স্বাস্থ্য ও রোগ
1)
নীচের কোন রোগটি ব্যাক্টেরিয়া দ্বারা সৃষ্টি হয় না?
A)
ডিপথেরিয়া
B)
কলেরা
C)
টাইফয়েড
D)
ইনফ্লুয়েঞ্জা
উত্তর:-
ইনফ্লুয়েঞ্জা
বিবরণ:-ডিপথেরিয়া:- করনিব্যাক্টেরিয়াম ডিপথেরি (corynebacterium diphtheriae) নামক ব্যাক্টেরিয়া ঘটিত রোগ যা গলা ও নাকের মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মা ঝিল্লিতে প্রদাহ সৃষ্টি করে।
কলেরা:- ভিব্রিও কলেরা (vibrio cholerae) নামক ব্যাকটেরিয়া ঘটিত ক্ষুদ্রান্ত্রের একটি সংক্রামক রোগ।
টাইফয়েড বা টাইফয়েড জ্বর ( typhoid fever):- salmonella typhi নামক ব্যাক্টেরিয়া ঘটিত রোগ।
ইনফ্লুয়েঞ্জা (influenza):- ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট এক প্রকার সংক্রামক রোগ।
2)
নিচে দেওয়া কোন অসুখটিতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে ?
A)
অস্টিওপোরোসিস
B)
আর্থারাইটিস
C)
রিউম্যাটিজম
D)
কলিক
উত্তর:-
অস্টিওপোরোসিস
বিবরণ:-
3)
লিউকোমিয়া হল
A)
ফুসফুসের রোগ
B)
রক্তের রোগ
C)
ত্বকের রোগ
D)
স্নায়ুর রোগ
উত্তর:-
রক্তের রোগ
বিবরণ:-
4)
টাইফয়েড ও কলেরা কী ধরনের রোগের উদাহরণ?
A)
সংক্রামক রোগ
B)
বাতাস বাহির রোগ
C)
জলবাহিত রোগ
D)
কোনোটিই নয়
উত্তর:-
জলবাহিত রোগ
বিবরণ:-
5)
ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটি একপ্রকার---
A)
ব্যাকটেরিয়া
B)
প্রোটোজোয়া
C)
ভাইরাস
D)
ছত্রাক
উত্তর:-
প্রোটোজোয়া
বিবরণ:-
6)
যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের DPT টীকা দেয়া হয়, সেগুলি হল -
A)
ডিপথেরিয়া, নিউমোনিয়া এবং টাইফয়েড
B)
ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস
C)
ডিপথেরিয়া, যক্ষা এবং নিউমোনিয়া
D)
ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টাইফয়েড
উত্তর:-
ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস
বিবরণ:-
7)
ভাইরাসঘটিত রোগ হলো নিম্নের কোনটি?
A)
কলেরা
B)
ম্যালেরিয়া
C)
টাইফয়েড
D)
পোলিও
8)
থ্যালাসেমিয়া রোগ ক্ষতিগ্রস্ত হয়--
A)
রক্ত
B)
ফুসফুস
C)
হৃৎপিণ্ড
D)
যকৃত
9)
আয়োডিনের অভাবে কি রোগ হয়--
A)
রিকেট
B)
থাইরয়েড
C)
স্কার্ভি
D)
গলগন্ড
10)
কুকুর কামড়ালে ___ রোগটি হতে পারে
A)
ম্যালেরিয়া
B)
কালাজ্বর
C)
ডিপথেরিয়া
D)
জলাতঙ্ক
11)
গলগন্ড বা গয়টার রোগটি নিচের কোন খনিজের অভাবে হয়?
A)
আয়রন
B)
পটাশিয়াম
C)
ক্লোরিন
D)
আয়োডিন
12)
মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয় ?
A)
প্যারোটিড গ্রন্থি
B)
সাবলিঙ্গুয়াল গ্রন্থি
C)
সাবম্যাক্সিলারি গ্রন্থি
D)
ইনফ্রা- অরবিটাল গ্রন্থি
উত্তর:-
প্যারোটিড গ্রন্থি
বিবরণ:-
13)
নিম্নোক্ত কোন্ রোগটি মশার কামড়ে হয় না?
A)
এনকেফালাইটিস
B)
ডেঙ্গু
C)
ম্যালেরিয়া
D)
বার্ড ফ্লু
উত্তর:-
বার্ড ফ্লু
বিবরণ:-
14)
কালাজ্বর রোগটির জন্য দায়ী—
A)
প্রোটোজোয়া
B)
ভাইরাস
C)
ব্যাকটিরিয়া
D)
ছত্রাক
উত্তর:-
প্রোটোজোয়া
বিবরণ:-
15)
এইচ আই ভি(HIV) হল এক বিশেষ প্রকার----
A)
DNA
B)
RNA
C)
DNA ও RNA
D)
কোনটাই নয়
16)
রক্তে অনুচক্রিকা পরিমাণ কমে গেলে যে রোগ হয় তা হল নিম্নের কোনটি ?
A)
অ্যানিমিয়া
B)
লিউকোমিয়া
C)
পারপিউরা
D)
লিউকোপেনিয়া
17)
AIDS রোগটি যে ধরনের জীবাণুর কারণে ঘটে সেটি হল -----
A)
ভাইরাস
B)
ব্যাকটেরিয়া
C)
প্রোটোজোয়া
D)
ছত্রাক
18)
মায়োপিয়া রোগটি ____ এর সঙ্গে সম্পর্কিত
A)
ফুসফুস
B)
মস্তিস্ক
C)
কান
D)
চোখ
19)
AIDS রোগের পরীক্ষা করা হয় ELISA টেস্ট দ্বারা, এখানে “ELISA" আর Eএর অর্থ হলো--
A)
Energy
B)
Engineer
C)
Enzyme
D)
Ergometer