অংশীদারি কারবার

Show Important Question


1) A, B ও C যথাক্রমে 600, 800 এবং 900 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করল। কয়েক মাস পরে A আরও 300 টাকা বিনিয়োগ করল। বছর শেষে 300 টাকা লাভ হল। C এর লভ্যাংশ 108 টাকা হলে A কত সময় পরে 300 টাকা বিনিয়োগ করেছিল?
A) 3 মাস পরে
B) 4 মাস পরে
C) 6 মাস পরে
D) 5 মাস পরে

2) একটি ব্যবসায় ক, খ ও গ-এর মূলধন যথাক্রমে ৩২, ৪০ ও ৪৮ টাকা। ব্যবসায় মোট ৩০ টাকা লাভ হলে ক-এর লাভ কত?
A) ৬ টাকা
B) ৮ টাকা
C) ১০ টাকা
D) ১২ টাকা

3) A, B ও C একটি যৌথ ব্যবসায়ে কিছু টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 7:3 : 2 এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত 2:1: 1 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত?
A) 12:14: 21
B) 7: 6: 10
C) 4 : 30 : 35
D) 4: 25 : 35

4) 5 : 7 অনুপাতে অর্থ বিনিয়োগ করে A ও B একটি ব্যবসা শুরু করল এক বছর পর যদি তাদের লাভের অনুপাত 1: 2 হয় এবং A তার অর্থ ব্যবসায় 7 মাসের জন্য বিনিয়োগ করে থাকে তবে B তার অর্থ ব্যবসায় কতো মাসের জন্য বিনিয়োগ করছিল ?
A) 6
B) 8
C) 10
D) 12

5) তিনজনে ২০০০, ৩০০০ ও ৪০০০ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করে ব্যবসা শুরু করল এবং শর্ত অনুসারে পুঁজির অনুপাতে লাভ ভাগ হবে। যদি তাদের ব্যবসায় ৪৫০০ টাকা লাভ হয়, তবে কে কত টাকা পাবে?
A) ১০০০, ১৫০০, ২০০০
B) ৭৫০, ১২৫০, ২৫০০
C) ৫০০০, ২০০০, ২০০০
D) ১০০০, ১৫০০, ১২৫০

6) একটি অংশীদারি ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4 এবং তাদের লভ্যাংশের অনুপাত 5 : 4 : 3 হলে মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত ?
A) 30:16:9
B) 11:12:13
C) 5:4:3
D) 16:9:7