাসপিড
বিবরণ:-
17)
S.a নোড থেকে উৎপন্ন স্পন্দন হল মিনিটে
A)
80–90টি
B)
70-80টি
C)
75-85টি
D)
90-100টি
18)
মানবদেহে হিমধগ্লোবিনের কী কাজ?
A)
রেচনকার্যে সহায়তা করা
B)
বৃদ্ধির জন্য অ্যামাইনো অ্যাসিডের জোগান দেওয়া
C)
উৎসেচক ও হরমোনের জোগান দেওয়া
D)
বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করা
উত্তর:-
বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করা
বিবরণ:-
19)
হৃদপিণ্ডের আবরণের নাম কী ?
A)
পেরিস্টোলসিস
B)
পেরিকার্ডিয়াম
C)
পেরিঅস্টিয়াম
D)
পেরিটোনিয়াম
উত্তর:-
পেরিকার্ডিয়াম
বিবরণ:-
20)
হেপারিন নিঃসরণকারী শ্বেত কণিকা টির নাম কি?
A)
বেসোফিল
B)
নিউট্রোফিল
C)
লিম্ফোসাইট
D)
ইওসিনোফিল